21/01/2024
❝__আমার First ক্রাশ__❞
🦋Ispa 🦋
সময়টা শীত কালের। চারদিকে রাতের অন্ধকার।🖤 আমরা নানুর বাড়ি এসেছি, খালাতো বোনের জামাই বাড়ি থেকে লোক আসবে বলে তাই।
আমরা সবাই সেজেগুজে ড্রোয়িং রুমে গিয়ে বসলাম, আর সব বোনেরা মিলে আড্ডা দিচ্ছিলাম। ইতমধ্যেই, বরপক্ষের আগমন এবং তারাও রীতিমতো আমাদের আড্ডায় যোগ দিলেন।
এরই মধ্যে, আমি কেন জানি আমার ভাইকে বলে যাচ্ছি🤔কিরে? এতো পদ থাকতে তুই মাছে বিক্রি করিস🤨আর ভালো কিছু পাস নি? মুখ ভেঙিয়ে বললাম, গাধা একটা।😏
চোখ ঘুরাতেই দেখি কেউ একজন আমার দিকেই তাকিয়ে আছে।প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে গেলাম।😍
নিজ থেকেই প্রশ্ন করে বসলাম,কোন ক্লাসে পড়েন? বলল, মেকানিক ইঞ্জিনিয়ার!🙂
কোনো কথায় কান না দিয়ে ক্রাশের পানে চেয়ে রইলাম!😳ফার্স্ট ক্রাশ বলে কথা!!🤩😍
এরইমধ্যে কে যেনো বলে উঠলো, বলোতো শিক্ষা মন্ত্রীর নাম কী??
ক্রাশকে ফিদা করার জন্যে দৌড়ে গিয়ে উত্তর দিলাম, মোতাহের শরীফ।🤭
তাকিয়ে দেখি😳
ওমা!😱ইনি তো আমাদের দিপু খালাআ!
I am তো অবাক!😃
ধুর,,, সব বাদ দিয়ে আমি শুধু ক্রাশের সাথেই একের পর এক এন্ট্রি নিয়ে যাচ্ছি!
তার হাত ধরে কথা বলছি,কাধে মাথা রেখেছি,এরপর কতো গল্পই না করলাম।😍😇
এখন বোনকে নিয়ে বরপক্ষ চলে যাবেন!
এমতাবস্থায় আম্মু আমায় বকাঝকা করে বাসায় যাওয়ার হুমকি দিচ্ছে😠
সেসবে কান না দিয়ে আমি শুধু ভেবেই যাচ্ছি😶ক্রাশের সাথে শেষ দেখাটা বাতিল করে দিলো।😰😥আহ! আমার জিবনের প্রথম ক্রাশ এই ব্যক্তিই ছিলো,তাও আম্মু কথা বলার সুযোগ দিলো না।😫🥺
"অল্প শোকে কাতর, অধিক শোলে পাথর"
যাই হোক,শত দুঃখ চাপা দিয়ে এবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম।একটা ব্রিজে উঠতেই আমার দাদু বাড়ির একটা ভাইয়ার সাথে দেখা। আমি সালাম দিলাম🫡
আর আম্মু বলল,কিরে নতুন বউ রেখে ঢাকায় কী?
বলল, হ্যাঁ! কাকি আমি এখন বাসায়'ই যাচ্ছি।তারা কথা বলেই যাচ্ছে।
কিন্তু আমি এতক্ষণে বুঝতে পারলাম🤔
ওও..!তাহলে আমি ঢাকায় আসছি।
ইতোমধ্যে, ভাইয়া আমায় বলল, আস্তে হাট ইস্পা পড়বি।😐
আরে না🥱পড়ব না বলেই ঠাস করে পরেই যাচ্ছিলাম, ভাইয়া হাত ধরে ফেললো বলে তবে হাফ ছেড়ে বাচলাম।😨
কিন্তু বেছারা ভাই আমাকে ধরতে গিয়ে নিজেই পুড়ে ব্যাথা পেলেন।
আমি যে ক্রাশের শোকে শোকাহত কে বুঝবে?😏😔
উলটা আম্মু তো আমায় বকতে বকতে😤 আমার 14 গোষ্ঠীর পরিচয় দিচ্ছিলো আর কি যেনো বলছিল....।
এরইমাঝে আমার ভাই কম্বল টান দিয়ে বলে উঠল,আজ আম্মু এসে পড়বে কাল থেকে আর তোর রান্না করতে হবে না।🙂
ফ্রিজের থেকে মাছ নামিয়ে রেখছি যা রান্না কর তারাতাড়ি।
"হতচ্ছাড়া মনের এতক্ষণে হুশ হলো!
ধুর,🤦♀️আমি এতোক্ষণ সপ্ন দেখলাম।"😐
আমি যে single!😴 single'ই থাকবো,আমার আবার ক্রাশ কোত্থেকে আসবে। 🤭🤣😂
সপ্ন দেখে কি লাভ বলেন?😒
তার চেয়ে ভালো একটা follow দিয়ে যান।