Our Chapainawabgonj

Our Chapainawabgonj Assalamualaikum
(1)

30/01/2025
আগামী ২২ ফেব্রুয়ারী,শনিবার,ড. মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিলের আনুষ্ঠানিক ঘোষণাঃ স্থানঃ চাঁপাইনবাবগঞ্জ সদরের ঘোড়াস্...
30/01/2025

আগামী ২২ ফেব্রুয়ারী,শনিবার,ড. মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিলের আনুষ্ঠানিক ঘোষণাঃ
স্থানঃ চাঁপাইনবাবগঞ্জ সদরের ঘোড়াস্টান্ড মহাসড়কের পাশের আম বাগান।
সময়ঃ সকাল ১০ হইতে বিকাল ৫টা পর্যন্ত।

​ ​ ​ ​

দলে দলে যোগ দিন ✊ঢাকা শাহবাগ থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ বর্ডারের উদ্দেশ্যে লং মার্চ।
30/01/2025

দলে দলে যোগ দিন ✊
ঢাকা শাহবাগ থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ বর্ডারের উদ্দেশ্যে লং মার্চ।

হাট-বাজার ইজারা সংক্রান্ত।UNO Shibganj
30/01/2025

হাট-বাজার ইজারা সংক্রান্ত।
UNO Shibganj

17/06/2022

ব্রেকিং নিউজ...

সিলেটে বন্যার কারণে সারা দেশে ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা স্থগিত।

সূত্র:প্রথম আলো।

24/05/2022

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ।চাঁপাইনবাবগঞ্জের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেলো ফজলি আম।

01/02/2022

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ দূর্ঘটনা

বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে নির্মানাধীন ভবনের সামনে ট্রাকচাপায় নিহত একজন শিক্ষার্থী।
চারুকলা বিভাগের ১৬-১৭ সেশনের শিক্ষার্থী এবং তার বাড়ি বগুড়া বলে জানা গেছে।
ইতোমধ্যে উত্তেজিত শিক্ষার্থীরা চারটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে। ভিসি ভবনের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছে অরক্ষিত উন্নয়নকর্মের বিরুদ্ধে।

ভিডিওঃকালেক্টেড

ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় মেয়র মহোদয় Md Mokhlasur Rahman চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা।গতকাল ২৪/০১/২০২২ রোজ সোমবার। আলিনগর হাজ্ব...
25/01/2022

ধন্যবাদ ও কৃতজ্ঞতা

মাননীয় মেয়র মহোদয়
Md Mokhlasur Rahman
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা।

গতকাল ২৪/০১/২০২২ রোজ সোমবার।
আলিনগর হাজ্বিরমোড় সংলগ্ন
ট্রেন ও নসিমন (ভুটভুট্রি) মুখোমুখি সংঘর্ষে ০৩ জন মৎস শ্রমিক ঘটনাস্থলে নিহিত হয়।

লেভেল ক্রসিং না থাকায় এমন দূর্ঘটনা ঘটে।
এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, এই মর্মে মাননীয় মেয়র মহোদয় এর নির্দেশে আজ সকাল থেকে ০১ নং ওয়ার্ড ও ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর এর তত্ত্বাবধানে হাজ্বিরমোড় ও গনকা বিদিপুর মোড়ে লেভেল ক্রসিং স্থাপন করা হয়।

24/01/2022

ব্রেকিং নিউজ

কার্গো বিমানের চাকায় লুকিয়ে ১১ ঘন্টার পথ পাড়ি!

24/01/2022

চাঁপাইনবাবগঞ্জের আলীনগরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় থ্রি-হুইলারের ৩ আরোহীর মর্মান্তিক মৃত্যু!
আজ সকাল সাড়ে ৮ টায় চাঁপাইনবাবগঞ্জ সদরের আলীনগর এলাকার হাজীর মোড়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী গামী ট্রেনের সাথে একটি মাছের পরিবহনের দুর্ঘটনায় ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সবাই স্থানীয় বাসিন্দা।

শোকের চাদরে পুরো স্তব্ধ চাঁপাইনবাবগঞ্জের আলীনগর  গ্রাম। আজ সকাল ৮.৩৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহী-সিরাজ...
24/01/2022

শোকের চাদরে পুরো স্তব্ধ চাঁপাইনবাবগঞ্জের আলীনগর গ্রাম।
আজ সকাল ৮.৩৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহী-সিরাজগঞ্জগামী ট্রেনের ধাক্কায় ভুটভুটির ড্রাইভার নাইমুল সহ আলিনগর গ্রামের মোঃ ফুলচাঁন আলী ভাই ও শেহের আলি চাচার মর্মান্তিক মৃত্যু হয়।
আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাদের পরিবার ও আত্বীয়স্বজনকে ধৈর্য ধরার তৌফিক দান করুন-আমিন

21/09/2021

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট শিগগিরই : পররাষ্ট্রমন্ত্রী

Address

Chapai

Alerts

Be the first to know and let us send you an email when Our Chapainawabgonj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share