মাটি ও মানুষ

মাটি ও মানুষ যে কোন খবর আপডেট পেতে ফলো করে নিউজ সবসময় এর পাশে থাকুন।

আয়রন ডোম অকেজো হয়ে নিজেই গোলা ছুড়ছে
18/06/2025

আয়রন ডোম অকেজো হয়ে নিজেই গোলা ছুড়ছে

আল্লাহ সহায় হোন
17/06/2025

আল্লাহ সহায় হোন

17/06/2025
17/06/2025

কোন নেতা থানায় যেতে পারবেনা

13/06/2025

লন্ডনের পার্কে বেগম জিয়াকে নিয়ে তারেক রহমান

ভুমি দস্যু 👊👊👊
26/04/2025

ভুমি দস্যু 👊👊👊

ফৌজদারহাটে আওয়ামী ওলামালীগ নেতা, বহু মামলাবাজ,আওয়ামী ফ্যাসিস্টদের দূসর কাজী মুসলেহ উদ্দীন অবশেষে জেলহাজতে:গ্রেফতারকৃত ...
26/04/2025

ফৌজদারহাটে আওয়ামী ওলামালীগ নেতা, বহু মামলাবাজ,আওয়ামী ফ্যাসিস্টদের দূসর কাজী মুসলেহ উদ্দীন অবশেষে জেলহাজতে:

গ্রেফতারকৃত মুসলেহ মূলত: বিগত সরকারের একজন প্রভাবশালী অর্থ যোগানদাতা। সীতাকুণ্ড থানা পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সম্প্রতি তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। পরে মামলা নম্বর ০৬ (০৭/১০/২৪) মূলে, বিস্ফোরক দ্রব্য আইনের ধারাই তাকে কোর্টে চালান দেওয়া হয়। তার গ্রেপ্তারে ভুক্তভোগীদের মাঝে স্বস্তির নিঃশেষ ফেলতে দেখা যায়।
উল্লেখ্য কাজী মোসলেউদ্দিন বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাড়ির লোকজন ও প্রতিবেশীদের কে বিভিন্ন সময়, বিভিন্ন হয়রানি মূলক মিথ্যা মামলায় তাদেরকে জেলে প্রেরণ করে হয়রানী করেছে । তার বিরুদ্ধে তার প্রতিবেশীর সম্পত্তি বিরোধ নিয়েও বছরের বছর মামলা চলছে। যারা তার সাথে মামলা চালাতে অপারগ, তাদের সম্পত্তি কাজী সাহেব দখল করে ফেলারও অহরহ নজির রয়েছে। মামলাবাজ কাজীর কারণে সলিমপুর ৩ নং ওয়ার্ডের ফৌজদারহাটের পশ্চিম পাশে তার বাড়ির মোল্লাবাড়ির নাম পরিবর্তন করে জনগণ মামলা বাড়ি হিসেবে আখ্যায়িত করেছে।
বলা বাহুল্য এই মুসলেহ উদ্দিন ১০নং সলিমপুর ইউনিয়নের নিয়োজিত কাজী হলেও বিগত সরকারের আমলে ৯ নং ভাটিয়ারী ইউনিয়নের কাজী সিদ্দিক আহমেদের মৃত্যুতে ওই কাজীর ছেলের কাজী স,ম,ঈসা সিদ্দিকী মন্ত্রণালয়ের অনুমতিক্রমে পিতার দায়িত্ব পালন করলেও তার বিরুদ্ধে কাজী মুসলেহ উদ্দিন মিথ্যা মামলা করে তাকে দায়িত্ব থেকে অপসরণ করাই বলে জানা গেছে। এইদিকে তার ছেলে রবিউল হক স্কুল শিক্ষিত হওয়ার কারণে কাজি পদে দরখাস্ত করতে না পারাই পরবর্তীতে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ২০০১ সালে দাখেল,২০০৭ সালের আলেম পাসের অসংগতিপূর্ণ সনদ সংগ্রহ করে(যদিও সে ১৯৯২ সালে বিজ্ঞান বিভাগ হতে এসএসসি পাশ করে) মন্ত্রণালয়কে ম্যানেজ করে, এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করে ভাটিয়ারী ইউনিয়নের বাসিন্দা হিসেবে তাকে দেখিয়ে রাজনৈতিক প্রভাব ও মোটা অংকের লেনদেনের বিনিময়ে তিনি নিজ ছেলেকে কাজী নিকাহ রেজিস্টার হিসেবে তার নিয়োগ নিয়ে আসে।
পরবর্তীতে বাবাছেলে দুজন দুই ইউনিনের কাজীর দায়িত্ব নেওয়ার পর থেকে বদলে যাই জীবনের লাইফ স্টাইল।যেন আঙ্গুল ফুলে কলা গাছ ফৌজদারহাট মোল্লা বাড়িতে চার তলা আলিশান বাড়ি ছাড়াও বেনামে কিনে দেই চট্টগ্রাম খুলশী আবাসিক এলাকায় দু ছেলের জন্য দুটি বিলাসবহুল ফ্লাট ও বিলাসবহুল গাড়ি।
অভিযোগ রয়েছে বিশেষ করে অস্থানীয় বাসিন্দাদের ক্ষেত্রে কনে বিবাহের ক্ষেত্রে ভাটিয়ারী ও সলিমপুরে কনের বয়স কম হওয়ার কারনে মোটা অংকের টাকার বিনিময়ে বিবাহ রেজিস্ট্রি করানোর তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার এসব অভিযোগের কারণে ইন্ডিপেন্ডেন্ট টিভি চ্যানেলের তালাশ টিম সদস্যরা তার অফিসে হানা দিয়ে তার বিরুদ্ধে তালাশ টিম তালাসের ১৬৬তম পর্বে "যেমন তেমন বিয়ে" নামক প্রতিবেদন প্রচার করে।

দুর্দান্ত কাজী সাহেব প্রত্যেক সরকারের আমলে স্থানীয় প্রভাবশালী কিছু নেতাদের ম্যানেজ করে সবময় হাতে রাখার চেষ্টা করলেও কিন্তু এবার তার শেষ রক্ষা হয়নি।

22/03/2025

শুভ সকাল

জাকাতের টাকায় পাতলা শাড়ি কিংবা লুংগী নয়।প্রতি বছর অন্তত ১ জনকে সাবলম্বী করার চেষ্টা করুন।ভালো লাগলে শেয়ার করুন
20/03/2025

জাকাতের টাকায় পাতলা শাড়ি কিংবা লুংগী নয়।প্রতি বছর অন্তত ১ জনকে সাবলম্বী করার চেষ্টা করুন।ভালো লাগলে শেয়ার করুন

Address

Chattogram

Alerts

Be the first to know and let us send you an email when মাটি ও মানুষ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share