Tamim Iqbal Fans

Tamim Iqbal Fans Cricket
(1)

২৭ জুন ২০১৮ অ্যায়ারল্যান্ডের বিপক্ষে ভিরাট কোহলি ২ বলে শূন্য, ২৯ জুন ২০১৮ অ্যায়ারল্যান্ডের বিপক্ষে ভিরাট কোহলি ৮ বলে ৯ র...
05/06/2024

২৭ জুন ২০১৮ অ্যায়ারল্যান্ডের বিপক্ষে ভিরাট কোহলি ২ বলে শূন্য,
২৯ জুন ২০১৮ অ্যায়ারল্যান্ডের বিপক্ষে ভিরাট কোহলি ৮ বলে ৯ রান,

৫ জুন ২০২৪ ভিরাট কোহলি অ্যায়ারল্যান্ডের বিপক্ষে ৫ বলে ১ রান,

অ্যায়ারল্যান্ডের কাছে ভিরাট কোহলি শুধুই কোহলি নট দিস কিং কোহলি।

আমাদের মহীলা দলের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতির এভারেজ রান রেট , নাজমুল হোসাইন শান্তর চেয়ে বেশি। শুধু স্ট্রাইক রেটে পি...
23/05/2024

আমাদের মহীলা দলের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতির এভারেজ রান রেট , নাজমুল হোসাইন শান্তর চেয়ে বেশি। শুধু স্ট্রাইক রেটে পিছিয়ে আছে জ্যোতি, সেটা মেয়ে হিসেবে মেনে নেওয়া যায়...
বাকী সবগুলো সূচকেই জ্যোতি এগিয়ে। তারপরেও কি জাতির লজ্জা হবে...

পৃথিবীর একমাত্র ক্রিকেট দেশ, যেখানে একজন পেস বোলার অলরাউন্ডারকে দলে জায়গা পেতে হলে, ডেথ ওভার স্পেসালিস্ট হতেই হবে!পিওর ব...
14/05/2024

পৃথিবীর একমাত্র ক্রিকেট দেশ, যেখানে একজন পেস বোলার অলরাউন্ডারকে দলে জায়গা পেতে হলে, ডেথ ওভার স্পেসালিস্ট হতেই হবে!

পিওর বোলিং ব্যাটিং করতে পারলেও হবে না, তাকে ডেথ ওভারও সামলাতে হবে,

জিম্বাবুয়ের বিপক্ষে সাইফ উদ্দিনের বোলিং পছন্দ হয়নি নির্বাচকদের এই কারণেই মূলত তাকে বাদ দেওয়া হয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে ইয়োরকার এবং ডেথ বোলিং এ সাইফ উদ্দিনের দূর্বলতা খুঁজে পেয়েছে বিসিবি,

এখানে আসল কথা হলো, বিশ্বের কোন দলে একজন পেস বোলিং অলরাউন্ডারকে সবসময় ডেথ ওভারে সেরা বোলিং করতে হয়,

নিউজিল্যান্ডের জিমি নিশাম, হালের হার্দীক পান্ডিয়া, শিবাম দুবে, দাসুন শানাকা,রোমারিও শেফার্ড, জানসেন, পিছনে তাকালে থিসারা পেরেরা এমন অনেক গুলা নাম চাইলেই বলা যায়, কিন্তুু ভাই! তারা কি ডেথ ওভারের জন্য একাদশে জায়গা পায়না? নাকি বোলিংটাই তাদের মূল দায়িত্ব থাকে?

প্রশ্ন থাকতেই পারে আপনি যাদের নাম বললেন তাদের ব্যাটিং ক্যাপাসিটি এবং সাইফের ব্যাটিং ক্যাপাসিটি একনয়, আরে ভাই সেই দোষ কি সাইফ উদ্দিনের, আর ক্যাপাসিটি যে একদমই নেই সেটাও ভুল অন্যরা ৭০ করলে, সাইফ অত্যন্ত ৩৫ করার ক্ষমতা রাখে আর একটা সিরিজে একটু খারাপ হতেই পারে তাই বলে একজন পেস বোলিং অলরাউন্ডারকে ছেটে ফেলা যায় না।

সবকিছু লিখে প্রকাশ করা যায়না, যতগুলো অলরাউন্ডারের নাম বললাম হার্দিক ছাড়া আর কাউকেই ব্যাটিং এ তেমন একটা ভরসা করা জায়না, দেখা যায় ১০ টা ম্যাচ খেললে তারা হয়ত ৩ টা চারটায় রান করে কিন্তু তাই বলে কি তারা দলের মূল বোলার কিংবা ডেথ ওভার বল করার জন্য স্কোয়াডে থাকে না! নাকি।

হাফ ফিট সাইফ উদ্দিনকে বরিশাল দলকে চ্যাম্পিয়ান করার ক্ষেত্রে অবদান রাখলেও জাতীয় দলের ১৫ জনের কথা বাদ, ১৭ জনের মধ্যে তার নাম আসে না।

আফসোস।

🚨 অফিসিয়াল আপডেট -আগামীকাল দুপুর সাড়ে ১২ টায় আনুষ্ঠানিকভাবে দল দেবে বিসিবি। জার্সিও আগামীকাল রাত ৮ টার দিকে উন্মোচন করে ...
13/05/2024

🚨 অফিসিয়াল আপডেট -

আগামীকাল দুপুর সাড়ে ১২ টায় আনুষ্ঠানিকভাবে দল দেবে বিসিবি। জার্সিও আগামীকাল রাত ৮ টার দিকে উন্মোচন করে দিবে।

সুখবর!! হচ্ছে তাসকিন আহমেদকে নিয়েই ১৫ সদস্যের দল ঘোষণা দিবে নির্বাচক প্যালেন। বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে যাবেন নিশ্চিত হয়েই তাকে দলে রেখেছে টিম ম্যানেজমেন্ট 😊

➡️ আমেরিকার বিপক্ষে সিরিজে রিহ্যাবে থাকবেন তাসকিন আহমেদ।

➡️ আগামী ১৫ মে আমেরিকার উদ্দেশ্য বাংলাদেশ ছাড়বে দল!!

অনেক দিন পর ❤️
11/05/2024

অনেক দিন পর ❤️

চোখের সামনে আজ যা দেখলাম, পুরোটাই অবিশ্বাস্য মনে হচ্ছে!!কেএল রাহুল
09/05/2024

চোখের সামনে আজ যা দেখলাম, পুরোটাই অবিশ্বাস্য মনে হচ্ছে!!

কেএল রাহুল

মুশফিকুর রহিম দেড়শ বছরের ক্রিকেট ইতিহাসের একমাত্র 'উইকেটরক্ষক ব্যাটসম্যান' যার টেস্টে দুটো ডাবল সেঞ্চুরি রয়েছে। একমাত...
09/05/2024

মুশফিকুর রহিম দেড়শ বছরের ক্রিকেট ইতিহাসের একমাত্র 'উইকেটরক্ষক ব্যাটসম্যান' যার টেস্টে দুটো ডাবল সেঞ্চুরি রয়েছে। একমাত্র 'উইকেটরক্ষক অধিনায়ক' যার বিদেশের মাটিতে টেস্টে ডাবল সেঞ্চুরি রয়েছে...

আন্তর্জাতিক ক্রিকেটে একটি বল না করা ক্রিকেটার রয়েছেন ১৯৩৬ জন। এদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক...

শুভ জন্মদিন, মুশফিকুর রহিম মিতু.

শুভ জন্মদিন বাংলাদেশের সেরা ব্যাটসম্যান ❤️

ঠীক এভাবেই তরুণরা ঝড়ে যায়,  হারিয়ে যায়, কোন সুযোগ না পেয়েই হারিয়ে ফেলে জাতীয় দলের ঠীকানা।ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত প...
08/05/2024

ঠীক এভাবেই তরুণরা ঝড়ে যায়, হারিয়ে যায়, কোন সুযোগ না পেয়েই হারিয়ে ফেলে জাতীয় দলের ঠীকানা।

ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলের দলের টিকিট পেলো এবং একটা ম্যাচেও সুযোগ না দিয়ে স্কোয়াড থেকে বাদ দিয়া দিলো।

এর মাধ্যমে প্রমাণ হয়ে গেলো ইমন টি টুয়েন্টি বিশ্বকাপের ভাবনায় নাই, কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে একটা ম্যাচেও সুযোগ না পাওয়ার অধিকার কি তার ছিলোনা।

দ্যা আনলাকি ম্যান পারভেজ হোসেন ইমন।

Rubel Hossain 🔥🔥🔥🔥
08/05/2024

Rubel Hossain 🔥🔥🔥🔥

05/05/2024
এমএস ধোনির সাথে শিভম দুবে এবং তার স্ত্রী😍একটা লাইক তো আছেই  😍👍
04/05/2024

এমএস ধোনির সাথে শিভম দুবে এবং তার স্ত্রী😍
একটা লাইক তো আছেই 😍👍

দুই ক্রিকেট লেজেন্ড 💜🌟
04/05/2024

দুই ক্রিকেট লেজেন্ড 💜🌟

Address

Chapai

Telephone

+8801779493430

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamim Iqbal Fans posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamim Iqbal Fans:

Share

Category