শুভপুর Shuvopur

শুভপুর   Shuvopur ফেনীজেলা ও শুভপুর ইউনিয়নের বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ তুলে ধরা আমাদের মূল উদ্দেশ্য।

দৈনিক ফেনীর সময় সম্পাদক জনাব শাহাদাত হোসেনের বড় ছেলের আ- ত্ম- হ- ত্যা। একটা চিঠিতে নিজের কলেজ সিলেকশনে ভুল করেছে ও বাবার...
26/05/2025

দৈনিক ফেনীর সময় সম্পাদক জনাব শাহাদাত হোসেনের বড় ছেলের আ- ত্ম- হ- ত্যা।

একটা চিঠিতে নিজের কলেজ সিলেকশনে ভুল করেছে ও বাবার প্রতি চাপ পড়ছে এমনটা উল্লেখ করে সে। চিঠিতে পিতার প্রতি ভালোবাসা ও তার প্রতি পিতার অসুস্থ সময়ের আকুতির স্মৃতি তুলে ধরে নিজ কলেজ ঢাকা বয়েজ কলেজের হোস্টেলে সে আ- ত্ম- হ- ত্যা করে বলে জানা যায়।

বাবার চাপ কমাতে গিয়ে বাবার কাঁধে দুনিয়ার সবচে ভারী বস্তু( সন্তানের লা- শ) তুলে দিলি খোকা?

লিখে যাওয়া চিরকুট নিচে দেয়া হল

প্রিয় আম্মু আব্বু
রবিবার ১১টা১১

‎সরি, পারলে আমারে কে মাফ করে দিও।

‎এতো চাপ আর নিতে পারছি না। কলেজ সিলেকশনের সময় হয়তো মিনেই ছিল না আমার বাবার জন্য খুব চাপ হয়ে যাবে। সরি বাবা, গত বছর এইদিনে বাবার হার্ট অ্যাটাক এর পর ঠিক এই সময়টাতেই জ্ঞান ফেরার পর আমাকে খুঁজেছিলেন। আমি তথনও সিসিইউ এর আসনে দাড়িয়ে। ছুটে যাই বাবার কাছে। আমাকে ইউশা বলে ডাকতেই বুকের ভেতর ধক করে উঠেছিল। কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে বলেছিলেন কিছুই হবে না আব্বু ঠিক আছি । টেনশন করিস না।

‎আম্মু, এখন আর আমার জন্য টাকা পাঠাতে হবে না। ভালো থাকো তোমরা আল্লাহ হাফেজ।

‎ইউশা

উনি মনে হয় ৯নং শুভপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড সোনাপুরে বাসিন্দা। বাংলাবাজার মীর বাড়ি সংলগ্ন ছাগলনাইয়া টু ফেনী মেইন সড়কে ভয়াবহ ...
24/05/2025

উনি মনে হয় ৯নং শুভপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড সোনাপুরে বাসিন্দা।
বাংলাবাজার মীর বাড়ি সংলগ্ন ছাগলনাইয়া টু ফেনী মেইন সড়কে ভয়াবহ সিএনজি এক্সিডেন্টে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন অপরিচিত বাবার বয়সী এই ব্যাক্তিটি,,, অতি জরুরী অবস্থায় বর্তমানে ওনাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে,,,,
যদি কেও মুরুব্বি কে চিনে থাকেন অতি দ্রুত যোগাযোগ করুন ।
মুরাদ :০১৯৭২৭৪২২৪৫।

23/05/2025

ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দারোগার হাট রাস্তার মাথায় একজন ডিফেন্স এর পরিচয় ধারী শুভপুর মোড়ের উত্তরে বারইয়ার পুলের দক্ষিণে হারুন নামের এক ব্যক্তির হুন্ডা চিনতাই টাকা মানিব্যাগ লুট ও চুরি দিয়ে হোন্ডার মালিক কে আঘাত করা হয় দুস্কৃতকারীরা দুই জন ছিল একজন কে আটকাতে সক্ষম হয় তার নাম মোহাম্মদ আলী বাড়ি দাঁগনভূঁইয়া বলে জানায়। ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থলেই উপস্থিত হয়েছেন।

ভিডিও সংগ্রহীত Nurul Amin

23/05/2025
22/05/2025

ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, কয়েকজন যুবক সালমানকে মা/র/ধ/র করে ভ্যানগাড়ি চু/রির দায় স্বীকার করতে বাধ্য করছে। এসময় সালমান চু/রি করেনি দাবি করে তাকে মা/র/ধ/র না করতে বারবার অনুরোধ করতে থাকে

ছাগলনাইয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চম্পকনগর গ্রামের দিদার ও ইমাম এর পরিবারকে শুকনা খাবার সামগ...
22/05/2025

ছাগলনাইয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চম্পকনগর গ্রামের দিদার ও ইমাম এর পরিবারকে শুকনা খাবার সামগ্রী প্রদান করা হয়। ধন্যবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশনার কে

22/05/2025

শুভপুর ইউনিয়নের ০৬নং ওয়ার্ড চম্পকনগর গ্রামে আজ বেলা ১১টায় ইন্জিনিয়ার পুরাতন বাড়ি দিদার হোসেন ও ইমাম টেইলর এর ঘরে আগুন লেগে বসতঘর, প্রয়োজনীয় কাগজপত্র, স্বর্ণ ও নগদ ০৫লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী ও ফায়ারসার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

২২/০৫/২৫ইং

21/05/2025

নৃশংসভাবে সালমানকে হত্যা করায় জড়িত আসামিদের গ্রেফতার করা ও তার হত্যার বিচারের দাবিতে আগামীকাল সকাল ১০ টা মানববন্ধন ডেকেছেন শুভপুরের এলাকায়বাসী।

21/05/2025

ছাগলনাইয়ার জয়চাঁদপুরে সালমান (১৭) নামের এক কিশোরকে হাত,পা ও মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে হত্যার অভিযোগ পরিবারের।

21/05/2025

ছাগলনাইয়া উপজেলার শুভপুরের জয়চাঁদপুর গ্রামের শালমান নামের এক কিশোরের লাশ ফেনীর ফাজিলপুর রেললাইন থেকে উদ্ধার।

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক শুভপুর ব্রীজ। ছবি: মাঈনুল হাসান সাদী
20/05/2025

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক শুভপুর ব্রীজ।

ছবি: মাঈনুল হাসান সাদী

Address

Shuvopur
Chhagalnaiya

Alerts

Be the first to know and let us send you an email when শুভপুর Shuvopur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category