14/05/2024
পৃথিবীর একমাত্র ক্রিকেট দেশ, যেখানে একজন পেস বোলার অলরাউন্ডারকে দলে জায়গা পেতে হলে, ডেথ ওভার স্পেসালিস্ট হতেই হবে!
পিওর বোলিং ব্যাটিং করতে পারলেও হবে না, তাকে ডেথ ওভারও সামলাতে হবে,
জিম্বাবুয়ের বিপক্ষে সাইফ উদ্দিনের বোলিং পছন্দ হয়নি নির্বাচকদের এই কারণেই মূলত তাকে বাদ দেওয়া হয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে ইয়োরকার এবং ডেথ বোলিং এ সাইফ উদ্দিনের দূর্বলতা খুঁজে পেয়েছে বিসিবি,
এখানে আসল কথা হলো, বিশ্বের কোন দলে একজন পেস বোলিং অলরাউন্ডারকে সবসময় ডেথ ওভারে সেরা বোলিং করতে হয়,
নিউজিল্যান্ডের জিমি নিশাম, হালের হার্দীক পান্ডিয়া, শিবাম দুবে, দাসুন শানাকা,রোমারিও শেফার্ড, জানসেন, পিছনে তাকালে থিসারা পেরেরা এমন অনেক গুলা নাম চাইলেই বলা যায়, কিন্তুু ভাই! তারা কি ডেথ ওভারের জন্য একাদশে জায়গা পায়না? নাকি বোলিংটাই তাদের মূল দায়িত্ব থাকে?
প্রশ্ন থাকতেই পারে আপনি যাদের নাম বললেন তাদের ব্যাটিং ক্যাপাসিটি এবং সাইফের ব্যাটিং ক্যাপাসিটি একনয়, আরে ভাই সেই দোষ কি সাইফ উদ্দিনের, আর ক্যাপাসিটি যে একদমই নেই সেটাও ভুল অন্যরা ৭০ করলে, সাইফ অত্যন্ত ৩৫ করার ক্ষমতা রাখে আর একটা সিরিজে একটু খারাপ হতেই পারে তাই বলে একজন পেস বোলিং অলরাউন্ডারকে ছেটে ফেলা যায় না।
সবকিছু লিখে প্রকাশ করা যায়না, যতগুলো অলরাউন্ডারের নাম বললাম হার্দিক ছাড়া আর কাউকেই ব্যাটিং এ তেমন একটা ভরসা করা জায়না, দেখা যায় ১০ টা ম্যাচ খেললে তারা হয়ত ৩ টা চারটায় রান করে কিন্তু তাই বলে কি তারা দলের মূল বোলার কিংবা ডেথ ওভার বল করার জন্য স্কোয়াডে থাকে না! নাকি।
হাফ ফিট সাইফ উদ্দিনকে বরিশাল দলকে চ্যাম্পিয়ান করার ক্ষেত্রে অবদান রাখলেও জাতীয় দলের ১৫ জনের কথা বাদ, ১৭ জনের মধ্যে তার নাম আসে না।
আফসোস।