Shihab Uddin

Shihab Uddin I am a student. I am a professional digital marketing expert. I have been working successfully.

24/06/2025

পুরুষদের জীবনের বড় সমস্যা হচ্ছে বউ,
কেউ এনে কাঁদতেছে, আর কেউ আনার জন্য কাঁদতেছে!😟

12/06/2025

Big shout out to my newest top fans! Mohammad Ashak, মোহাম্মদ লোকমান, Mohammed Nejam Uddin

05/06/2025

আগামীকাল শহর থেকে যাঁরা বাঁশখালী আসবেন সকাল ৮/১০ টার ভেতর চলে আসবেন, না হয় যানজটে চরম অতিষ্ঠ হতে পারেন 🙏

মেহেদী রজনী।
05/06/2025

মেহেদী রজনী।

তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অনতিবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
05/06/2025

তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অনতিবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

02/06/2025

আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর সরল ইউপির জিল্লুর রহমান ও সাধনপুর ইউপির মো. রাসেল মারা গেছেন....
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন

27/05/2025

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই?
আসলে অনার্স তৃতীয় পর্বের পরীক্ষার কারণে এতো দিন কারো সাথে যোগাযোগ করতে পারিনি।

সবচেয়ে বড় দুর্ভাগা ছিলেন কাজী নজরুল ইসলাম। কবির চার বছরের শিশুপুত্র বুলবুল যে রাতে মারা গিয়েছিল, সে রাতে তার পকেটে এক...
27/05/2025

সবচেয়ে বড় দুর্ভাগা ছিলেন কাজী নজরুল ইসলাম। কবির চার বছরের শিশুপুত্র বুলবুল যে রাতে মারা গিয়েছিল, সে রাতে তার পকেটে একটা কানাকড়িও ছিল না। অথচ দাফন, কাফন, গাড়িতে করে দেহ নেওয়া আর গোরস্থানে জমি কেনার জন্য দরকার ১৫০ টাকা। সে সময়ের ১৫০ টাকা মানে অনেক টাকা। হতদরিদ্র কবি এত টাকা পাবেন কোথায়?

বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠানো হলো, কিন্তু টাকার ব্যবস্থা করা গেল না। শুধুমাত্র ডি.এম লাইব্রেরি দিল ৩৫ টাকা। কিন্তু তখনো যে অনেক টাকা লাগবে!

ঘরে শিশুপুত্রের লাশ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। নিষ্ঠুর প্রকাশক শর্ত দিলেন, এই মুহূর্তে কবিতা একটি লিখে দিতে হবে, তারপর টাকা! নিরুপায় কবি তার মনের নীরব কান্না লিখে দিলেন কবিতায়...

ঘুমিয়ে গেছে শ্রান্ত হ’য়ে আমার গানের বুলবুলি — করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি।। ফুল ফুটিয়ে ভোর বেলাতে গান গেয়ে নীরব হ’ল কোন নিষাদের বান খেয়ে; বনের কোলে বিলাপ করে সন্ধ্যা–রাণী চুল খুলি’।। কাল হ’তে আর ফুটবে না হায় লতার বুকে মঞ্জরী, উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিশাস্‌ মর্মরি’। গানের পাখি গেছে উড়ে, শূন্য নীড় — কণ্ঠে আমার নাই যে আগের কথার ভীড় আলেয়ার এ আলোতে আর আসবে না কেউ কূল ভুলি’।।

26/05/2025

Address

East Palegram, 5No Khalipor, Banshkhali
Chattogram
4391

Alerts

Be the first to know and let us send you an email when Shihab Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shihab Uddin:

Share