Food good love

Food good love বিনোদনমূলক এবং শিক্ষামূলক ভিডিও পেতে আমাদেরকে ফলো করুন

11/07/2025

উত্তম মানুষ তো সেই যার উত্তম চরিত্র রয়েছে

05/07/2025
লোকটি কি মনোযোগ সহকারে তাল কাটে
26/06/2025

লোকটি কি মনোযোগ সহকারে তাল কাটে

21/06/2025

হঠাৎ করে আমার মনে হইতেছে দিনের যেটা টাইম সেটা মনে হচ্ছে অনেক বেশি কারণ রাগটা খুবই কম লাগতেছে আর দিনটা অনেক বেশি লাগতেছে

20/06/2025

বাবাকে হারানো মানে সামনের দাঁত হারানো সামনে দাঁত না থাকলে যেমন কোন কিছু খাওয়া যায় না ভালোমতো হাসা যায়না কথা বলা যায় না সঠিক উচ্চারণ করা যায় না ঠিক বাবা না থাকলে জীবনে অনেক কিছু করা যায় না

18/06/2025

স্কাই ড্রাইভ করে এত মজা লাগতেছে যেটা আমার সাথে আজ পর্যন্ত দেয়নি এই ডাইলকে পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল

18/06/2025

nostalgia, প্রেম, শান্তি। কিন্তু তুমি যদি এটা উপভোগ করতে না পারো, তাহলে সেটা একদমই ঠিক আছে। সবাই এক রকম না।

তবে যদি জানতে চাও কীভাবে এই অনুভূতিটা একটু বদলানো যায় বা সহনীয় করা যায়, তাহলে নিচের কিছু পরামর্শ কাজে লাগতে পারে:

---

# # # 🌧 যদি মানসিক অস্বস্তি থেকে বৃষ্টি অপছন্দ:

* **নিজেকে জিজ্ঞাসা করো কেন অপছন্দ করো।** বৃষ্টির শব্দ, ভেজা রাস্তা, আটকে পড়া নাকি স্মৃতি?
* **ইন্দ্রিয় বদলাও:** ইয়ারফোনে প্রিয় গান চালাও, একটা মুভি বা সিরিজে ডুবে যাও।
* **ঘরের কোণটা বানাও ‘কোজি’ প্লেস:** নরম আলো, চা/কফি আর পছন্দের বই বা জার্নাল – বৃষ্টির দিনটা হতে পারে নিজের সঙ্গে সময় কাটানোর সুযোগ।

---

# # # 🌧 যদি দৈনন্দিন ঝামেলা থেকে অপছন্দ হয় (যেমন জামা ভিজে যাওয়া, কাদা, যানজট):

* **প্রস্তুতি নিয়ে বের হও:** রেইনকোট/ছাতা সঙ্গে রাখা, ওয়াটারপ্রুফ জুতো ব্যবহার করা।
* **বৃষ্টি দিনের রুটিন আলাদা ভাবো:** এমন কাজ রাখো যা বাসা থেকেই করা যায়।

---

# # # 🌧 বৃষ্টি অপছন্দকে কবিতায়/লিখায় রূপ দাও:

> *"বৃষ্টি নামে, আমি চুপ থাকি
> শব্দে প্রেম খোঁজে যারা
> আমি খুঁজি নিরবতা..."*

দেশি পাকা খেজুর
18/06/2025

দেশি পাকা খেজুর

16/06/2025

বৃষ্টি ভেজা এ রাত আমার
একান্ত নীরব—এক পশলা ভাবনা ঝরে
ভিজে যায় স্মৃতির আঙিনায় জমে থাকা প্রতীক্ষা।

এই নরম ছোঁয়া, এই শব্দের সুর—
মনকে নিয়ে যায় দূরে, খুব দূরে,
যেখানে তুমি ছিলে, কিংবা এখনো আছো—
অদেখা, অথচ অনুভবের মতো সত্য।

বৃষ্টি ভেজা এ রাত আমার
একটা চিঠির মতো—না লেখা, তবু পড়া যায়।
একটা গান, কেবল হৃদয়ে বেজে যায়…

তুমি চাইলে আমি পুরো কবিতাটি আর একটু এগিয়ে নিয়ে যেতে পারি বা গান আকারেও সাজিয়ে দিতে পারি।

Address

Chapai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Food good love posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share