13/06/2025
কুমিল্লার ১৪গ্রামে সিএনজি ডাকাতি: এক বছরেও পলাতক আসামি, ভুক্তভোগীর দাবি মিডিয়ার সহায়তা প্রয়োজন
রিপোর্ট : আজগর আলী মানিক, প্রধান সম্পাদক, সিটিজি নিউজ।
কুমিল্লার বুড়িচং উপজেলার ১৪গ্রাম বাজারে এক বছর আগে সংঘটিত এক ডাকাতির ঘটনায় এখনো মূল আসামি পলাতক রয়েছে। ওই ঘটনায় ভুক্তভোগীর ছোট ভাইকে কুপিয়ে আহত করে তিনজন ডাকাত মিলে ২১/৭ মডেলের একটি সিএনজি অটোরিকশা ছিনিয়ে নেয়। গাড়ির মালিক ও ভুক্তভোগী জানান, তিনি নিজ উদ্যোগে আসামিদের সনাক্ত করে আদালতে মামলা করেছেন এবং গত এক বছরে মামলার পেছনে প্রচুর টাকা ব্যয় করলেও এখনো পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি, গাড়িও উদ্ধার করা যায়নি।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, “আসামির নাম ইমন, পিতার নাম মন্তুমিয়া। তার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার বাকশিমুল ইউনিয়নের লোহাইমুড়ি গ্রামে। পুলিশের পক্ষ থেকে একাধিকবার তার বাড়িতে অভিযান চালানো হয়েছে, কিন্তু প্রতিবারই সে পালিয়ে যায়। প্রশাসনের এত চেষ্টার পরও একজন চিহ্নিত আসামিকে গ্রেপ্তার করা যাচ্ছে না – এটা খুবই দুঃখজনক।”
তিনি আরও বলেন, “আমি আদালতে মামলা করেছি, কিন্তু মামলার অগ্রগতি খুব ধীর। বিচারক বলেছেন, আসামির ছবি ও ভিডিও মিডিয়ায় প্রচার করলে হয়তো গ্রেপ্তার সহজ হবে। তাই আমি সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছি।”
ভুক্তভোগী দাবি করেন, তার ছোট ভাই এখনো সেরে ওঠেনি। অপরদিকে গাড়ি হারিয়ে তিনি অর্থনৈতিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। “একজন সাধারণ মানুষ হিসেবে আমি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা রেখেছি। কিন্তু যখন এক বছরেও আসামি ধরা পড়ে না, তখন হতাশা তৈরি হয়,” বলেন তিনি।
এই ঘটনায় এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা বলছেন, যদি আসামিরা এভাবে দীর্ঘদিন পলাতক থাকতে পারে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
তিনি গণমাধ্যম ও প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “দয়া করে এই খবরটি প্রচার করুন। যদি দেশের কোনো মানুষ ইমনকে চিনে থাকেন বা তার অবস্থান সম্পর্কে জানেন, তাহলে যেন প্রশাসনকে জানান। আমি ন্যায়বিচার চাই, আমি আমার গাড়ি ফেরত চাই।”
সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ রইল—অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং ভুক্তভোগী যেন তার হারানো সম্পদ ও ন্যায়বিচার ফিরে পেয়ে নিরাপদ সমাজে বেঁচে থাকার আস্থা ফিরে পান।