দৈনিক সাদা কাগজ Daily Shada Kagoj

দৈনিক সাদা কাগজ Daily Shada Kagoj Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দৈনিক সাদা কাগজ Daily Shada Kagoj, Media/News Company, Lane. O7, Road no 01, Block-A, Halishahar Housing Estate, Beside Housing Estate Field, East side of Panir Tank, Halishahar, Chittagong, Chattogram.

দৈনিক সাদা কাগজ চট্টগ্রামের একটি আঞ্চলিক দৈনিক পত্রিকা।
সম্পাদক ও প্রকাশক : কেফায়েত উল্লাহ কায়সার।
প্রতিষ্ঠা : ১২.১২.২০১২
website: www.shadakagoj.com
E-mail: [email protected]

17/09/2025
সন্দ্বীপে ছয় বছর বয়সী শিশুকে হত্যা, অধ্যাপক আমজাদের শোকনিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে ছয় ব...
17/09/2025

সন্দ্বীপে ছয় বছর বয়সী শিশুকে হত্যা, অধ্যাপক আমজাদের শোক

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে ছয় বছর বয়সী এক শিশুকে পিটিয়ে হত্যার ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থী অধ্যাপক মুহাম্মদ আমজাদ হোসাইন।
আজ বুধবার দুপুরে উপজেলার পেলিশ্যার বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মোহাম্মদ আলী (৬) স্থানীয় আবু তাহেরের ছেলে। সে মান্নান নাহার হাফেজিয়া মাদ্রাসার নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদ আলীকে একই বাড়ির প্রতিবেশী জাহাঙ্গীর আলম বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অধ্যাপক আমজাদ হোসাইন বলেন, ‘এই ঘটনা শুধু একটি শিশুর মৃত্যু নয়, এটি আমাদের সামাজিক মূল্যবোধ ও মানবিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে। একটি অসহায় শিশুর ওপর এমন অমানবিক বর্বরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তিনি আরও বলেন, ‘আমি প্রশাসনের প্রতি জোর দাবি জানাই—এই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হোক, যেন ভবিষ্যতে কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়।’
অধ্যাপক আমজাদ হোসাইন নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‘আল্লাহ তাআলা এই নিষ্পাপ শিশুকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।’

শিশু মোহাম্মদ আলীর মৃত্যুতে অধ্যাপক আমজাদ হোসাইনের শোক.................................সন্দ্বীপের মগধরা ইউনিয়নের ৫ নম্বর...
17/09/2025

শিশু মোহাম্মদ আলীর মৃত্যুতে অধ্যাপক আমজাদ হোসাইনের শোক.................................
সন্দ্বীপের মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এক নিষ্পাপ শিশু হত্যার মর্মান্তিক ঘটনায় আমি গভীর শোক, তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করছি। আজ দুপুর ১২টায় পেলিশ্যার বাজার সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া এ বীভৎস ঘটনায় মানসিকভাবে আমি ভীষণভাবে মর্মাহত।
স্থানীয় আবু তাহেরের ৬ বছরের শিশু পুত্র মোহাম্মদ আলী, সে মান্নান নাহার হাফেজিয়া মাদ্রাসার নার্সারি শ্রেণির ছাত্র ছিল, তাকে একই বাড়ির প্রতিবেশী জাহাঙ্গীর আলম নির্মমভাবে আঘাত করে গুরুতর জখম করে। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনা শুধু একটি শিশুর মৃত্যু নয়, এটি আমাদের সামাজিক মূল্যবোধ ও মানবিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
একটি অসহায় শিশুর ওপর এমন অমানবিক বর্বরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাই—এই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হোক, যেন ভবিষ্যতে কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়।
আমি নিহত শিশুর শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি। আল্লাহ তাআলা এই নিষ্পাপ শিশুকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন এবং পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দিন। আমিন।
........................................................
অধ্যাপক মুহাম্মদ আমজাদ হোসাইন
এমপি প্রার্থী, সন্দ্বীপ উপজেলা
ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শিক্ষার বিকল্প নেই, নৈতিকতার ভিত্তিতেই হতে হবে আদর্শ মানুষ: মেয়র ডা. শাহাদাত হোসেনচট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শা...
17/09/2025

শিক্ষার বিকল্প নেই, নৈতিকতার ভিত্তিতেই হতে হবে আদর্শ মানুষ: মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। পড়াশোনার কোনো বিকল্প নেই। তবে সেই শিক্ষা তখনই প্রকৃত অর্থে সার্থক হবে, যখন তা আমাদের নৈতিক মূল্যবোধ ও দায়িত্ববোধকে জাগ্রত করবে।”

বুধবার (১৭ সেপ্টেম্বর) জামালখান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিষ্পেষণ, নির্যাতন ও কুসংস্কারের অন্ধকার যুগে মানবতার আলোকবর্তিকা হয়ে এসেছিলেন। তিনি জ্ঞান ও নৈতিকতার মাধ্যমে সমাজ পরিবর্তনের শিক্ষা দিয়েছেন। আল-কোরআনের প্রথম নির্দেশই ছিল—‘পড়’। তাই শিক্ষার্থীদের শুধু বিদ্যাগত জ্ঞান অর্জন নয়, আদর্শ মানুষ হওয়ার জন্য নৈতিক শিক্ষা অর্জনও জরুরি।

তিনি বলেন, আমরা চাই সিটি কর্পোরেশনের শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফল করুক তা নয়, তারা যাতে নৈতিক মূল্যবোধসম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবেও গড়ে ওঠে। তোমরা দেশের ভবিষ্যৎ। তোমাদের নৈতিক শিক্ষা, মানবিকতা আর দেশপ্রেমই আগামী দিনের চট্টগ্রাম ও বাংলাদেশকে এগিয়ে নেবে।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের সম্পৃক্ত করে চসিক স্কুলগুলোতে হেলথ প্রোগ্রাম ও পরিবেশ সচেতনতা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রতিটি স্কুলে ‘পরিবেশ ক্লাব’ গড়ে তোলা হবে। শিক্ষার্থীদের নিয়ে রাস্তাঘাট পরিষ্কার, নালা-নর্দমা পরিস্কারসহ নানামুখী জনসচেতনতা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কিশোরগ্যাং, মাদকাসক্তি ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক ও স্থানীয় সমাজসেবকদের সমন্বয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে।

মেয়র আরও বলেন, শুধুমাত্র পাঠ্যবইয়ের শিক্ষা নয়, নৈতিক শিক্ষার দিকেও মনোযোগ দিতে হবে। যদি একজন ডাক্তার উচ্চ শিক্ষিত হয়েও দরিদ্রদের চিকিৎসা না করতে পারে, তবে সে শিক্ষার কোনো মূল্য নেই। একইভাবে, যদি একজন শিক্ষক মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের পড়ানোর সুযোগ না পান, তাহলে তার অর্জিত শিক্ষা সমাজের জন্য তেমন কোনো উপকার বয়ে আনবে না।

শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, সুস্থ দেহ ও মন গঠনে ক্রীড়া অপরিহার্য। ক্রীড়া শিক্ষার্থীদের একাগ্রতা, শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্ববোধ গড়ে তোলে। পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে মেয়র বলেন, “আজ যারা জিততে পারোনি, তোমরা নিরাশ না হয়ে আরও মনোযোগী হয়ে আগামী দিনে ভালো করবে।

এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, সমাজসেবক মনজুর রহমান চৌধুরী, সাবেক প্রধান শিক্ষিকা লিলি বড়ুয়া, সৌমনাথ দাশ রাজু, রতন চৌধুরী, স্কুলের গভর্নিং বডির সদস্যসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

বিশেষ রিপোর্ট -শিক্ষক থেকে সংসদের পথে,  "আপনি আমাদের হয়ে নেমেছেন", এক বাক্যে সমর্থনকেফায়েত উল্লাহ কায়সার সম্পাদক -সাদা ক...
17/09/2025

বিশেষ রিপোর্ট -
শিক্ষক থেকে সংসদের পথে, "আপনি আমাদের হয়ে নেমেছেন", এক বাক্যে সমর্থন

কেফায়েত উল্লাহ কায়সার
সম্পাদক -সাদা কাগজ

চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মনোনীত প্রার্থী অধ্যাপক আমজাদ হোসাইন গতকাল ১৬ সেপ্টেম্বর দ্বীপাঞ্চলের একাধিক মাদ্রাসা সফর করেছেন। মদিনাতুল উলুম, খাদেমুল ইসলাম, বাউরিয়া রহমানিয়া ইসলামিয়া, রশিদিয়া শামসুল উলুম, সন্তোষপুর হোসাইনিয়া কাসেমুল উলুম এবং কালাপানিয়া হেদায়েতুল ইসলাম মাদ্রাসায় সফরকালে তিনি ওলামায়ে কেরাম, শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
এই সফর শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল না—বরং ইসলামী নেতৃত্বের দাবিদার একজন প্রার্থীর পক্ষ থেকে এটি ছিল আত্মপ্রকাশের এক গুরুত্বপূর্ণ প্রয়াস। দ্বীপবাসীর কাছে ‘ভদ্র-সজ্জন খ্যাত’ অধ্যাপক আমজাদ হোসাইন তাঁর সুদীর্ঘ শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ড দিয়ে ইতিমধ্যেই পরিচিত একটি মুখ। এবার তিনি সরাসরি মাঠে নেমে ইসলামী আদর্শকে সামনে রেখে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বিশেষভাবে সন্তোষপুর মাদ্রাসার মহাপরিচালক হযরত মাওলানা আতিক উল্যাহ সাহেব যখন বলেন, “আপনি আমাদের হয়ে নেমেছেন”, তখন তা নিছক প্রশংসা নয়—বরং একটি আস্থার বহিঃপ্রকাশ। এটি বোঝায় যে, স্থানীয় আলেম সমাজ তাঁকে তাদের প্রতিনিধি হিসেবেই দেখতে আগ্রহী।
একটি সময় ছিল, যখন ধর্মীয় মূল্যবোধ ও নেতৃত্বের মাঝে একটি দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু আজকের প্রেক্ষাপটে আমরা দেখছি, একজন শিক্ষাবিদ ও ধর্মপ্রাণ মানুষ সরাসরি জনগণের দ্বারে গিয়ে দোয়া চাইছেন, পরামর্শ নিচ্ছেন এবং দায়িত্ব নিতে প্রস্তুতির কথা বলছেন।
অধ্যাপক আমজাদ হোসাইন তাঁর সফরে শুধু ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেননি; বরং ইসলাম, শিক্ষা, সমাজ এবং রাজনীতির সংযোগস্থলে দাঁড়িয়ে একটি শক্তিশালী বার্তা দিয়েছেন— নৈতিকতা, শুদ্ধতা ও সুশাসনই হবে তাঁর রাজনীতির ভিত্তি।
এই বার্তাকে মূল্যায়ন করা জরুরি। কারণ দ্বীপাঞ্চলের রাজনীতি অনেক সময় কেন্দ্রীয় দৃষ্টির আড়ালে পড়ে যায়। কিন্তু সেখানেও যখন আদর্শিক নেতৃত্ব গড়ে উঠছে, তখন তা বৃহত্তর জাতীয় রাজনীতির জন্যও একটি ইতিবাচক বার্তা। তবে একথাও মনে রাখতে হবে—দোয়া, শুভেচ্ছা ও সংবর্ধনার বাইরে জনগণ এখন বাস্তব পরিকল্পনা দেখতে চায়। অধ্যাপক আমজাদ হোসাইন ও তাঁর মতো নেতাদের শুধু আদর্শ নয়, কার্যকর কর্মসূচি ও জনসম্পৃক্ত কার্যক্রম নিয়েই সামনে এগোতে হবে।
এই নির্বাচনী প্রচারণা যদি সত্যিই আদর্শভিত্তিক রাজনীতির উত্থানের সূচনা হয়ে থাকে, তাহলে সন্দ্বীপবাসীর কাছে এটি কেবল একটি ভোটের নয়— আশার প্রদীপ জ্বালানোর সুযোগ।
ইসলামী আন্দোলনের পক্ষ থেকে অধ্যাপক আমজাদ হোসাইনের মাদ্রাসা সফর ছিল জনসম্পৃক্ততা ও আস্থার প্রকাশ। দ্বীপের আলেম সমাজ তাঁকে একজন প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দিচ্ছেন। আদর্শিক বার্তার পাশাপাশি এখন বাস্তব পরিকল্পনার অপেক্ষা।

সন্দ্বীপে অধ্যাপক আমজাদ হোসাইনের মাদ্রাসা পরিদর্শন...ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য অধ্যাপক আমজাদ হোসাইন সো...
16/09/2025

সন্দ্বীপে অধ্যাপক আমজাদ হোসাইনের মাদ্রাসা পরিদর্শন...

ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য অধ্যাপক আমজাদ হোসাইন সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্দ্বীপের কয়েকটি মাদ্রাসা পরিদর্শন করেছেন। এ সময় তিনি ছাত্র ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।
অধ্যাপক আমজাদ হোসাইন কালাপানিয়া হেদায়েতুল ইসলাম মাদ্রাসা, বাউরিয়া রহমানিয়া মাদ্রাসা, সন্তোষপুর হোসাইনিয়া কাসেমুল উলুম মাদ্রাসা এবং রশিদিয়া শামছুল উলুম মাদ্রাসা সফর করেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, ‘অবহেলিত সন্দ্বীপকে আধুনিকায়ন করা হবে। শিক্ষা খাতে উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।’ এ-সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা মীর ইসমাঈল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা সুলতানুল ইসলাম ভূঁইয়া, সহসভাপতি হাফেজ মহিব্বুল্লাহ, সহকারী সম্পাদক মাওলানা জোবায়ের হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ জাহিদুল ইসলাম, মাওলানা মুফতি মনিরুল আলম উপস্থিত ছিলেন।
এ ছাড়া ইসলামী যুব আন্দোলন সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা সানাউল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইয়াসীন আরাফাত ভূঁইয়া, সাবেক সভাপতি নাজমুল হোসাইন তুরান, সাবেক সহসভাপতি আরিফুর রহমান মুরাদ, মাওলানা নিজাম উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Address

Lane. O7, Road No 01, Block-A, Halishahar Housing Estate, Beside Housing Estate Field, East Side Of Panir Tank, Halishahar, Chittagong
Chattogram
4226

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক সাদা কাগজ Daily Shada Kagoj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক সাদা কাগজ Daily Shada Kagoj:

Share