চাঁপাইনবাবগঞ্জ আমাদের গর্ব

চাঁপাইনবাবগঞ্জ আমাদের গর্ব Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চাঁপাইনবাবগঞ্জ আমাদের গর্ব, Digital creator, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বাংলাদেশ, Chapai.

ঐতিহ্য, সাংস্কৃতি, বিনোদন, খবর এবং বিভিন্নধরনের পরমর্শ ও আনন্দ মজা করে সবাইকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।
সবাইকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, হিজরা ভাতা, বে...
14/10/2025

বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, হিজরা ভাতা, বেদে ভাতা ও অনগ্রসর ভাতার (কামার, কুমার, নাপিত, ধোপা, ডোম, হাজম, নিকারী, পাটনী ইত্যাদি) অনলাইন আবেদন শুরু হয়েছে। উল্লেখ্য আবেদন গ্রহণ শেষে বরাদ্দ সাপেক্ষে কমিটি কর্তৃক যাচাই-বাছাই করে ভাতা পাওয়ার যোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করা হবে।
এ বিষয়ে #প্রতারক_চক্র_হতে_সাবধান থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো।
আবেদন গ্রহণের সময়: ১৩/১০/২০২৫ খ্রি. তারিখ হতে ০৬/১১/২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত।
অনলাইনে আবেদনের লিংক-https://dss.bhata.gov.bd/online-application

 #একটি_হারানো_বিজ্ঞপ্তি আনুমানিক ২০ দিন থেকে এই বয়স্ক মহিলাকে খুজে পাওয়া যাচ্ছে না। পূর্বের বাড়ি আঙ্গারিয়া পাড়া বর্তমানে...
05/08/2025

#একটি_হারানো_বিজ্ঞপ্তি

আনুমানিক ২০ দিন থেকে এই বয়স্ক মহিলাকে খুজে পাওয়া যাচ্ছে না। পূর্বের বাড়ি আঙ্গারিয়া পাড়া বর্তমানে দক্ষিন চরাগ্রামে বসবাস করেন। কিছুদিন আগে তার চোখের অপারেশন করানো হয়েছিলো। আশে পাশের গ্রামে এবং পরিচিতদের বাসায় খোঁজখবর নিয়েও তাকে পাওয়া যায়নি। থানায় জিডি করার পাশাপাশি অনলাইনে খোঁজা হচ্ছে।
নিচে তার নাম ঠিকানা দেওয়া হলো। যদি কেউ তাকে দেখে থাকেন বা খোঁজ পেয়ে থাকেন নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

নামঃ মোসাঃ ফিরোজা বেগম (বয়স ৬৮ বছর)
পিতাঃ মোঃ মোসলীম
মাতাঃ কাচু
গ্রামঃ আঙ্গারিয়া পাড়া
যোগাযোগের মোবাইল নাম্বারঃ 01307-438043 (নাইমুল) স্বামী

Address

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বাংলাদেশ
Chapai
6300

Website

Alerts

Be the first to know and let us send you an email when চাঁপাইনবাবগঞ্জ আমাদের গর্ব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

**অনলাইন আমের বাজার**

বিগত বছরের ন্যয় এই বছরও আমরা আমাদের নিজেদের বাগানের আম অনলাইনে বিক্রয় করতে যাচ্ছি। তাই আপনি যে কোন জাতের ১০০% ফরমালিন মুক্ত সরাসরি বাগান থেকে সংগ্রহ করা আম আমাদের এখান থেকে সংগ্রহ করে পরিবারকে নিয়ে নিশ্চিন্তে খেতে পারেন কিংবা বন্ধু-বান্ধব, আত্বিয়স্বজনকে গিফট করতে পারেন। সাশ্রয়ী মূল্যে গুনগত মানের আম সরবরাহ করায় আমাদের মূল লক্ষ। “গ্রাহকের তুষ্টিই, আমাদের সন্তুষ্টি।”

বিস্তারিত জানতে ইনবক্স করুন।