আজমাল হোসেন মামুন

আজমাল হোসেন মামুন আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জ জেলা ও রাজশাহী অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য জানাতে বদ্ধপরিকর।
(6)

আজমাল হোসেন মামুন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর‌ ইউপির শিরোটোলা গ্রামে ১৯৮৪ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কলেজ থেকে বাঙলা বিষয়ে সম্মানসহ এম.এ. ডিগ্রি অর্জন করেন। এছাড়াও বি.এড. ও এম.এড. কোর্স সম্পন্ন করেন। বর্তমানে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত। পাশাপাশি দেশের জাতীয় দৈনিক ও স্থানীয় দৈনিকে ফিচার ও কলাম লেখালেখি করে থাকেন। ইতোপূর্বে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা'য় মিডিয়া অফিসার হিসাবে দীর্ঘ সময় কাজ করেছেন।

24/06/2025

‘যুদ্ধে যে পক্ষই নিজেকে বিজয়ী দাবি করুক না কেন, প্রকৃতপক্ষে কেউই বিজয়ী না—সব পক্ষই পরাজিত।’
[-সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলিন ]

শৈশবের স্মৃতি:আজ গ্রামের মেঠোপথে কয়েকজন শিশুকে খেলতে দেখলাম। চারপাশে সবুজ ধানক্ষেত, তাল-নারিকেলের ডগায় দোল খাওয়া হাওয়া, ...
10/06/2025

শৈশবের স্মৃতি:
আজ গ্রামের মেঠোপথে কয়েকজন শিশুকে খেলতে দেখলাম। চারপাশে সবুজ ধানক্ষেত, তাল-নারিকেলের ডগায় দোল খাওয়া হাওয়া, আর দূরে কোথাও বৃষ্টির শব্দ। হঠাৎ করে মনে পড়লো, আমরাও তো এমনই ছিলাম। মাটির মাঠে গোল্লাছুট, দাড়িয়াবান্দা, বৃষ্টিতে ভিজে সোঁদা মাটির ঘ্রাণ, পুকুরের জলে ডুব— কী সহজ, সরল আর নির্মল ছিল সেই দিনগুলো। সময় পাল্টেছে, জীবন বদলেছে, তবে গ্রামের শিশুরা এখনও সেই স্বপ্নের মতো শৈশবটা লালন করে। ওদের হাসিমুখ দেখে মনে হলো, শৈশব কখনো পুরনো হয় না।

06/06/2025

সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক।

Hey everyone, exciting news! I'm now offering videograms, personalized video messages from me to you, as a brand new way...
18/05/2025

Hey everyone, exciting news! I'm now offering videograms, personalized video messages from me to you, as a brand new way for us to connect. Check out how you can get a videogram through my Storefront!

Whether you want to ask a question, get a custom birthday wish, or just have some fun, I'm here for it! You can request a personalized videogram for yourself, friends or family.

How it works:
1. Click the link below or head over to my profile and tap on the Storefront button (or three dot menu).
2. Tap on Request for a videogram,
3. Send me your request, and I'll do my best to create a cool videogram just for you!
4. Get ready to receive your custom videogram ASAP!

Request a videogram today: https://www.facebook.com/azmalhosenmamun/storefront/videograms?entry=post

Creator storefront

দৈনিক ইত্তেফাক পত্রিকায় আজ ১৬ই মে  'আন্তঃনগর ট্রেন চালুর ন্যায্য দাবি' শিরোনামে আমার লেখা প্রকাশিত হয়েছে।             ...
16/05/2025

দৈনিক ইত্তেফাক পত্রিকায় আজ ১৬ই মে 'আন্তঃনগর ট্রেন চালুর ন্যায্য দাবি' শিরোনামে আমার লেখা প্রকাশিত হয়েছে।

হরিমোহনে প্রফেসর এলতাস উদ্দীনের জানাজাহ অনুষ্ঠিত আজমাল হোসেন মামুন:  হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বাংলা...
12/05/2025

হরিমোহনে প্রফেসর এলতাস উদ্দীনের জানাজাহ অনুষ্ঠিত
আজমাল হোসেন মামুন:
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বাংলাদেশের প্রথিতযশা শিক্ষাবিদ ও গবেষক- প্রফেসর মুহম্মদ এলতাসউদ্দিনের তৃতীয় জানাজার নামাজ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুস সামাদ, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান ছাত্র বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।‌
শ্রদ্ধা নিবেদন করেন হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষে বর্তমান ছাত্রবৃন্দ ও শিক্ষক-কর্মচারিবৃন্দ, হরিমোহন প্রাক্তন ছাত্র সমিতি ও দৈনিক প্রথম আলো বন্ধুসভার সদস্যবৃন্দ ও নিজস্ব প্রতিবেদক।
উল্লেখ্য যে, বাংলাদেশের প্রথিতযশা শিক্ষাবিদ ও গবেষক- প্রফেসর মুহম্মদ এলতাসউদ্দিন গত
১১ মে রবিবার দুপুর ১২.০০ টার সময় ঢাকায় ইন্তিকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

তিনি ১৯৩১ খ্রিস্টাব্দে চাঁপাইনবাবগঞ্জ শহরের চাঁদলাই গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা এসাহাক মন্ডল ও মাতা আফরোজা বেগম। ১৯৪৮ সালে নবাবগঞ্জ কেন্দ্রে অনুষ্ঠিত ম্যাট্রিকুলেশন পরীক্ষায় ১ম বিভাগে প্রথম হন।
প্রফেসর এলতাসউদ্দিন ১৯৭০ খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে ইন্টারভিউ দিয়ে সরাসরি উপাধ্যক্ষ নিযুক্ত হন এবং রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে যোগদান করেন। এক বছরের মাথায় তিনি অধ্যক্ষ হয়ে দীর্ঘ ১১ বছর অতিবাহিত করেন। তিনি ১৯৮২ হতে ১৯৮৩ পর্যন্ত প্রায় দেড় বছর যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং সেখান থেকে বদলি হয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকায় চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হন। সেখানে তিনি দীর্ঘ পৌনে পাঁচ বছর চাকরি করে ১৯৮৮ খ্রিস্টাব্দে অবসর গ্রহণ করেন।
এরপর থেকে তিনি মাঝে মধ্যে কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন শিক্ষার বিভিন্ন সমস্যা নিয়ে। তিনি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিভিন্ন সাধারণ বিজ্ঞান বই রচনাসহ বেশ কিছু পাঠ্যপুস্তক সম্পাদনা করেছেন।

তিনি সি-ইন-এড, বি.এড. শ্রেণীর বেশ কিছু পাঠ্যপুস্তক রচনা ও সম্পাদনাও করেছেন। তিনি কয়েকটি বই অনুবাদও করেছেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ: উচ্চশিক্ষা ব্যবস্থাপনা (২০০২), শিক্ষা-সংস্কৃতি ও অন্যান্য প্রসঙ্গ (২০০৭), যাঁদের সান্নিধ্যে ধন্য হয়েছি (২০০৮), আমার দেখা মুক্তিযুদ্ধ (২০০৯), দাদীর আমলের কথা (২০১০), বাবার আমলের কথা (২০১২) চাঁপাইনবাবগঞ্জ পরিচিতি ও লোক সংস্কৃতি (২০১২), নির্বাচিত প্রবন্ধ (২০১৩) এবং বিংশ শতাব্দির চিকিৎসা বিজ্ঞান (২০১৪)।

Address

Rajshahi

Telephone

+8801644657466

Website

Alerts

Be the first to know and let us send you an email when আজমাল হোসেন মামুন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আজমাল হোসেন মামুন:

Share