Anumoni

Anumoni দয়া করে ভিডিও দেখে কেউ বাস্তব জীবনের সাথে মিলাতে আসবেন না 🙏🙏
(4)

যতদিন বোকা হয়ে থাকবেন ততদিন সম্পর্ক ঠিক থাকবে,যখন থেকে ভুলকে ভুল, সঠিক কে সঠিক বলা শিখবেন, ঠিক তখনই সম্পর্ক শেষ!!❤️‍🩹😊শ...
13/07/2025

যতদিন বোকা হয়ে থাকবেন ততদিন সম্পর্ক ঠিক থাকবে,
যখন থেকে ভুলকে ভুল, সঠিক কে সঠিক বলা শিখবেন, ঠিক তখনই সম্পর্ক শেষ!!❤️‍🩹😊

শুভ সন্ধ্যা 🌸

আমি কখনো চাইনি আমার বাচ্চা সবাইকে খুশি করুক।আমি চাই, সে নিজের মতো করে বড় হোক।ভালো হোক, খারাপ হোক — সে যেমনই হোক, সে আমার...
13/07/2025

আমি কখনো চাইনি আমার বাচ্চা সবাইকে খুশি করুক।
আমি চাই, সে নিজের মতো করে বড় হোক।
ভালো হোক, খারাপ হোক — সে যেমনই হোক, সে আমার।

এই পৃথিবী তাকে হয়তো সবসময় গ্রহণ করবে না,
হয়তো কেউ কেউ তাকে বোঝার চেষ্টাও করবে না,
কিন্তু আমি জানি, সে আমার বুকের মাঝে কতটা জায়গা জুড়ে আছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—
সে আমার সন্তান,
আমার অহংকার,
আমার ভালোবাসা।

সে সবার প্রিয় না-ও হতে পারে।
কিন্তু সে আমার পৃথিবী।
এবং তাতেই সব পূর্ণ।

☝️

এই লেখা শুধু একজন মায়ের না, এটা হাজারো মায়ের মনের কথা। 🤔আপনার মিষ্টি মিষ্টি কথা বলা বউটা এখন সারাদিন খিটখিট করে ।  সামান...
11/07/2025

এই লেখা শুধু একজন মায়ের না, এটা হাজারো মায়ের মনের কথা।

🤔আপনার মিষ্টি মিষ্টি কথা বলা বউটা এখন সারাদিন খিটখিট করে । সামান্য কিছু হলেই রেগে যায়।

👉কেন জানেন?

🥹আপনার মিষ্টি বউটা এখন মা…
একটা শব্দ, যার পেছনে লুকানো হাজারটা না বলা কষ্ট।
সবাই বলে খিটখিটে মেজাজ, রাগী স্বভাব—
কিন্তু কেউ ভাবে না, সে কতটা হতাশ তার জীবন নিয়ে

☺️সন্তান জন্মের পর একজন নারীর জীবন বদলে যায়—
এই কথাটা সবাই বলে।
😢কিন্তু সেই বদলে যাওয়া জীবনে, নিজের জন্য একটু সময়, কিছু সখ পূরণ থাকে না

🤔সে কেন আগের মতো হাসে না?
🤔কেন চুপচাপ হয়ে গেছে?
🤔কেন একটু কিছু হলেই রেগে যায়?

🙂‍↕️কিন্তু কখনো কি জিজ্ঞেস করি—
তোমার কি লাগবে । কোন কাজে তোমার সাহায্য লাগবে কিনা।

✅একজন মা,
👉যে সারারাত জেগে সন্তানের নিঃশ্বাস গোনে,
👉যে নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়,
👉 প্রতিদিন চলে যুদ্ধ সংসারের কাজ , বাচ্চা সামলানো সব মিলিয়ে নিজের জন্য ১ মিনিট সময় থাকে না ।
👉 তারপরও মা হাসিমুখে সব কাজ করছে কারণ তার কাছে নিজের থেকে সংসার ও তার বাচ্চা বেশি গুরুত্বপূর্ণ।

✅যে দিনের পর দিন নিজের শরীর, মন, স্বাধীনতা সব বিসর্জন দেয়—
👉তাকে আমরা শুধুই “দায়িত্বশীল” বলে পাশ কাটিয়ে যাই।

🥹আয়া, বুয়া, দারোয়ান—সবার শ্রমের দাম আছে।
শুধু একজন মায়ের শ্রমটাই “স্বাভাবিক” ধরে নেই।

😢তাকে কেউ ধন্যবাদ দেয় না,
😢কেউ বোঝে না,
শুধু বলে—
“তুমি তো সারাদিন ঘরেই থাকো, এত ক্লান্তি কিসের?”
“সব তো আছে, তাও এমন খিটখিটে কেন?”

👉এই কথাগুলো যখন তার কানে আসে,
👉সে আরো হতাশ হয়ে যায়। ডিপ্রেশনে পড়ে যায়। আরো অধৈর্য হয়ে পড়ে

🥹সে কোনো স্বীকৃতি চায় না,
🥹কোনো বেতন চায় না।
শুধু চায় কেউ একজন বলুক—
"তুমি অনেক কষ্ট করো, আমি বুঝি।"

👉আমি বুঝি এই সামান্য কথাটাই একটি মাকে হতাশা থেকে বের করতে পারে । ডিপ্রেশন থেকে মুক্তি দিতে পারে ।

👉এই লেখা শুধু একজন মায়ের না,
👉এটা হাজারো মায়ের মনের কথা —
👉যারা প্রতিদিন নিঃশব্দে একটা পৃথিবী গড়ে তোলে,

✅ আপনার মিষ্টি বউটা মিষ্টি মিষ্টি কথা বলত যদি আপনি তার যুদ্ধের একজন সঙ্গী হতেন

゚viralシ ゚

সেদিন তোমার দেওয়া সিঁদুর বদলে দিয়েছে আমাকে।বদলে দিয়েছে আমার সকল চিন্তাধারাকে।।এখন আর শুধু নিজেকে নিয়ে ভাবি না। যদিও ...
11/07/2025

সেদিন তোমার দেওয়া সিঁদুর বদলে দিয়েছে আমাকে।
বদলে দিয়েছে আমার সকল চিন্তাধারাকে।।

এখন আর শুধু নিজেকে নিয়ে ভাবি না। যদিও বিয়ের পর শুধু নিজেকে নিয়ে ভাবাটা খুব একটা শোভা পায় না।।

কত তাড়াতাড়ি স্কুল, কলেজ,ইউনিভার্সিটি গণ্ডি পার করে ফেললাম বুঝতেই পারলাম না।
কতবার বাবা-মাকে শুনতে হয়েছে,মেয়ে যে বড় হয়ে গেছে বিয়ে দেবেন না।

সেদিনের ছোট্ট আমিটা কখন যে বড় হয়ে উঠলাম।
ধীরে ধীরে সকলের খেয়াল রাখতে শুরু করলাম।

ভালোবাসা দিলাম,বদলে ভালোবাসা আরেকটুখানি কেয়ার আশা করলাম।
কিছুটা অবহেলা, কিছুটা ভালোবাসা পেয়ে আবারো এগিয়ে চললাম।।

প্রতিটা মেয়েই বিয়ের পরের জীবন নিয়ে একটা আশা রাখে।
মনের মধ্যে একটা সুখের সংসার বাঁধার স্বপ্ন দেখে।।

সেদিন যেই মেয়েটি নিজের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ কড়ায়-গণ্ডায় চুকিয়ে দিত।
এখন তার অনেকটাই গায়ে মেখে নিতে হয়, কারণ যতই হোক শ্বশুরবাড়ি তো।।

সেদিন যে মেয়েটি নিজের পছন্দের খাবার রান্না হলে মায়ের প্রতি বিরক্ত হতো।
আজ তাকে সেসব খাবার রান্না করে করতে হয়, কারন নিজের জন্য কে রান্না করে অত।।

সেদিন যে মেয়েটির রাগ করলে বাড়িসুদ্ধ লোক রাগ ভাঙ্গা তো।
এখন তার নিজে রাগ করা তো দূরের কথা, অন্যের রাগ ভাঙাতে ব্যস্ত।।

একটু আঘাত পেলে চোখের জল আসতো।
এখন তার অনেকটাই গা সওয়া হয়ে গেছে কারণ সময় বদলেছে তো।

অভিমানের পাহাড় মনের মধ্যে জমে থাকে।জানি সেসব কেউ বুঝবে না তাই মনেই তা জমে থাকে।।

তুমি যত ভালো হও কিংবা ভালো হওয়ার চেষ্টা করো।
সকলের মন রাখার চেষ্টা করো।।

তোমার একটা ভুল তোমার সব ভাল গুনগুলোকে নিমিষেই মুছে দেবে।
সেটা মনে রেখো।

কিছু না বললেও যেমন ভালোবাসার ভাষাটা বোঝা যায়।
তেমনি ভাবেই অবহেলার ভাষাটাও বোঝা যায়।।

ভালোবাসা দিলে তবেই সে ভালোবাসা পাওয়া যায়।
সম্মান দিলে তবেইত সম্মান পাওয়া যায়।।

জানিনা মানুষ কেন বারবার ভুলে যায়।
তবু মেনে এবং মানিয়ে নেওয়াটাই বেশিরভাগ মেয়েদের ধরন।
আর এই পরিবর্তনশীলতার মধ্যেই রয়েছে মেয়েদের জীবন।।

জীবনের অভিজ্ঞতা মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়।
তাই পরিবর্তন কিংবা বদল মানুষের জীবনে প্রয়জন আছে বলেই মনে হয়।।
©️
✍সংগৃহিত


゚viralシfypシ゚viralシalシ





.

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
11/07/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

প্রতিটা মেয়ের স্বপ্ন :আলমারি জুড়ে থাকবে অসংখ্য শাড়ি❤️🥺
11/07/2025

প্রতিটা মেয়ের স্বপ্ন :
আলমারি জুড়ে থাকবে অসংখ্য শাড়ি❤️🥺

স্ত্রী কখনওই প্রিয় নারী হতে পারেনা, কারণ স্ত্রীর অনেক ভুল। বেশিরভাগ  লোককেই যদি  প্রশ্ন করা হয়  - “আপনার জীবনে সবচেয়ে  প...
10/07/2025

স্ত্রী কখনওই প্রিয় নারী হতে পারেনা, কারণ স্ত্রীর অনেক ভুল।

বেশিরভাগ লোককেই যদি
প্রশ্ন করা হয় -
“আপনার জীবনে সবচেয়ে
প্রিয় নারী কে?”
স্বভাবতই অনেকে উত্তর দেন - মা,
কেউ বলেন - মেয়ে,
কেউবা বলেন - বোন
কেউ বা বলেন - দিদা/ঠাকুমা, কারণ সে তাকে কোলে পিঠে মানুষ করেছে।
এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে আসে।

খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী।
আসলে বাঙালী পুরুষের সমস্যা!

বউকে ভালবাসি বললে
মান সম্মান চলে যাবে?
লোকে বউ পাগল বলবে?
বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকী পুরুষদের সামনে
হেডম কমে যাবে?

এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালের বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছেন তার স্ত্রী। অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আভিজাত্যকে দূরে রেখে স্বল্প বেতনর ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে। শ্বশুড় বাড়ির ঝাল তরকারিতে ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভাল আছে। নাকি নিজের বিছানা, মায়ের রান্না, জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ যার কারণে বউ কখনোই প্রিয় নারী হবার যোগ্যতা রাখেন না...



, , , ,

বিয়ে করে আসলে কী পেয়েছি?সবার আগে পেয়েছি একজন জীবনসঙ্গিনী—যিনি শুধু স্ত্রী নন, আমার প্রতিটি ব্যস্ত দিন শেষে একটুখানি হাসি...
10/07/2025

বিয়ে করে আসলে কী পেয়েছি?

সবার আগে পেয়েছি একজন জীবনসঙ্গিনী—যিনি শুধু স্ত্রী নন, আমার প্রতিটি ব্যস্ত দিন শেষে একটুখানি হাসির উৎস। পকেটে ফোন থাকলেও যখন কেউ ফোন করে না, তখন একমাত্র সে-ই ফোন করে জানতে চায়, “তুমি কোথায়?” তখন নিজেকে খুব আপন কারো মতো লাগে।

পেয়েছি একজন প্রাকৃতিক কুক—রান্নার স্বাদে হয়তো কখনও মা’কে হার মানিয়ে দেয় না, কিন্তু খিদে মেটানোর আন্তরিকতায় ঠিক মায়ের মতোই। শুধু বললেই জামাকাপড় ধুয়ে, শুকিয়ে, ভাঁজ করে আমার আলমারিতে চলে আসে—একটা সilent সুপারওম্যান যেন!

তারপর পেয়েছি এক আজব যন্ত্র—অটো টেপরেকর্ডার! কোনও বোতাম না টিপেও বাজে, কখনও উচ্চ স্বরে, কখনও আবেগী সুরে। আর কখনও তার চোখের জল দেখে বুঝে নিই, বাজনা আজ থেমে যাবে না।

পেয়েছি একজন ঘরকন্যা-পরিচালক—যিনি সপ্তাহের নির্দিষ্ট দিনে বাজারের লিস্ট হাতে ধরিয়ে বলেন, “তেল শেষ, চালও কিনতে হবে!” সেই কেয়ারটেকার যেন ঘরটাকে ঘর বানিয়ে রাখেন।

পেয়েছি একজন দারোয়ান, যিনি দরজায় তালা না লাগালেও নির্দিষ্ট সময়ের পর দরজা খোলা রাখলে জিজ্ঞেস করেন, “এত রাত করলে কেন?”

পেয়েছি একটা ছোট এলার্ম ঘড়ি—ঘুম ভাঙে তার ডাকে, চোখ খুলেই দেখি চায়ের কাপ, সকালটা যেন তার হাত ধরেই শুরু হয়।

পেয়েছি একদল নতুন আত্মীয়—শ্বশুর, শাশুড়ি, দুলাভাই, শালি, যারা এখন আর অপরিচিত নন, আত্মার আত্মীয় হয়ে গেছেন।

সবচেয়ে বড় প্রাপ্তি—একটা ছোট্ট মুখ, যে ডাকে “বাবা” বলে, কোলের মধ্যে এসে বসে, তার হাসিতে আমি পৃথিবীর সব ক্লান্তি ভুলে যাই। তখন নিজের ভিতরটা গলে যায়, এক ফুলের বাগান যেন রঙিন হয়ে ওঠে।

তবে কিছু হারিয়েছিও! হারিয়েছি একলা থাকা, নিজের সময় নিজের মতো খরচ করার দিনগুলো। হারিয়েছি রিমোটের একচ্ছত্র অধিকার, মানিব্যাগের স্বাধীনতা। এমনকি কখনও কখনও নিজের মোবাইলও “জব্দ” হয়ে যায়!

তবু যা পেয়েছি, তা হারানোর চাইতে বহুগুণ বেশি।

একটা মানুষ, যে রাগ করে আবার নিজেই খাবার এগিয়ে দেয়, অভিমান করে আবার চুপচাপ জামাটা ভাঁজ করে রাখে। এমন একজন সাথী—যাকে সব বলতে পারি, যে আমার আনন্দের হাসি আর কষ্টের কান্না দুটোই বুঝতে পারে। সেই তো আসল প্রাপ্তি।



আপনার সন্তানকে সব সময় অভাবের কথা বলবেন না। তাকে সব সময় পজিটিভ কথা বলবেন,  মন বরো করতে শিখাবেন, অভাবের মাঝে তাকে আটকে রাখ...
09/07/2025

আপনার সন্তানকে সব সময় অভাবের কথা বলবেন না। তাকে সব সময় পজিটিভ কথা বলবেন, মন বরো করতে শিখাবেন, অভাবের মাঝে তাকে আটকে রাখবেন না। তাকে মন ও মানসিকতা বড়ো হতে শেখান। তাকে সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন,দামী জিনিসপত্র কিনে দেন। এডগার এলেন পো কিংবা আইজ্যাক বশেভিস সিঙ্গারের বই জন্মদিনে গিফট করেন।
তাকে সামান্য রাখাল বালকের ব্যাংকার হওয়ার গল্প না বলে এরদোয়ান কিংবা বাইডেনের গল্প বলেন।'মানুষ তার স্বপ্নের সমান বড়ো হয়',এই চরম সত্যটা ছোটবেলায় তার মাথায় গেঁথে দেন।
তাকে বলেন,যেকোন কাজ সন্মানের।শুধু চেয়ারে বসাই পড়ালেখার উদ্দেশ্য নয়। চিন্তার মুক্তি না হলে,পিএইচডি করেও কোন ফায়দা নেই।নিজের বিবেকের কাছে তাকে সৎ থাকার শিক্ষা দেন।
তাকে বলেন,এই দেশই পৃথিবীর শ্রেষ্ঠ দেশ না।পৃথিবীতে আরো অনেক বড়ো বড়ো দেশ,জাতি,মানুষ,সভ্যতা আছে। প্রচুর ভ্রমণকাহিনী পড়তে দেন।দশ,বারো বছর বয়স হলেই যেন তার ভিতর সুইজারল্যান্ডের ইন্টারলেকেন কিংবা কাশ্মীরের কোন সকাল দেখার স্পৃহা তৈরি হয়।
বাচ্চাদের অভাব শিখাবেন না।অভাবী মানুষ পৃথিবীকে কিছু দিতে পারে না।এদের জীবন কাটে ধুঁকে ধুঁকে।খরকুটোর মতো বেঁচে থাকা আসলে কোন 'জীবন' না। টাকায় দরিদ্র হওয়া কোন অপরাধ না। অপরাধ হলো,নিজের চিন্তা ভাবনাকে 'গরীব' করে রাখা।
যারা আপনার সন্তানের উচ্চাকাঙ্ক্ষাকে খাটো করে দেখে,তারা হতাশাগ্রস্ত লোক।এদের কাছ থেকে ৫০০ হাত দূরে থাকুন।

লিখাটা কে লিখেছেন জানিনা ফেসবুক থেকে নেওয়া।
সংগ্রহীত 💜❤️


বলতে হবে এখানে কয় টাকা আছে১০০% ভুল উত্তর আসবে..!! 🫵😁
09/07/2025

বলতে হবে এখানে কয় টাকা আছে
১০০% ভুল উত্তর আসবে..!! 🫵😁

সবুজ 🌿🌿🌿
09/07/2025

সবুজ 🌿🌿🌿

🎉 Facebook recognized me as a consistent reels creator this week!
09/07/2025

🎉 Facebook recognized me as a consistent reels creator this week!

Address

Chapai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anumoni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share