25/09/2020
👉💦💜সল্প খরচে সচেয়ে ভাল সেবাটি পেতে 💜👇📢
পানির অপর নাম জীবন। এটা শুধু খাবার পানি নয়। আপনার ব্যাবহারের পানিও খুবই গুরুত্বপুর্ণ।
প্রায়ই দেখা যায় ওয়াসার পাইপ লাইন ফেটে নর্দমার ময়লা সহ বিভিন্ন পরজীবি আমাদের সাপ্লাই পানিতে চলে আসে । তেমনি অপরিষ্কার ট্যাংকে হয় আরশোলার বাসা। এতে থাকতে পারে ভয়ংকর পরজীবি যেমনঃ জোক, ফিতাকৃমি ইত্যাদি। যা আপনার শরীরে বাসাবেধে থাকতে পারে বছরের পর বছর। এ ছাড়াও ক্ষতিকারক ব্যাক্টেরিয়া, ভাইরাস, এবং থাকে চুলকানি সৃষ্টি কারি জীবাণু। তাই পরিষ্কার ও জীবানুমুক্ত পানি আমাদের সবার কাম্য।
আপনি কি এখনও বাড়ির দারোয়ান, কেয়ারটেকার, আশেপাশের দিনমজুর দিয়ে পানির ট্যাংক পরিষ্কারের কাজ করাচ্ছেন? আমরা প্রায়শই প্ত্রিকায় দেখি পানির ট্যাংক বিষ্ফোরন সহ পানির ট্যাংকে কাজ করতে গিয়ে নানা দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকে। তাই সিংগাপুর থেকে “Tank cleaning and safety’ এর উপর প্রশিক্ষন প্রাপ্ত পরিচালক দ্বারা পরিচালিত Chittagong Hygienic Tank Cleaning Service (CHTCS) নিয়ে এসেছি সবচেয়ে সাশ্রয়ী কিছু সেবা।
-ঃআমাদের সেবা সমুহঃ-
👉১। আমরা দিচ্ছি স্বল্প খরচে World Health Organization(WHO) এর সুপারিশকৃত আন্তর্জাতিক পদ্ধতিতে ১০টি ধাপে আধুনিক আমদানিকৃত যন্ত্রাংশ ও প্রশিক্ষিত কর্মী দ্বারা রিজার্ভ/সাপ্লাই পানির ট্যাংক পরিস্কার এবং জীবাণুমুক্ত করার দারুণ সুবিধা।
👉২। প্রতিদিনকার পানি জ্বীবানু মুক্ত রাখতে সেট করতে পারেন ইউ ভি রেডিয়েশন ডিভাইস যা জীবানু ধংশ করে এবং পরজীবির বাসা থেকে সুরক্ষা দিবে।
👉৩। পানির অপচয় রোধে অটোমেটিক ওয়াটার লেভেল কন্টোল।
👉৪। পাইপ লাইন আনব্লকিং।
👉৫। সম্পুর্ণ পরিবেশ বান্ধব ক্যামিক্যাল ব্যাবহার করে এয়ার কন্ডিশন ক্লিনিং।(ক্ষতিকর কষ্টিক এসিড দিয়ে এসি ক্লিন করলে আপনার পাইপ ফেটে গ্যাস লিক হতে পারে)
👉৬। ইলেক্ট্রিক হাউজ ওয়ারিং ।
👉৭। প্লাম্বিং (কনসল পাইপ ওয়ারিং)।
👉৮। আফটার কন্সট্রাকশন ক্লিনিং।
👉৯। কমার্সিয়ার স্পেস ক্লিনিং।
👉10। রুফ টপ ও কারপার্ক সেওলা পরা ওয়াল ক্লিনিং।