Channel Al-AFJAL

Channel Al-AFJAL ’’সত্যের সন্ধানে, প্রতিটি মুহুর্তে’’

14/07/2025

দূষণমুক্ত পরিবেশ গড়তে,
স্ব-স্ব অবস্থান থেকে সচেতন হওয়ার বিকল্প নেই।

followers

Bangladesh Bank,Chattagram.
14/07/2025

Bangladesh Bank,Chattagram.

সবচেয়ে কাছের মানুষটি, কত কাছের জানেন? রাতের বেলা দুজন মিলে লেবু চুরি করতাম, তারপর ছুরি দিয়ে কেটে কেটে, লবণ দিয়ে খেতাম...
13/07/2025

সবচেয়ে কাছের মানুষটি,
কত কাছের জানেন?
রাতের বেলা দুজন মিলে লেবু চুরি করতাম,
তারপর ছুরি দিয়ে কেটে কেটে, লবণ দিয়ে খেতাম,
তারপর যখন ঘুমোতে যেতাম,
একই বিছানায়,
প্রায় সময় বলে উঠতো,
শুধু বলতো না,
শাসনও করতো,
এই বেলাল,
পা-না ধুয়ে শুয়ে পড়েছিস?
প্রচন্ড শীত,
কিন্তু উপায় নাই,
টিউবয়েলে যেতেই হবে,
এবং পা ধুয়ে এসে তার পাশে শুইতে হবে।

বাকি গল্প অন্য দিন,
ও হ্যাঁ আরেকটু জানিয়ে রাখি,
প্রিয় বন্ধুটি অবশেষে চলেই গেল হাজার হাজার মাইল দূরে,
ভালো থাকিস বন্ধু,
তোর জন্য দোয়া ও শুভকামনা সব সময়।

12/07/2025

পরিবারের সদস্যদের মুখে দু-মুঠ ভাত তুলে দেওয়ার জন্য,
৩০ তলার ছাদ থেকে শুরু করে নিচতলা পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই ঝুলন্ত সিঁড়িতে কাজ করে যাচ্ছেন।

মহান রাব্বুল আলামিন সুস্থ ও নিরাপদ জীবন দান করুন এ সকল কর্মজীবী মানুষগুলোকে।

12/07/2025

ক্ষুদে শিক্ষার্থীর কন্ঠে অসাধারণ একটি ইসলামী সংগীত

11/07/2025

মানসিক শান্তির জন্য সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করো

11/07/2025

গন্তব্য বহুদূর,
দোয়ার আবেদন।

10/07/2025

ভারী বর্ষণে ফেনী ও নোয়াখালীর কয়েকটি উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ।

ফেনীতে আবারো ভয়াবহ বন্যার আশঙ্কা,কয়েকদিনের বৃষ্টিতে, এভাবেই তলিয়ে যাচ্ছে অসংখ্য খামার।
09/07/2025

ফেনীতে আবারো ভয়াবহ বন্যার আশঙ্কা,
কয়েকদিনের বৃষ্টিতে,
এভাবেই তলিয়ে যাচ্ছে অসংখ্য খামার।

09/07/2025

বৈরী আবহাওয়ার মধ্যেই নোয়াখালীর উদ্দেশ্য।

09/07/2025

Good Morning,
baizeed Link Road,
Chittagong.

08/07/2025

৩৬ ইঞ্চি উচ্চতার,
সাতকানিয়ার হাশেম ভাই,
চট্টগ্রাম আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায়,
এভাবেই নেচে গেয়ে আনন্দ দিয়ে যাচ্ছেন,
প্রতিদিন শত শত মানুষকে,
উনার নাচ এবং গান দেখে অনেকে ভাবছেন পাগল!

প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি,
উনি সুস্থ এবং স্বাভাবিক একজন মানুষ,
হকারে ব্যবসা করে যাচ্ছেন জীবনের দীর্ঘ সময়,
নাচ এবং গান দেখে মানুষ আনন্দ উপলব্ধি করবে,
অনুভূতি বলতে গিয়ে তিনি এমনটাই বলেছেন ।

Address

Chittagong

Telephone

+8801819023263

Website

Alerts

Be the first to know and let us send you an email when Channel Al-AFJAL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Channel Al-AFJAL:

Share