
13/08/2025
নাতে রাসূল ﷺ প্রতিযোগিতা - ২০২৫
বিভাগীয় নাতে রাসুল (সা) প্রতিযোগিতা ফেসবুক পেজ এবছর আয়োজন করতে যাচ্ছে নাতে রাসুল(সা) প্রতিযোগিতা।
২২ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে কোনো ধরনের এডিট ছাড়া ভিডিও রেকর্ড করে নিম্নের হোয়াটসআ্যাপ নাম্বারে প্রেরণ করতে হবে। ভিডিও পাঠানোর সাথে প্রতিযোগির নাম, অধ্যয়নরত থাকলে শ্রেণি, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।
অধ্যয়নরত ছাড়াও অনুর্ধ্ব ২১ বছর বয়সী যে কেউ অংশগ্রহণ করতে পারবেন।
ভিডিওর প্রথমে নাম ঠিকানা বলতে পারেন অথবা ভিডিওর ক্যাপশনে লিখে পাঠিয়ে দিবেন।
শেয়ারে অবশ্যই #বিভাগীয়_নাতে_রাসুল_প্রতিযোগিতা_সিলেট লিখে শেয়ার করবেন।
👉ফাইনাল রাউন্ড ও ফলাফল: সেপ্টেম্বর ২০২৫
(বাছাইকৃত ২০ জন প্রতিযোগীদের মধ্যে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে)
লক্ষণীয় :
ক.৬ষষ্ঠ থেকে আলিম /দ্বাদশ /মুতাওয়াসসিতাহ পর্যন্ত প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবে।
খ.অবশ্যই সিলেট বিভাগের হতে হবে
গ.কোন শিল্পি গোষ্ঠীর সদস্য অংশগ্রহণ করতে পারবে না।
ঘ.পূর্বে প্রকাশিত /মিউজিকযুক্ত ভিডিও গ্রহণযোগ্য নয়।
নাম্বারে ভিডিও পাঠাতে হবে :
01711298941
নির্দিষ্ট নাম্বারে নাম ঠিকানাসহ শর্ত মেনে ভিডিও পাঠাবেন। অন্য কোনো নাম্বারে পাঠাবেন না।
পেইজ লিংক:👎
https://www.facebook.com/profile.php?id=100069957791033
(বি:দ্র: বাছাইকৃত ভিডিও পেইজে আপলোড দেওয়া হবে সেজন্য পেজ অনুসরণ করুন)
বি:দ্র: তিন ধাপে বেশ কয়েকজন বিচারক বাছাই সম্পাদন করবেন৷
ইন শা আল্লাহ স্বচ্ছ প্রতিযোগিতা হবে।
☎️ সার্বিক যোগাযোগ:
বিভাগীয় নাতে রাসুল (সা) প্রতিযোগিতা সিলেট (ফেসবুক পেজ)