21/07/2025
আচ্ছা, পাইলটের বীরত্বগাথা দু’দিন পরে ছাড়লে হয় না?
আপাতত সেই বাবা-মায়েদের কথা একটু ভাবুন, যারা সন্তানকে কোলে নিয়ে স্কুলে পাঠিয়েছিল। তাদের কি এখন সন্তানের পোড়া শরীর দেখতে দেখতে পাইলটের বীরত্বগাথা পড়ে গর্বে সিনা টানটান করার সময়? তারা কি এই মানসিক অবস্থায় আছে যে ভাববে, আহা, শেষ মুহুর্ত পর্যন্ত চেষ্টা করেছিল দেশ-প্রেমিক ছেলেটা!
কিংবা আমাদের মতো যাদের ওই বয়সী সন্তান আছে, তারাও কি এসব গল্প শুনে এই মুহুর্তে কোনো শান্তি খুঁজে পাবে?
না ভাই, আগে তো জানতে দিন, কী ঘটেছে আসলে। মাত্র ১২ বছর আগে উৎপাদিত এবং কেনা একটি যুদ্ধবিমান রাজধানীর ব্যস্ত এলাকায় এভাবে আছড়ে পড়ল কেন? এটি কি যান্ত্রিক ত্রুটি? নিয়মিত রক্ষণাবেক্ষণের ঘাটতি? কেনাকাটায় দুর্নীতি? না পাইলটের মানবিক ভুল? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো নাশকতা?
এই প্রশ্নগুলোর নিরপেক্ষ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বাহিনীর ‘ইমেজ’ রক্ষা করতে গিয়ে বীরত্বের গল্প ছড়ানো কি এখনই এতো জরুরি?
এই বীরগাথা শুনে কি নিখোঁজ শিশুরা ফিরে আসবে?
তাদের পোড়া শরীরের জ্বালা-যন্ত্রণা কিছুটা কমবে? নাকি সন্তান হারনো মায়ের কান্না থামবে?
আমরা তো এখন এসব গল্প জানতে চাই না।
আমরা জানতে চাই নিখোঁজ বাচ্চাগুলোর অবস্থান কী? আহতদের জন্য রক্তের চাহিদা ও যোগান কেমন? তাদের প্রয়োজনীয় চিকিৎসা ঠিকভাবে মিলছে কিনা? ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত বার্ন ইউনিটে নেওয়ার ব্যবস্থা করা গেছে তো? প্রশিক্ষিত চিকিৎসক আর পর্যাপ্ত আইসিইউ বা এইচডিইউ আছে ওখানে?
দু’টো দিন অন্তত ভয়াবহ এই পরিস্থিতিটা সামাল দিতে দিন।
আল্লাহর দোহাই লাগে, হতাহত পরিবারগুলোকে একটু দম ফেলতে দিন। তারপর না হয় ট্রান্সকমের ফারাজের মতো অদম্য সাহসিকতার গল্প শোনা যাবে!
তার আগে অন্য সবার মতো নিহত পাইলটের পরিবারের জন্যও রইলো গভীর সমবেদনা ও শোক।
ধন্যবাদ।