16/06/2025
সবাই কত সুন্দর অভিনয় করতে পারে,
কেউ ভালো রাখার অভিনয়;
আবার কেউ ভালো থাকার।
আমি বরাবরই ভালো থাকার অভিনয় করে গেছি,
কত সুন্দর সয়ে গেছি তাদের অভিযোগ গুলো।...
আর উপলব্ধি করে গেছি, এই পৃথিবীতে কেউ কারো নয়,
কেউ কারো ছিলো না; কখনোই না।
এ জীবনে যা পেয়েগেছি অর্ধেক ছিলো লোকদেখানো,
আর অর্ধেক ছিলো দপ করে জ্বলে উঠে–নিঃশব্দে নিভে যাওয়া দীর্ঘশ্বাস। সব কিছু মুখ বুজে সহ্য করে গেছি।
আজ কাল মানুষ নিজের ভালো থাকাই বুঝে। আমিও বুঝে গেছি সবাই নিজ স্বার্থের জন্য চলে। কারন, তাদের মনে মতো ব্যবহার করতে না পারলে ভালো ব্যবহার বা ভালো কথারও ভুল ধরে থাকে।
_অবশেষে, আমিও খারাপ মানুষদের তালিকায় যোগ দিব; কারন খারাপ মানুষদের কোনো দুঃখ থাকে না।।
লেখক:- Salman Habib - সালমান হাবীব
কন্ঠে:- Unlucky Rupomツ