Fsws Chhagalnaiya Division

Fsws Chhagalnaiya Division Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fsws Chhagalnaiya Division, Digital creator, Feni, Chhagalnaiya.

আসসালামু আলাইকুম
ছাগলনাইয়া ডিভিশন সাইকেল গ্রুপ-এর পক্ষ থকে শুভেচ্ছা ও স্বাগতম।
🚴‍♂️ রাইডে অংশ নিতে ইচ্ছুক সবাইকে অনুরোধ করা হচ্ছে, ইনবক্সে মেসেজ দিয়ে জানান।

ভাইয়েরা, চাকা ঘোরাও, মন খুলে চল!
নতুন পথ, নতুন গন্তব্য – একসাথে হাঁটি সাইকেল প্রেমে!

18/10/2025

🚴‍♂️✨BIKE FRIDAY 51
“সাইকেল চালানোর নেশা যে ধরে,
সে জীবনের পথে হারিয়ে যায় না অন্ধকারে।”

তার নেশা — মুক্ত বাতাস, খোলা আকাশ, আর পথের টান।
না মদ, না অন্য নেশা,
শুধু গন্তব্যের আহ্বান। 🌿

🌟 আলহামদুলিল্লাহ! 🌟আজকে আমাদের ৫১তম Bike Friday Ride সফলভাবে সম্পন্ন হয়েছে! 🚴‍♂️✨সকল সাইক্লিং ভাইদের জানাই আন্তরিক ধন্যব...
17/10/2025

🌟 আলহামদুলিল্লাহ! 🌟
আজকে আমাদের ৫১তম Bike Friday Ride সফলভাবে সম্পন্ন হয়েছে! 🚴‍♂️✨

সকল সাইক্লিং ভাইদের জানাই আন্তরিক ধন্যবাদ —
আপনাদের নিয়মিত উপস্থিতি, উদ্যম আর একতার কারণেই
FSWS – Chhagalnaiya Division আজ এই জায়গায়। ❤️

15/10/2025
💔 বিদায় প্রিয় বাবু ভাই... 💔 Nazrul Islam ফেনী স্টান্ট ওয়ারিয়র্স, ছাগলনাইয়া ডিভিশনের শুরু থেকেতুমি আমাদের সঙ্গে ছিলে প্...
14/10/2025

💔 বিদায় প্রিয় বাবু ভাই... 💔 Nazrul Islam
ফেনী স্টান্ট ওয়ারিয়র্স, ছাগলনাইয়া ডিভিশনের শুরু থেকে
তুমি আমাদের সঙ্গে ছিলে প্রতিটি রাইডে, প্রতিটি মুহূর্তে। 🚴‍♂️🔥
তোমার হাসি, পরিশ্রম আর বন্ধুত্ব—সবসময় আমাদের টিমের অনুপ্রেরণা ছিল।

আজ তুমি যাচ্ছ প্রবাস জীবনের নতুন পথে,
দোয়া করি আল্লাহ তোমার জন্য রিজিক ও জীবনে বরকত দান করুন। 🌿
সুস্থ থেকো, ভালো থেকো ভাই।
ইনশাআল্লাহ আবার দেখা হবে, আল্লাহ ভরসা 🥹🤲

— Feni Stunt Warriors, Chhagalnaiya Division 💫

13/10/2025

🎉 ফেনী স্টান্ট ওয়ারিয়র্স ছাগলনাইয়া ডিভিশনের ৫০তম সাইকেল রাইড উদযাপন সম্পন্ন 🚴‍♂️🎂

ফেনী স্টান্ট ওয়ারিয়র্স ছাগলনাইয়া ডিভিশনের উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে ৫০তম সাইকেল রাইড।
এ উপলক্ষে শনিবার বিকেলে ছাগলনাইয়া উপজেলা বাজারের একটি রেস্টুরেন্টে কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 🎂

অনুষ্ঠানে ফেনী স্টান্ট ওয়ারিয়র্স নির্বাহী কমিটির সভাপতি জনাব আশরাফুল ইসলাম আবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও স্থানীয় স্বেচ্ছাসেবক মোঃ বাবু সহ সংগঠনের প্রায় অর্ধশতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাগলনাইয়া ডিভিশনের সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন তানভীর,
এবং সহযোগিতায় ছিলেন দপ্তর সম্পাদক রাফি বীন মোতাহের ও হিজবুল বাহার বিজয় ও অন্যান্য সদস্যবৃন্দ।

পুরো পরিবেশ ছিল একদম উৎসবমুখর ও আনন্দঘন, যা আমাদের সাইক্লিং পরিবারের ঐক্য ও ইতিবাচকতার প্রতীক হয়ে থাকবে ইনশাআল্লাহ 💚

🎉 শুভ জন্মদিন প্রিয় রাজু ভাই! 🎂 মেকানিক্স সম্পাদক, ফেনী স্টান্ট ওয়ারিয়র্স – ছাগলনাইয়া শাখাফেনী স্টান্ট ওয়ারিয়র্স ছ...
12/10/2025

🎉 শুভ জন্মদিন প্রিয় রাজু ভাই! 🎂
মেকানিক্স সম্পাদক, ফেনী স্টান্ট ওয়ারিয়র্স – ছাগলনাইয়া শাখা

ফেনী স্টান্ট ওয়ারিয়র্স ছাগলনাইয়া পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা ❤️
আপনার জীবনের প্রতিটি মুহূর্ত হোক সাফল্য, সুস্থতা ও আনন্দে ভরপুর ইনশাআল্লাহ 🌿

আপনার হাসিমুখ, নেতৃত্ব আর কাজের প্রতি ভালোবাসা আমাদের টিমের এক অমূল্য অনুপ্রেরণা 💪

12/10/2025
🎉 শুভ জন্মদিন প্রিয় ইসমাইল ভাই HM Ismail Hosan ! 🎂ফেনী স্টান্ট ওয়ারিয়র্স, ছাগলনাইয়া শাখার রাইড বিষয়ক সম্পাদকইসমাইল ভ...
11/10/2025

🎉 শুভ জন্মদিন প্রিয় ইসমাইল ভাই HM Ismail Hosan ! 🎂

ফেনী স্টান্ট ওয়ারিয়র্স, ছাগলনাইয়া শাখার রাইড বিষয়ক সম্পাদক
ইসমাইল ভাইকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা ❤️

আপনার আগামীর প্রতিটি দিন হোক সাফল্য, সুস্থতা ও আনন্দে ভরপুর ইনশাআল্লাহ 🌿

– ফেনী স্টান্ট ওয়ারিয়র্স, ছাগলনাইয়া ডিভিশন পরিবার

🎉 ফেনী স্টান্ট ওয়ারিয়র্স ছাগলনাইয়া ডিভিশনের ৫০তম সাইকেল রাইড উদযাপন সম্পন্ন 🚴‍♂️🎂ফেনী স্টান্ট ওয়ারিয়র্স ছাগলনাইয়া ডি...
11/10/2025

🎉 ফেনী স্টান্ট ওয়ারিয়র্স ছাগলনাইয়া ডিভিশনের ৫০তম সাইকেল রাইড উদযাপন সম্পন্ন 🚴‍♂️🎂

ফেনী স্টান্ট ওয়ারিয়র্স ছাগলনাইয়া ডিভিশনের উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে ৫০তম সাইকেল রাইড।
এ উপলক্ষে শনিবার বিকেলে ছাগলনাইয়া উপজেলা বাজারের একটি রেস্টুরেন্টে কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 🎂

অনুষ্ঠানে ফেনী স্টান্ট ওয়ারিয়র্স নির্বাহী কমিটির সভাপতি জনাব আশরাফুল ইসলাম আবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও স্থানীয় স্বেচ্ছাসেবক মোঃ বাবু সহ সংগঠনের প্রায় অর্ধশতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাগলনাইয়া ডিভিশনের সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন তানভীর,
এবং সহযোগিতায় ছিলেন দপ্তর সম্পাদক রাফি বীন মোতাহের ও অন্যান্য সদস্যবৃন্দ।

পুরো পরিবেশ ছিল একদম উৎসবমুখর ও আনন্দঘন, যা আমাদের সাইক্লিং পরিবারের ঐক্য ও ইতিবাচকতার প্রতীক হয়ে থাকবে ইনশাআল্লাহ 💚

– FSWS Chhagalnaiya Division

Address

Feni
Chhagalnaiya

Alerts

Be the first to know and let us send you an email when Fsws Chhagalnaiya Division posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share