Halishahar Express

Halishahar Express চট্টগ্রাম হালিশহর পাহাড় ও সমুদ্রে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর।

প্রাণের হালিশহর-এ সবাই কে স্বাগতম 🍁🍁☘️☘️

পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের অন্যতম সুন্দর এবং জনপ্রিয় সমুদ্র সৈকত প্রাণের হালিশহর। প্রাকৃতিক বৈচিত্রে ভরা আমাদের এই চট্টগ্রাম, আর চট্টগ্রামের অন্যতম নির্মল আবাসিক এলাকার নাম হালিশহর,অনিন্দ্য সুন্দর সমুদ্রের কোল ঘেঁষে গড়ে ওঠা জনপদের শান্তিপ্রিয় মানুষের জীবন-জীবিকা, দৈনন্দিন জীবনের সুখ-দুঃখ, গঠনমূলক আলোচনা-পর্যালোচনা তুলে ধরার জন্য একঝাঁক তরুণ-তরুণীর প্রচেষ্টায় গঠিত হয় “প্রাণের হালিশহর”। সবার সম্মিলিত অংশগ্রহণ আমাদের অনুপ্রেরণার উৎস

বিকেলে চট্টগ্রাম ইপিজেড সংলগ্ন মাইলের মাথা এলাকায় বাইক থেকে রাস্তায় ছি'ট'কে পড়ার পর, পেছনের গাড়ি চা'পা'য় ঘটনাস্থলেই নি'হ...
07/07/2025

বিকেলে চট্টগ্রাম ইপিজেড সংলগ্ন মাইলের মাথা এলাকায় বাইক থেকে রাস্তায় ছি'ট'কে পড়ার পর, পেছনের গাড়ি চা'পা'য় ঘটনাস্থলেই নি'হ'ত সেই যুবকের পরিচয় পাওয়া গেছে। নাম: মোহাম্মদ তামিম, সৈয়দ জুম্মুল মিয়াজির বাড়ি, গ্রাম: চাপাছড়ি (৪নং বাহারচরা ইউপি),
থানা: বাঁশখালী, চট্টগ্রাম। মহান রাব্বুল আলআমীন তার পরিবারকে এই শোক সইবার শক্তি দিক আমিন 🤲

নিজের নার্সারিতে কাজ করতেছিলো বাড়ির পাশে হাইওয়ে রাস্তার পাশে কে জানতো এই ভাবে ওনার মৃত্যু হবে মিরসরাই ফেনাপোল এলাকায় নিয...
19/06/2025

নিজের নার্সারিতে কাজ করতেছিলো বাড়ির পাশে হাইওয়ে রাস্তার পাশে
কে জানতো এই ভাবে ওনার মৃত্যু হবে
মিরসরাই ফেনাপোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লরির ধাক্কা দিলে ঘটনাস্থলে জয়নাল আবেদীন (৬০) আমাদের সবার পরিচিত Mohibul Arif এর ভগ্নিপতি নিহত হয়।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কখনো ট্রাকের ধাক্কা জীবন চলে যাচ্ছে, কখনো অটো টেনে হিচড়ে নিচ্ছে আবার কখনো বাইকার ডকুমেন্ট দেখানোর ভয়ে গায়ের উপর তুলে দিয়...
19/06/2025

কখনো ট্রাকের ধাক্কা জীবন চলে যাচ্ছে, কখনো অটো টেনে হিচড়ে নিচ্ছে আবার কখনো বাইকার ডকুমেন্ট দেখানোর ভয়ে গায়ের উপর তুলে দিয়ে পালিয়ে যাচ্ছে। এভাবেই প্রতিটি মুহুর্তে জীবন ঝুঁকি নিয়েই ডিউটিতে অবিচল ট্রাফিক সদস্যরা।

তীব্র রোদে পিচঢালা রাস্তায় ২-৩ মিনিটেই ঘামে ভিজে যায় পুরো শরীর, আবার পরের মিনিটেই শুকিয়ে যায় সেই ঘামভেজা ইউনিফর্ম। কোলাহল, গরম, ধুলো কিংবা বৃষ্টি —কিছুই যেন তাদের থামাতে পারে না। একসময় শরীরে বাসা বাঁধে মা রা ত্ম ক রোগ, তবুও দমিয়ে যায় না তারা।

ট্রাফিকে কর্মরত সদস্যদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা 🫡❤️

পতেঙ্গাতে পার্কিং এর জন্য টোল নেয়া অফিস পুলিশ 'আলগাই' নিয়ে গেছে।এখন থেকে সেখানে পার্কিং এর জন্য কোনো টোল দিতে হবে না।
19/06/2025

পতেঙ্গাতে পার্কিং এর জন্য টোল নেয়া অফিস পুলিশ 'আলগাই' নিয়ে গেছে।এখন থেকে সেখানে পার্কিং এর জন্য কোনো টোল দিতে হবে না।

03/06/2025
আনোয়ারা - বাঁশখালী সড়কের লাবিবা ক্লাবের সামনে মাইক্রোবাস (হাইস) ও সিএনজি সংঘর্ষে ২ জন নিহত! আজ শনিবার সকাল ৯ টার দিকে বা...
31/05/2025

আনোয়ারা - বাঁশখালী সড়কের লাবিবা ক্লাবের সামনে মাইক্রোবাস (হাইস) ও সিএনজি সংঘর্ষে ২ জন নিহত!

আজ শনিবার সকাল ৯ টার দিকে বাঁশখালী টইটং থেকে সিএনজিটি শহর দিকে যাওয়ার সময় আনোয়ারা শোলকাটা লাবিবা কনভেনশন হলের সামনে একটি হাইস গাড়ি সিএনজিটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এসময় সিএনজিটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। সিএনজির ২ জন যাত্রী ঘটনা স্থলে মারা যান।

22/05/2025
কল্পলোক আবাসিকে সড়ক দূর্ঘটনাবাকলিয়া কল্পলোক আবাসিকের মুখে একটু আগে ট্রাক ও মোটর সাইকেলের মধ্যে সড়ক দূর্ঘটনা ঘটে। গাড়ির...
22/05/2025

কল্পলোক আবাসিকে সড়ক দূর্ঘটনা
বাকলিয়া কল্পলোক আবাসিকের মুখে একটু আগে ট্রাক ও মোটর সাইকেলের মধ্যে সড়ক দূর্ঘটনা ঘটে। গাড়ির নাম্বার কারো পরিচিত মনে হলে "বাকলিয়া থানা" তে যোগাযোগ করুন।

সম্মানিত নতুনপাড়া এলাকাবাসী আসসালামু আলাইকুম  আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি নতুন পাড়া মেইন রাস্তায় চট্টগ্রাম সিটি ...
22/05/2025

সম্মানিত নতুনপাড়া এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি নতুন পাড়া মেইন রাস্তায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এ-র মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন পক্ষ থেকে নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলার জন্য বক্স দেওয়া হয়েছে দয়া করে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট বক্সে ফেলুন ধন্যবাদ

চট্টগ্রাম সিটি করপোরেশন এর আওতাধীন ২৬ নং ওয়ার্ডে ডোর টু ডোর ময়লা কালেকশন এর জন্য এলাকার প্রয়োজনীয় স্থানে বড়ো আকারের বীন ...
22/05/2025

চট্টগ্রাম সিটি করপোরেশন এর আওতাধীন ২৬ নং ওয়ার্ডে ডোর টু ডোর ময়লা কালেকশন এর জন্য এলাকার প্রয়োজনীয় স্থানে বড়ো আকারের বীন বসানো হবে। ২/১ দিনের মধ্যে এলাকা বাসী এ সেবার আওতায় আসবে।
ধন্যবাদ ডাঃ শাহাদাত হোসেন, মাননীয় মেয়র চট্টগ্রাম সিটি করপোরেশন।

গতকাল সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া সিফাতের লাশ আজ সকালে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
18/05/2025

গতকাল সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া সিফাতের লাশ আজ সকালে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল এখন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।  যে কেউ চাইলে এখানে চিকিৎসা নিতে পারবেন। ছবিঃ এম ইমরান হোসেন...
18/05/2025

চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল এখন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। যে কেউ চাইলে এখানে চিকিৎসা নিতে পারবেন।

ছবিঃ এম ইমরান হোসেন।

Address

Chattogram

Alerts

Be the first to know and let us send you an email when Halishahar Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share