Hridoy Chowdhury

Hridoy Chowdhury শেষ থেকে শুরু.....

শেখ মাহেদী.....
27/07/2025

শেখ মাহেদী.....

24/07/2025

আপনি লিটন দাসকে ১০ ম্যাচ খেলান, সে ১০ ম্যাচে ১টা ফিফটি আর ২টা ইম্প্যাক্টফুল ইনিংস উপহার দিবে।

আপনি সৌম্য সরকারকে ১০ ম্যাচ খেলান, সে ১০ ম্যাচে ১টা ফিফটি আর ৪টা ইম্প্যাক্টফুল ইনিংস উপহার দিবে।

আপনি তানজিদ তামিমকে ১০ ম্যাচ খেলান, সে ১০ ম্যাচে ৩টা ফিফটি আর ৩টা ইম্প্যাক্টফুল ইনিংস উপহার দিবে।

আপনি পারভেজ হোসেন ইমনকে ১০ ম্যাচ খেলান, সে ১০ ম্যাচে ১টা সেঞ্চুরি, ৩টা ফিফটি আর ৩টা ইম্প্যাক্টফুল ইনিংস উপহার দিবে।

আর আপনি যদি নাঈম শেখকে ১০ ম্যাচ খেলান, তাহলে আপনি নিজেই ক্রিকেট দেখা ছেড়ে দিবেন।

যে এই কথা বলছে, একদম সেরা বলছে রে ভাই

তাসকিন-মিরাজদের প্র‍তি দর্শকের সাহায্য চেয়ে আবেদন.....
24/07/2025

তাসকিন-মিরাজদের প্র‍তি দর্শকের সাহায্য চেয়ে আবেদন.....

ক্রিকেট নাকি শেষের পথে.? দর্শক নাকি আসবেনা দেখতে??
24/07/2025

ক্রিকেট নাকি শেষের পথে.?
দর্শক নাকি আসবেনা দেখতে??

বাইশ গজ থেকে ক্রিকেটার আন্দ্রে রাসেলের বিদায়...
23/07/2025

বাইশ গজ থেকে ক্রিকেটার আন্দ্রে রাসেলের বিদায়...

"সাত কোটি মানুষের হে মুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করো নি"শত বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই লাইন যেন ব...
22/07/2025

"সাত কোটি মানুষের হে মুগ্ধ জননী
রেখেছো বাঙালি করে মানুষ করো নি"

শত বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই লাইন যেন বর্তমান বাংলাদেশের চিত্র!!

যত প্রকার প্রাকৃতিক দুর্যোগ এসেছে কিংবা দুর্ঘটনা ঘটেছে,প্রতিটি ঘটনায় আমরা প্রকাশ করেছি আমাদের আসল রুপ।এই যেমন বিশ্বজুড়ে করোনার মহামারিতে যখন প্রতিটা মানুষের স্বাস্থ্য সু-রক্ষার জন্য প্রয়োজন ছিল মাস্ক,হ্যান্ড সেনি টাই জার। ঠিক ঐ সময়টায় আমরা বাঙালীরাই মানুষের প্রয়োজন বুঝে অতিরিক্ত মুনাফা অর্জনে ব্যস্ত হয়ে পড়ি!

একটা মাস্কের দাম উঠে ২০০-৩০০ টাকা পর্যন্ত। ভাবা যায়.? সাধারণ একটা মাস্ক,মানুষ অসহায় আত্মসমর্পণ করেছিলেন ঐ সময়টায়।

এরপর ফেনীতে সবশেষ অর্থাৎ 'চব্বিশের বন্যা' মানুষ যখন পানির নিচে।ব্লাকআউট যখন সবদিকে। মোমবাতি যখন আঁধারে আলো দেওয়ার একমাত্র উপায়।ঐ সময়টায় মোমের সংকট পড়ে যায়।শুকনো খাবের সংকট পড়ে যায়। কোথাও পাওয়া গেলেও সেটা আবার কিনতে হয়েছিল দ্বিগুণ কিংবা তারও বেশি টাকা দিয়ে।

সবশেষ গতকালের ঘটনার কথাই ভাবুন! মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া দুর্ঘটনায় মানুষ যখন নিষ্পাপ শিশুদের নিয়ে ছোটাছুটি শুরু করেন,রিকশা কিংবা সিএনজি নিয়ে হাসপাতালে যেতে চান তখন ভাড়া হয়ে যায় দ্বিগুণ। এক বোতল পানি কিনতে হয় শতাধিক মূল্যে.! কি বলবেন..? ভাষা খুঁজে পাচ্ছেন.?

এইখানে তো শুধুমাত্র তিনটা ঘটনা উল্লেখ করা হয়েছে। এমন অনেক ঘটনার নজির রয়েছে এই বাংলায়। হয়তো বলবেন এটা সিস্টেম হয়ে গেছে.? যদি তাই হয়,সেটা পরিবর্তনের জন্যই তো এত্তকিছু। চব্বিশের জুলাই বিপ্লব দেখেছে বিশ্ব।

তাহলে কেন এখনো পরিবর্তন হচ্ছেনা.? আর যদি বলেন ব্যক্তি হিসেবে আমরাই মানুষ রুপে অ-মানুষ! তাহলে এটা আমাদেরকেই ঠিক কর‍তে হবে। ঐ যে আমরা এখনো মানুষ হতে পারিনি...

যেদিন এই বাংলায় প্রকৃত মানুষের বসবাস হবে।সেইদিন নিরাপদ হবে আমাদের সকলের সোনার বাংলাদেশ। নয়তো এটা হবে 'নরক' যতদিন নড়বেনা আমাদের টনক...........

.

22/07/2025

২য় টি-টোয়েন্টি: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।

22/07/2025

আজকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ২য় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে বন্ধ থাকবে গান বাজনা।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের স্মরণে
পালন করা হবে নীরবতা......

না সাধারণ কোনো যাত্রী নয়।রক্ত দিতে যাচ্ছেন সবাই....
21/07/2025

না সাধারণ কোনো যাত্রী নয়।রক্ত দিতে যাচ্ছেন সবাই....

একটা ব্যস্ততম শহর কিভাবে প্রশিক্ষণের উপযুক্ত স্থান হয়.? সাগর, পাহাড় কিংবা জঙ্গল এর তো অভাব নেই অনিরাপদ বাংলাদেশে!! এই শহ...
21/07/2025

একটা ব্যস্ততম শহর কিভাবে প্রশিক্ষণের উপযুক্ত স্থান হয়.? সাগর, পাহাড় কিংবা জঙ্গল এর তো অভাব নেই অনিরাপদ বাংলাদেশে!! এই শহর এই দেশ যেন 'আয়ু' শেষ হওয়ার পূর্বেই মেরে ফেলতে ব্যস্ত.....

20/07/2025

৭ উইকেটের জয়....

মুস্তাফিজ......
20/07/2025

মুস্তাফিজ......

Address

Chittagong

Telephone

+8801569159675

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hridoy Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category