আজমাল হোসেন মামুন

আজমাল হোসেন মামুন আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জ জেলা ও রাজশাহী অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য জানাতে বদ্ধপরিকর।
(6)

আজমাল হোসেন মামুন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর‌ ইউপির শিরোটোলা গ্রামে ১৯৮৪ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কলেজ থেকে বাঙলা বিষয়ে সম্মানসহ এম.এ. ডিগ্রি অর্জন করেন। এছাড়াও বি.এড. ও এম.এড. কোর্স সম্পন্ন করেন। বর্তমানে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত। পাশাপাশি দেশের জাতীয় দৈনিক ও স্থানীয় দৈনিকে ফিচার ও কলাম লেখালেখি করে থাকেন। ইতোপূর্বে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা'য় মিডিয়া অফিসার হিসাবে দীর্ঘ সময় কাজ করেছেন।

Shout out to my newest followers! Excited to have you onboard! Sarowar Noyon, Subhalaxmi Ghadei, Rohit Rana, LM Mahafuj,...
16/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Sarowar Noyon, Subhalaxmi Ghadei, Rohit Rana, LM Mahafuj, Kabita Das, Selim Khan, Fa Had, Robiul Awal

10/07/2025

এসএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীদের অভিনন্দন। সাফল্যের ধারায় এগিয়ে যাও। যারা পারোনি, হতাশ হবে না।

নেপালের রাষ্ট্রদূত হলেন চাঁপাইনবাবগঞ্জ হরিমোহনের প্রাক্তন ছাত্র শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান , ঐতিহ্যবাহী শ...
03/07/2025

নেপালের রাষ্ট্রদূত হলেন চাঁপাইনবাবগঞ্জ হরিমোহনের প্রাক্তন ছাত্র শফিকুর রহমান

চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান , ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পেশাদার কূটনীতিক শফিকুর রহমানকে বাংলাদেশ সরকার প্রতিবেশী দেশ নেপালে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে।
গত ২৩ জুন আনুষ্ঠানিকভাবে নেপালের রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রদূত হিসেবে শফিকুর রহমান পরিচয়পত্র পেশ করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাধীন দ্বারিয়াপুর গ্রামের স্বনামধন্য শিক্ষাবিদ অধ্যাপক হাবিবুর রহমান এবং জোবাইদা বেগমের ৫ সন্তানের মধ্যে শফিকুর রহমান তৃতীয়। ছেলেদের মধ্যে কনিষ্ঠ। তার মা এলাকায় একজন গুণী, পরোপকারী ও সমাজসেবী নারী হিসেবে পরিচিত ছিলেন।
শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৮ সালে এসএসসি পাস করেন। রাজশাহী কলেজে উচ্চ মাধ্যমিকসহ ১৯৯৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি বিষয়ে স্নাতক এবং ১৯৯৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
মেধাবী শফিকুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে প্রতিটি স্তরে প্রথম স্থান (উচ্চতর দ্বিতীয় শ্রেণীতে প্রথম) অধিকার করেন। পেশাগত জীবনেও তিনি উচ্চতর ডিগ্রি লাভে জাপান সরকারের অর্থায়নে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নেও বিশেষ কৃতিত্ব দেখান। জাপানের নিগাতা বিশ্ববিদ্যালয়ে ২০১০-২০১২ শিক্ষাবর্ষে সকল অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ স্কোরার হিসেবে শ্রেষ্ঠ গ্র্যাজুয়েট এবং ওই শিক্ষাবর্ষের সমাপনী অনুষ্ঠানে ভ্যালেডিক্টোরিয়ান নির্বাচিত হন। এই কারণে সকল ছাত্রছাত্রীর পক্ষে ভ্যালেডিক্টোরিয়ান স্পিচ দেয়ার প্রদানের বিরল সম্মান লাভ করেন।
২১তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারে নির্বাচিত হয়ে ২০০৩ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন শফিকুর রহমান। নেপালে রাষ্ট্রদূত হিসেবে পদায়নের আগে তিনি দীর্ঘদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনসহ পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্য অনুবিভাগে মহাপরিচালক (যুগ্মসচিব) হিসেবে দায়িত্ব পালন করেন।
কর্মক্ষেত্রে তিনি অস্ট্রেলিয়া, ইউকে, নরওয়ে ও জাপানসহ বিভিন্ন দেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া কর্মজীবনে পেশাগত দায়িত্ব পালনে তিনি বিদেশস্থ বাংলাদেশ মিশন সৌদি আরব, মিশর (কায়রো)সহ ঢাকাস্থ সাত জাতিভুক্ত সহযোগিতা সংস্থা বিমসটেক সচিবালয়ের প্রথম পরিচালক (বাংলাদেশ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শফিকুর রহমান পারিবারিক জীবনে এক ছেলে ও এক মেয়ের জনক। নিজ এলাকার আর্থসামাজিক উন্নয়নে সম্পৃক্ত থাকার ক্ষেত্রে তার বিশেষ পরিচিতি রয়েছে। এছাড়া ২০২১ সাল হতে মা-বাবার স্মরণে এইচজে ফাউন্ডেশন নামে একটি সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন তিনি।
(কৃতজ্ঞতা: দৈনিক গৌড় বাংলা)

ড. মুহাম্মদ ইউনূস স্যারের জন্মদিনআজমাল হোসেন মামুন:ড. মুহাম্মদ ইউনূস, বাংলাদেশের গর্ব এবং বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ, যিনি...
28/06/2025

ড. মুহাম্মদ ইউনূস স্যারের জন্মদিন
আজমাল হোসেন মামুন:
ড. মুহাম্মদ ইউনূস, বাংলাদেশের গর্ব এবং বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ, যিনি ক্ষুদ্রঋণ ধারণার জনক হিসেবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন। ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এই মহান ব্যক্তি। তিনি শুধু একজন অর্থনীতিবিদ নন, বরং দারিদ্র্য দূরীকরণ এবং সামাজিক ব্যবসার পথপ্রদর্শক। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে দুঃস্থ মানুষের কাছে ঋণের সুযোগ সৃষ্টি করে দারিদ্র্য বিমোচনে বৈপ্লবিক ভূমিকা রাখেন তিনি।
ড. ইউনূসের জন্মদিন শুধু একটি তারিখ নয়, এটি বাংলাদেশ তথা বিশ্বের জন্য একটি অনুপ্রেরণার দিন। তাঁর জীবন দর্শন ও কর্ম আমাদের শিখিয়েছে, মানবিকতা আর সঠিক চিন্তাভাবনা দিয়ে সমাজের অবহেলিত মানুষের জীবনও বদলে দেওয়া সম্ভব। ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তি তাঁর কর্মযজ্ঞের আন্তর্জাতিক স্বীকৃতি।
বর্তমানে তিনি দেশের একজন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মানব উন্নয়ন, সামাজিক ব্যবসা ও অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে নিরলস কাজ করে যাচ্ছেন। ড. ইউনূস স্যারের জন্মদিনে আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:প্রতিষ্ঠিত এক্সপোর্ট-ইমপোর্ট প্রতিষ্ঠান ‘বাসমা’-র ঢাকা অফিসে জরুরি ভিত্তিতে একজন অ্যাকাউন্টেন্ট এ...
27/06/2025

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
প্রতিষ্ঠিত এক্সপোর্ট-ইমপোর্ট প্রতিষ্ঠান ‘বাসমা’-র ঢাকা অফিসে জরুরি ভিত্তিতে একজন অ্যাকাউন্টেন্ট এবং একজন সহকারী অ্যাকাউন্টেন্ট নিয়োগ দেয়া হবে।
১। শিক্ষাগত যোগ্যতা হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। প্রাথমিক এমএস ওয়ার্ড ও এক্সেল জানতে হবে।
২। এক্সপোর্ট-ইমপোর্ট অথবা অধিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
৩। প্রার্থীদের অবশ্যই চাঁপাইনবাবগঞ্জ জেলায় বসবাস এবং দায়িত্বজ্ঞানসম্পন্ন হতে হবে।

আগ্রহী শুধুমাত্র জীবনবৃত্তান্ত পাঠিয়ে দিন ইমেইলে
([email protected])

প্রয়োজনে
০১৭২৬-৩৭৬২৩২
Address:
218, Dr, Kudrat-E-Khoda Road, 11 Sahera Tropical Center (Elephant Road, Bata Signal)
Room :810 (7th Floor) Dhaka-1205

24/06/2025

‘যুদ্ধে যে পক্ষই নিজেকে বিজয়ী দাবি করুক না কেন, প্রকৃতপক্ষে কেউই বিজয়ী না—সব পক্ষই পরাজিত।’
[-সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলিন ]

শৈশবের স্মৃতি:আজ গ্রামের মেঠোপথে কয়েকজন শিশুকে খেলতে দেখলাম। চারপাশে সবুজ ধানক্ষেত, তাল-নারিকেলের ডগায় দোল খাওয়া হাওয়া, ...
10/06/2025

শৈশবের স্মৃতি:
আজ গ্রামের মেঠোপথে কয়েকজন শিশুকে খেলতে দেখলাম। চারপাশে সবুজ ধানক্ষেত, তাল-নারিকেলের ডগায় দোল খাওয়া হাওয়া, আর দূরে কোথাও বৃষ্টির শব্দ। হঠাৎ করে মনে পড়লো, আমরাও তো এমনই ছিলাম। মাটির মাঠে গোল্লাছুট, দাড়িয়াবান্দা, বৃষ্টিতে ভিজে সোঁদা মাটির ঘ্রাণ, পুকুরের জলে ডুব— কী সহজ, সরল আর নির্মল ছিল সেই দিনগুলো। সময় পাল্টেছে, জীবন বদলেছে, তবে গ্রামের শিশুরা এখনও সেই স্বপ্নের মতো শৈশবটা লালন করে। ওদের হাসিমুখ দেখে মনে হলো, শৈশব কখনো পুরনো হয় না।

Address

Rajshahi

Telephone

+8801644657466

Website

Alerts

Be the first to know and let us send you an email when আজমাল হোসেন মামুন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আজমাল হোসেন মামুন:

Share