Fsws Chhagalnaiya Division

Fsws Chhagalnaiya Division Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fsws Chhagalnaiya Division, Digital creator, Chhagalnaiya.

আসসালামু আলাইকুম
ছাগলনাইয়া ডিভিশন সাইকেল গ্রুপ-এর পক্ষ থকে শুভেচ্ছা ও স্বাগতম।
🚴‍♂️ রাইডে অংশ নিতে ইচ্ছুক সবাইকে অনুরোধ করা হচ্ছে, ইনবক্সে মেসেজ দিয়ে জানান।

ভাইয়েরা, চাকা ঘোরাও, মন খুলে চল!
নতুন পথ, নতুন গন্তব্য – একসাথে হাঁটি সাইকেল প্রেমে!

Happy Birthday to Our gurdian, Honorable Adviser Main uddin sir.Adviser, Feni stunt warriors Director, Star line group W...
27/07/2025

Happy Birthday to
Our gurdian, Honorable Adviser

Main uddin sir.
Adviser, Feni stunt warriors
Director, Star line group

Wishing you a fantastic day filled with joy, laughter, and wonderful memories.

আসসালামু আলাইকুম,আজকে FSWS Chhagalnaiya Division-এর আয়োজনে অনুষ্ঠিত হলো আমাদের সাপ্তাহিক Friday Ride: ছাগলনাইয়া টু পশ্চি...
25/07/2025

আসসালামু আলাইকুম,

আজকে FSWS Chhagalnaiya Division-এর আয়োজনে অনুষ্ঠিত হলো আমাদের সাপ্তাহিক Friday Ride: ছাগলনাইয়া টু পশ্চিম ছাগলনাইয়া।

রাইডে যারা অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আপনাদের উপস্থিতিতেই আমাদের রাইড হয়েছে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।

যারা ভবিষ্যতে আমাদের রাইডে যোগ দিতে চান, তারা পেইজে ইনবক্সে নক দিতে পারেন।

আমরা অপেক্ষায় আছি আপনাদের সঙ্গে নতুন রাইডে দেখা হওয়ার!

ধন্যবাদ।


মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আজ দুপুরে আকস্মিকভাবে বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকগ্রস্ত।আ...
21/07/2025

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আজ দুপুরে আকস্মিকভাবে বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকগ্রস্ত।

আমরা বিদেহী আত্মাদের রুহের মাগফিরাৎ কামনা করছি এবং আহতদের দ্রুততম সময়ের মধ্যে সুস্থ জীবনে ফেরার জন্য প্রার্থনা করছি।

আমার Fsws Chhagalnaiya Division এর পক্ষ থেকে শোকগ্রস্ত

Prayers for Uttara Milestone College.🙏To our beloved people of Dhaka and across the nation.We humbly urge you to stand w...
21/07/2025

Prayers for Uttara Milestone College.🙏

To our beloved people of Dhaka and across the nation.
We humbly urge you to stand with the injured students of Milestone College in this time of need.

Your support, whether through blood donation, medical assistance, care, or any form of help, can save lives.

🚨 Urgent Call to Blood Donors in Dhaka:
Please stay active and close to the hospitals. A critical amount of blood will be needed.
Every drop counts. Every effort.
Let’s unite in humanity. Let’s stand beside Milestone.🤲

আমাদের স্বপ্ন এবং লক্ষ্য – মাদক ও কিশোর গ্যাংমুক্ত ফেনী গড়া।সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে ফেনীর অন্যতম সামাজিক ও...
19/07/2025

আমাদের স্বপ্ন এবং লক্ষ্য –
মাদক ও কিশোর গ্যাংমুক্ত ফেনী গড়া।
সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে ফেনীর অন্যতম সামাজিক ও সাইক্লিং সংগঠন ফেনী স্টান্ট ওয়ারিয়র্স।
আমরা বিশ্বাস করি, তরুণরাই জাতির ভবিষ্যৎ।
তাদের সঠিক পথে পরিচালিত করতে হলে দরকার পজিটিভ চিন্তা, সুস্থ বিনোদন এবং সমাজকল্যাণমূলক কাজ।তাই আমাদের এই পথচলায় যারা পাশে আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।

বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা – #দৈনিক_ইত্তেফাক
মাল্টিমিডিয়া ও প্রতিবেদক কে, আমাদের কার্যক্রমকে সম্মানিত করে তুলে ধরার জন্য। এই স্বীকৃতি আমাদের আগামী দিনগুলোতে আরও বেশি দায়িত্ববান করে তুলবে ইনশাআল্লাহ।

ফেনীর মধ্যে যেকোনো প্রয়োজনে আমাদের ইনবক্স করতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন আমরা টিম FSWS Quick Response Team Feni Stun...
08/07/2025

ফেনীর মধ্যে যেকোনো প্রয়োজনে আমাদের ইনবক্স করতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন আমরা টিম FSWS Quick Response Team Feni Stunt Warriors আপনাদের পাশের থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

প্রয়োজনে:
+8801838669298 ( রাশেদ)
+8801884426297 ( জয়)
+8801895296941 ( মারশেদ)
+8801854319501 ( আব্দুর রহমান)
+8801834893307 ( আবির)

শুভ জন্মদিন প্রিয়আজমির ভাই সভাপতিফেনী স্টান্ট ওয়ারিয়র্স,ছাগলনাইয়া শাখা। ফেনী স্টান্ট ওয়ারিয়র্স,ছাগলনাইয়া শাখা পরিবারের প...
01/07/2025

শুভ জন্মদিন প্রিয়
আজমির ভাই
সভাপতি
ফেনী স্টান্ট ওয়ারিয়র্স,ছাগলনাইয়া শাখা।

ফেনী স্টান্ট ওয়ারিয়র্স,ছাগলনাইয়া শাখা পরিবারের পক্ষ থেকে জানাই "শুভ জন্মদিনের" অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
দোয়া করি আপনার আগামীর দিন সুন্দর ও সাফল্যময় হোক।❤️🥰

ফেনী স্টান্ট ওয়ারিয়র্সের উদ্যোগে শতাধিক পথশিশু ও ভাষমান অসহায় মানুষের মাঝে খাবার বিতরণফেনীর সামাজিক ও সাইক্লিং সংগঠন ফেন...
28/06/2025

ফেনী স্টান্ট ওয়ারিয়র্সের উদ্যোগে শতাধিক পথশিশু ও ভাষমান অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

ফেনীর সামাজিক ও সাইক্লিং সংগঠন ফেনী স্টান্ট ওয়ারিয়র্স এর উদ্যোগে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করে নিতে শতাধিক অসহায় ও পথশিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।
আজ ফেনী রেলস্টেশন এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে ভাষমান মানুষ ও পথশিশুদের মাঝে কোরবানির মাংস সংরক্ষণ করে নিজস্ব অর্থায়নে খাবার বিতরণ করা হয়।
এই উদ্যোগে প্রায় শতাধিক মানুষকে খাবার পরিবেশন করা হয়।
সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম আবির এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদ ইকবাল এর সার্বিক তত্ত্বাবধানে কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি তামিম শাফকাত, দপ্তর সম্পাদক মারশেদ ইবনে মিজান, প্রচার সম্পাদক আফরান হোসেন মাহির, সদস্য মো:ওমর খান এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম আবির বলেন,
"আমরা শুধু সাইক্লিং নিয়েই সীমাবদ্ধ নই। আমরা একটি মাদকমুক্ত ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছি। ইতিমধ্যে আমাদের উপদেষ্টা মন্ডলীর পরামর্শে আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিচ্ছি। ভবিষ্যতেও যদি সহযোগিতা পাই, তাহলে এমন মানবিক কার্যক্রম আরও চলমান থাকবে।"

ফেনী স্টান্ট ওয়ারিয়র্সের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।

FSWS CHHAGALNAIYA Division-এর উদ্যোগে আজকের রাইডটি বিকাল ৩:০০টায় উপজেলা গেইট থেকে শুরু হয়। সদস্যরা যথাসময়ে উপস্থিত হয়ে এ...
27/06/2025

FSWS CHHAGALNAIYA Division-এর উদ্যোগে আজকের রাইডটি বিকাল ৩:০০টায় উপজেলা গেইট থেকে শুরু হয়। সদস্যরা যথাসময়ে উপস্থিত হয়ে একসাথে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন। রাইডটি ছিল ঐতিহাসিক এবং ভ্রমণপিপাসুদের জন্য অত্যন্ত অর্থবহ।

চাঁদগাজী ভূঁইয়া মসজিদ ঐতিহাসিক ৪০০ বছর পুরাতন মসজিদ পরিদর্শনের মাধ্যমে আমরা একটি মূল্যবান অভিজ্ঞতা অর্জন করি।

🍵 বিরতি ও আপ্যায়ন:
ফেরার পথে আমরা একসাথে দই, ছিরা ও চা উপভোগ করি — যা রাইডের ক্লান্তি দূর করে আমাদের মন প্রফুল্ল করে তোলে।

🏡 ফেরার সময়:
সন্ধ্যা ৫:৫০ মিনিটে সকলে নিরাপদে ছাগলনাইয়ায় ফিরে আসি।
🤝 বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা:
FSWS-এর পক্ষ থেকে সকল অংশগ্রহণকারী সদস্যদের জানাই আন্তরিক ধন্যবাদ ও শ্রদ্ধা। আপনাদের উপস্থিতিই রাইডটিকে সার্থক করে তুলেছে।

🔔 সামনে আরও রাইড ও আয়োজন নিয়ে ফিরছি ইনশাআল্লাহ। সকলে প্রস্তুত থাকুন এবং আমাদের সাথেই থাকুন!

🔖 #টেয়াম্ফশ্বশ

Address

Chhagalnaiya

Alerts

Be the first to know and let us send you an email when Fsws Chhagalnaiya Division posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share