Abdul Ahad World's

Abdul Ahad World's সর্বদা সত্য ন্যায়ের পথে অবিচল।

অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে লিখনি হবে বুলেটের চেয়ে ভয়ংকর।

26/03/2025

মঙ্গল-শোভা যাত্রায় নাকি আবু সা'ইদের নামে ২০ ফুট দৈর্ঘ্যের ভা/স্কর্য তৈরি হবে? কিন্তু আবু সা'ইদের পরিবার এই বিষয়ে কি বলে?

(ভিডিওতে আবু সা'ইদের বাবা)©️

20/03/2025

🔴 ডিবি সেজে প্রকাশ্যে দিনের বেলায় ছি'ন'তা'ই..!
স্থানীয় লোকজন বেঁধে রেখেছে ও গ'ণ"ধো"লাই দিয়েছে,, (ভিডিওর শেষে নগদ নগদ)
স্থানঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার জামতলা বাজার।

২০-০৩-২০২৫। বৃহঃস্পতিবার

ভিডিওঃ সংগ্রহ

18/03/2025

র-ণ-ক্ষে-ত্র খিলক্ষেত এলাকা
জনতার হাতে ধর্ষক এর মৃত্যু,ছয় বছরের শিশুকে ধর্ষণ-ধ-র্ষ-ক এর শাস্তি মৃ ত্যু

রাজশাহী স্টেশনের অদ্য ১০-০৩-২০২৫ইং তারিখ হতে অর্থাৎ আজ হতে রাজশাহী - চাঁপাইনবাবগঞ্জ চলাচলকৃত ১২৭/১২৮ মল্লিকা কমিউটার  এব...
10/03/2025

রাজশাহী স্টেশনের অদ্য ১০-০৩-২০২৫ইং তারিখ হতে অর্থাৎ আজ হতে রাজশাহী - চাঁপাইনবাবগঞ্জ চলাচলকৃত ১২৭/১২৮ মল্লিকা কমিউটার এবং রাজশাহী - রহনপুর চলাচলকৃত ১২৫/১২৬ পুনর্ভবা কমিউটার ভাড়া পরিবর্তন হয়েছে।।

★এই ট্রেনের সর্বনিম্ন ভাড়া হবে ২০ টাকা।

ভাড়ার তালিকা নিচের ছবিতে বিস্তারিত রয়েছে।

ট্রেনটির টিকিট অনলাইনে পাওয়া যাবে না, স্ব শরীরে যাত্রার পূর্বে নির্দিষ্ট কাউন্টার হতে টিকেট সংগ্রহ করবেন।
•বিঃদ্রঃ রাজশাহী রেলওয়ে স্টেশনের ৮নং টিকেট কাউন্টার হতে এ ট্রেনের টিকেট আপনারা সংগ্রহ করতে পারবেন।

- বিনা টিকেটে রেলভ্রমণ করবেন না ইহা শাস্তিযোগ্য অপরাধ।
ছবি_সংগ্রহীত।

আমনুরা শিমুলতলা মোড়ে ইনকাম ট্যাক্স অফিসার সেজে চাঁদাবাজি করছিলো
10/03/2025

আমনুরা শিমুলতলা মোড়ে ইনকাম ট্যাক্স অফিসার সেজে চাঁদাবাজি করছিলো

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সোনামসজিদ স্থল বন্দরে,দেশ নিউ ডিজিটাল স্কেলে বি এস টি আই লাইসেন্স না থাকার কারণে ৫০০০ হাজার টাকা ...
09/03/2025

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সোনামসজিদ স্থল বন্দরে,দেশ নিউ ডিজিটাল স্কেলে বি এস টি আই লাইসেন্স না থাকার কারণে ৫০০০ হাজার টাকা জরিমানা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:তৌফিক আজিজ

০৯-০৩-২৫

আজ আমি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। যদিও বৈশ্বিকভাবে চিন্তা করলে আমাদের অর্জন সীমি...
06/03/2025

আজ আমি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। যদিও বৈশ্বিকভাবে চিন্তা করলে আমাদের অর্জন সীমিত হতে পারে। তবে এ কথা নিশ্চিত যে, যখনই আমি আমার দেশের জন্য মাঠে নামতাম, আমি নিষ্ঠা ও সততার সঙ্গে শতভাগের বেশি দিয়ে খেলতাম।
🗣️ Mushfiqur Rahim

০৫-০৩-২০২৫। বুধবার

05/03/2025

আজকে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা ঝিলিম বাজার দরগাপাড়া সংলগ্ন ঘটে যাওয়া এক ম*র্মা*ন্তিক দু*র্ঘ*টনা সিসিটিভি ফুটেজে বিস্তারিত ....😪

আনুমানিক বিকাল ৪ঃ০০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা দরগাপাড়া মেইন রাস্তার সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

04/03/2025

পবিত্র কুরআন শেখার আয়োজন : ক্লাসগুলো সবার জন্য উন্মুক্ত 🆓 মাহে রমজানের এই সময়কে কুরআন শিখে আরো বেশি তাৎপর্যপূর....

04/03/2025

ব্যর্থ হলেন তো ব্যর্থ,,,

পাল্টে গেছে দেশের একমাত্র স্যাটেলাইটের নাম। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এখন থেকে পরিচিতি পাবে বাংলাদেশ স্যাটেলাইট-১ নামে। আজ ...
03/03/2025

পাল্টে গেছে দেশের একমাত্র স্যাটেলাইটের নাম। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এখন থেকে পরিচিতি পাবে বাংলাদেশ স্যাটেলাইট-১ নামে। আজ সোমবার (৩ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এমতাবস্থায়, এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছিল।

ইন্না-লিল্লাহ,চাঁপাইনবাবগঞ্জ-গোদাগাড়ী - রাজশাহী মহাসড়কে অ্যাম্বুলেন্স ট্রাক মুখামুখি সংঘর্ষে ৩ জন নিহত সহ আহত আরো ৪ জন।০...
03/03/2025

ইন্না-লিল্লাহ,
চাঁপাইনবাবগঞ্জ-গোদাগাড়ী - রাজশাহী মহাসড়কে অ্যাম্বুলেন্স ট্রাক মুখামুখি সংঘর্ষে ৩ জন নিহত সহ আহত আরো ৪ জন।

০৩.০৩.২৫। সোমবার

Address

Chapai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Ahad World's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share