History of Muslim'S

History of Muslim'S ইসলামিক বই কিনতে ভিজিট করুন https://rkmri.co/eep3eyMeI5eM/

27/09/2025

ককা্া্বিব্্াজজাাককককক

25/09/2025

আলহামদুলিল্লাহ

16/09/2025
History of Muslim'S
05/09/2025

History of Muslim'S

উসমানী সেনাদের জন্য রসদ সরবরাহ করত এই ট্রেন। ১ম বিশ্বযুদ্ধ চলাকালে লরেন্স অব অ্যারাবিয়ার আক্রমণে থেমে গিয়েছিল এর যাত্রা।...
25/08/2025

উসমানী সেনাদের জন্য রসদ সরবরাহ করত এই ট্রেন। ১ম বিশ্বযুদ্ধ চলাকালে লরেন্স অব অ্যারাবিয়ার আক্রমণে থেমে গিয়েছিল এর যাত্রা। আজও সৌদি আরবের মরুভূমিতে একই জায়গায় পড়ে আছে এটি।

উসমানী সাম্রাজ্যের অন্যতম প্রধান রেললাইন ছিল হেজাজ রেলওয়ে। ১৯০০ সালে নির্মিত এই লাইন মরুভূমি পেরোনোর এক গুরুত্বপূর্ণ পথ ছিল। এটি তৈরি হয়েছিল মূলত দামেস্ক থেকে মদিনা পর্যন্ত, পরিকল্পনা ছিল মক্কা পর্যন্ত সম্প্রসারণের, যাতে হজযাত্রীদের যাতায়াত সহজ হয়। সাম্রাজ্যের দূরবর্তী প্রদেশগুলোর উপর নিয়ন্ত্রণ আরও মজবুত করাও ছিল অন্যতম উদ্দেশ্য।

রেলপথ শেষমেশ মদিনা পর্যন্তই পৌঁছায়; মক্কার প্রায় ৪০০ কিলোমিটার আগে এসে থেমে যায়। এর মধ্যেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ, ফলে সব নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।

যুদ্ধ চলাকালে উসমানী সেনারা এই রেলপথকে সৈন্য ও সরঞ্জাম বহনের জন্য প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করত। আরবরা, ব্রিটিশ অফিসার টি. ই. লরেন্সের নেতৃত্বে, এই রেলপথকে লক্ষ্য করে আঘাত হানতে শুরু করে।

প্রথমবারের মতো গেরিলা বাহিনী রেললাইনের বড় অংশ উড়িয়ে দেয়, এমনকি চলন্ত লোকোমোটিভও ধ্বংস করে, যা ইতিহাসে প্রথম। পরে লরেন্স নিজেও সরাসরি আক্রমণে যোগ দেন এবং অসংখ্য সেতু ধ্বংস করেন।

প্রথম বিশ্বযুদ্ধের পর এই রেলপথ কার্যত পরিত্যক্ত হয়ে যায়। যদিও একে পুনরায় চালু করার চেষ্টা করা হয়েছিল কয়েকবার। আজও খুব অল্প কিছু লাইন চালু আছে, যেমন- জর্ডানের আম্মান থেকে সিরিয়ার দামেস্ক পর্যন্ত। আশ্চর্যের বিষয় হলো, এই রুটে এখনও অনেক পুরনো ইঞ্জিন ও বগি চলছে। সবচেয়ে পুরোনো লোকোমোটিভটি তৈরি হয়েছে জার্মানিতে, ১৮৯৮ সালে।

মরুভূমির নিস্তব্ধতার মাঝে পড়ে থাকা সেই ট্রেন যেন উসমানী সাম্রাজ্যের পতনের নীরব সাক্ষী হয়েই পড়ে আছে।

12/08/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

09/08/2025

☪️⏯️আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইওল কাইউমু ওআতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুউআতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম।
কলিমা তৈঈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ কলিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহম্মদান আবদুহু ওয়া রাছুলু

09/08/2025

আমরা অনেকেই জিকির ভুল ভাবে পড়ি তা হলো. :
ইল্লাল্লাহ' ইল্লাল্লাহ' ইল্লাল্লাহ। ❌⛔🚫 ইল্লাল্লাহ (إِلَّا اللَّهُ) শব্দটি মূলত একটি পূর্ণাঙ্গ জিকির নয়। এটি "লা ইলাহা ইল্লাল্লাহ" (لَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهُ) নামক কালিমার একটি অংশ।
ইসলামের নীতি অনুযায়ী, জিকির হিসেবে এককভাবে "লা ইলাহা ইল্লাল্লাহ" বলাকে সবচেয়ে উত্তম জিকির বলা হয়েছে। এর মাধ্যমে আল্লাহর একত্ববাদকে পূর্ণাঙ্গভাবে ঘোষণা করা হয়।
অন্যদিকে, শুধু 'ইল্লাল্লাহ' এর আক্ষরিক অর্থ হলো "আল্লাহ ছাড়া"। এই শব্দটি যেহেতু অসম্পূর্ণ, তাই এটি দ্বারা জিকিরের উদ্দেশ্য পূরণ হয় না এবং শরিয়তের দৃষ্টিকোণ থেকে এটিকে পূর্ণাঙ্গ জিকির হিসেবে গণ্য করা হয় না।
ইসলামে জিকিরের সঠিক পদ্ধতি হলো এমন শব্দ ব্যবহার করা, যার একটি পূর্ণাঙ্গ ও সুস্পষ্ট অর্থ রয়েছে। যেমন:
* সুবহানাল্লাহ (আল্লাহ পবিত্র)✅
* আলহামদুলিল্লাহ (সকল প্রশংসা আল্লাহর)✅
* আল্লাহু আকবার (আল্লাহ মহান)✅
* লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই)✅
তাই, শুধুমাত্র 'ইল্লাল্লাহ' বলে জিকির করার কোনো প্রামাণিক ভিত্তি নেই। এটি একটি অসম্পূর্ণ বাক্য হওয়ায় এর মাধ্যমে ইসলামের মূল বার্তাটি সঠিকভাবে প্রকাশ পায় না।

  of Muslim'S
04/08/2025

of Muslim'S

Address

Chapai
6300

Opening Hours

Monday 08:00 - 21:30
Tuesday 08:00 - 21:30
Wednesday 08:00 - 21:30
Thursday 08:00 - 21:30
Friday 08:00 - 12:00
14:00 - 21:30
Saturday 08:00 - 21:30
Sunday 08:00 - 21:30

Alerts

Be the first to know and let us send you an email when History of Muslim'S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category