
05/08/2025
#একটি_হারানো_বিজ্ঞপ্তি
আনুমানিক ২০ দিন থেকে এই বয়স্ক মহিলাকে খুজে পাওয়া যাচ্ছে না। পূর্বের বাড়ি আঙ্গারিয়া পাড়া বর্তমানে দক্ষিন চরাগ্রামে বসবাস করেন। কিছুদিন আগে তার চোখের অপারেশন করানো হয়েছিলো। আশে পাশের গ্রামে এবং পরিচিতদের বাসায় খোঁজখবর নিয়েও তাকে পাওয়া যায়নি। থানায় জিডি করার পাশাপাশি অনলাইনে খোঁজা হচ্ছে।
নিচে তার নাম ঠিকানা দেওয়া হলো। যদি কেউ তাকে দেখে থাকেন বা খোঁজ পেয়ে থাকেন নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
নামঃ মোসাঃ ফিরোজা বেগম (বয়স ৬৮ বছর)
পিতাঃ মোঃ মোসলীম
মাতাঃ কাচু
গ্রামঃ আঙ্গারিয়া পাড়া
যোগাযোগের মোবাইল নাম্বারঃ 01307-438043 (নাইমুল) স্বামী