14/10/2025
বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, হিজরা ভাতা, বেদে ভাতা ও অনগ্রসর ভাতার (কামার, কুমার, নাপিত, ধোপা, ডোম, হাজম, নিকারী, পাটনী ইত্যাদি) অনলাইন আবেদন শুরু হয়েছে। উল্লেখ্য আবেদন গ্রহণ শেষে বরাদ্দ সাপেক্ষে কমিটি কর্তৃক যাচাই-বাছাই করে ভাতা পাওয়ার যোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করা হবে।
এ বিষয়ে #প্রতারক_চক্র_হতে_সাবধান থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো।
আবেদন গ্রহণের সময়: ১৩/১০/২০২৫ খ্রি. তারিখ হতে ০৬/১১/২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত।
অনলাইনে আবেদনের লিংক-https://dss.bhata.gov.bd/online-application