সুমাইয়া আফা

সুমাইয়া আফা .

24/12/2022
17/11/2022

আমাদের ত্বোহা বেবী ঘুরতে খুব ভালোবাসে,খোলা মাঠ পেয়ে ত্বোহা বেবী কিছুক্ষন আনন্দ উপভোগ করার ভিডিওটি আপনাদের সবার সাথে শেয়ার করলাম ।

ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আমদের ত্বোহা বেবীর
Towha's Day with MoM
পেজটি ফলো দিয়ে রাখুন যেন এমন আরো নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি।

আমি আমার সন্তানকে অভাব শেখাবো না কখনও। শৈশব মানুষের জীবনে একবারই আসে। শৈশবের অতৃপ্ত আকাঙ্ক্ষা পরিনত বয়সে সব পেয়েও মেটেনা...
02/11/2022

আমি আমার সন্তানকে অভাব শেখাবো না কখনও।
শৈশব মানুষের জীবনে একবারই আসে।
শৈশবের অতৃপ্ত আকাঙ্ক্ষা পরিনত বয়সে সব পেয়েও মেটেনা,সে কিছুতেই মেটার নয়।
হ্যা,তাকে আমি অভাব চেনাবো।
তাকে অভাব শেখাতে গিয়ে খুব কাংখিত কিছু হতে বঞ্চিত করতে চাইনা, যার আকাঙ্ক্ষা বড় হবার পর আর থাকবে না।
ছোট বেলায় খুব ইচ্ছা ছিল একটা কলমের, যাতে ৪ টা কালার আছে। আব্বু পেনটা কিনে হাতে দেবার পর যতটা আনন্দে উচ্ছ্বসিত হয়েছিলাম, তার ছিটেফোঁটা আনন্দও কি পেতাম বড় হবার পর নিজের টাকায় সেটা কিনলে?
কিছু কিছু জিনিস পাবার আকাঙ্ক্ষা শুধু শৈশবেই থাকে।বড় হবার পর সেটা পাবার আগ্রহ,পাবার পর উচ্ছ্বাস আনন্দ সবই ফিঁকে হয়ে যায়।
অভাব বড়ই খারাপ,খুবই কষ্টের।অভাব শেখাতে গিয়ে সন্তানকে সবকিছু হতে বঞ্চিত করাটা যেমন অবিচার, ঠিক তেমনি অভাবের কষ্ট না বুঝতে দেবার জন্য সন্তানকে মাটিতে হাটতে না শেখানোটাও অন্যায়।
আমার সন্তান নতুন খেলনা চায়, খেলনার দাম নিয়ে তার মাথাব্যথা নেই।তাকে ১০০০ টাকার খেলনা আড়ং থেকে না কিনে ১০০ টাকার খেলনা ফুটপাত থেকে কিনে দিলেই সে খুশি।সে জানে সে খেলনা পাবে, সাথে এটাও জানে তার মা খেলনার জন্য প্রয়োজনের বেশি দিতে ও পারবে না।
আমার সন্তান জানে তার মা তাকে জামা জুতা সবই কিনে দেবে,কিন্তু তা দামী ব্রান্ডের হবে না। হয়তো কোনো ব্রান্ডেরই হবেনা।
আমার সন্তানকে শেখাবো ১০০০০ টাকার ঘড়ি আর ২০০ টাকার ঘড়িতে সময়টা একই দেখা যায়।
সে অভাবকে চিনবে, অভাবীদের প্রতি সমব্যথী হবে। কিন্তু অভাব শেখাতে গিয়ে তার শৈশবের স্বাভাবিক চাহিদাগুলো কখনোই অপূর্ণ রাখবো না।

ইন শা আল্লাহ

08/10/2022

নামাজ কয় ওয়াক্ত ছোট ত্বোহার মুখ থেকে শুনে নিন🥰

01/10/2022


ত্বোহা দেখতে কেমন হয়েছে💞

25/09/2022

চোখ উঠা রোগ থেকে মুক্তি লাভের দু'আ ।

الهم عافني في بصري.
আল্লাহুম্মা আফিনি ফি বাছারি,,,
অর্থ,হে আল্লাহ আমার চোখে সুস্থতা দান করুন‌।

25/09/2022

Sumaiya'S KitcheN

ছোট ত্বোহা্ বাবাটা প্রতিদিন মা কে যেভাবে রান্নার কাজে হেল্প করে 🥰

যখন আপনি অনুভব করেন যে,আপনি খুব অসহায়, কেউ নেই আপনার পাশে, আপনি সব কিছু হারিয়ে ফেলেছেন। তখন নিজেকে স্বরণ করিয়ে দিন যে,আপ...
20/09/2022

যখন আপনি অনুভব করেন যে,আপনি খুব অসহায়, কেউ নেই আপনার পাশে, আপনি সব কিছু হারিয়ে ফেলেছেন। তখন নিজেকে স্বরণ করিয়ে দিন যে,আপনি একা নন,আপনি আল্লাহকে হারাননি।তিনি সব সময় আপনার পাশে আছেন। আর যার পাশে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আছেন সে কি কখনো একা হতে পারে।

আল্লাহ তা'আলা বলেন,
"ভয় পেয়ো না।আমি তোমাদের সাথেই আছি!আমি সব শুনি এবং দেখি।"
_(সূরা ত্ব'হাঃ৪৬)

'তুমি ধৈর্য্য ধর, সবর কর, অপেক্ষা কর!❝নিশ্চয়ই ধৈর্য্যের ফল অতি মিষ্টি হয় ইনশাআল্লাহ!! ❝অচিরেই তোমার প্রতিপালক তোমাকে (এম...
20/09/2022

'তুমি ধৈর্য্য ধর, সবর কর, অপেক্ষা কর!
❝নিশ্চয়ই ধৈর্য্যের ফল অতি মিষ্টি হয় ইনশাআল্লাহ!!
❝অচিরেই তোমার প্রতিপালক তোমাকে (এমন কিছু) দান করবেন, যাতে তুমি সন্তুষ্ট হবে! (সূরা দুহা:৫)

Address

Chauddagram
3350

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুমাইয়া আফা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category