Chhatak To Sunamganj

Chhatak To Sunamganj Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chhatak To Sunamganj, Video Creator, Dharan Bazar, Chhatak.
(2)

25/06/2025

ছাতকের বিয়ের গীত জনপ্রিয় শিল্পী রেহেনা



24/06/2025

ছাতকের জনপ্রিয় কন্ঠশিল্পী /পা/গ/ল হাসানের বাড়িতে স্মৃতিময় কিছুটা সময়

হারানো বিজ্ঞপ্তি! আজ রাত ৮.৩০ সিলেট বন্দর বাজার কালেক্টরেট জামে মসজিদ পাশে (CNG স্টেশন) দিয়ে গোবিন্দগঞ্জ আসার পথে একটি স...
22/06/2025

হারানো বিজ্ঞপ্তি!
আজ রাত ৮.৩০ সিলেট বন্দর বাজার কালেক্টরেট জামে মসজিদ পাশে (CNG স্টেশন) দিয়ে গোবিন্দগঞ্জ আসার পথে একটি স্কুল ব্যাগ (কালো কালার) গাড়িতে থেকে যায়।পরে আর গাড়িটিকে পাওয়া যায় না।ব্যাগের মধ্যে একটি (Tab) মোবাইল সিম ছারা ও কিছু গুরুত্বপূর্ণ বই,কাগজ, একটা ফটোফ্রেম রয়েছে।যদি (ড্রাইভার) ভাইয়ের নজরে পরে আর জিনিসগুলো পেলে থাকেন অনেক উপকৃত হবে আমার ভাতিজা রাজু তালুকদার। 01719192289 - 01707-358100
এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ।
সম্ভবত গাড়িটি বন্দর থেকে গোবিন্দগঞ্জ ও ছাতক যায় এই ভাবে মানুষ জনকে তুলা হয়েছে।

‎তালামীযে ইসলামিয়া ছাত্রসমাজকে আল্লাহ ও তাঁর রাসূল (সা.) এর সন্তুষ্টি অর্জনে কাজ করতে উদ্বুদ্ধ করে‎-----মনজুরুল করিম মহস...
22/06/2025

‎তালামীযে ইসলামিয়া ছাত্রসমাজকে আল্লাহ ও তাঁর রাসূল (সা.) এর সন্তুষ্টি অর্জনে কাজ করতে উদ্বুদ্ধ করে
‎-----মনজুরুল করিম মহসিন

‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন বলেন, মানুষকে আল্লাহ খলিফা বা প্রতিনিধিরূপে প্রেরণ করেছেন। সেজন্য আল্লাহর দ্বীনকে এ যমিনে প্রতিষ্ঠা করতে মানুষের জন্য দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এ দায়িত্ব পালনের নিমিত্তে সর্বপ্রথম করণীয় হলো নিজেকে সংশোধন করা। দাওয়াতি ক্ষেত্রে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যিনি দাওয়াত দিবেন তাকে অবশ্যই মুখলিস ও পরিশুদ্ধ হতে হবে এবং আল্লাহ ও তাঁর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। এ গুণাবলি ও নেক উদ্দেশ্য নিয়ে এগোতে পারলে যেকোনো বাধা-বিপত্তি মোকাবেলা করে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করা সম্ভব। আর দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে তালামীযে ইসলামিয়া একটি অনন্য সুযোগ। তালামীযে ইসলামিয়া ছাত্রসমাজকে আল্লাহ ও তাঁর রাসূল (সা.) এর সন্তুষ্টি অর্জনে কাজ করতে উদ্বুদ্ধ করে। কারণ আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) সন্তুষ্টি অর্জনই জীবনের সবচেয়ে বড় সফলতা। আমাদের উচিত এ সুযোগ কাজে লাগিয়ে দ্বীনি কাজে মনোনিবেশ করা।

‎২১ জুন ২০২৫, শনিবার, বিকাল ৩ ঘটিকায় ছাতক জালালিয়া কামিল (এম. এ) মাদ্রাসার হলরুমে তালামীযে ইসলামিয়া ছাতক (উত্তর) উপজেলা আয়োজিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎ছাতক (উত্তর) উপজেলা সভাপতি মুহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গফফার আল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম তালুকদার, সংগঠনের সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ছাতক উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী আব্দুস সামাদ, মতিনিয়া শহিদিয়া হুফফাজুল কুরআন পরিষদের সভাপতি হাফিজ আব্দুল গফফার আল হাসান, ছাতক (উত্তর) উপজেলা আল ইসলাহ'র আহবায়ক মাওলানা আব্দুস সালাম, সংগঠনের সুনামগঞ্জ জেলা সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহজাহান, এইচ এম আব্দুল বাছিত, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সদস্য মাওলানা নজমুল হক নসিবী, সংগঠনের সুনামগঞ্জ জেলা সদস্য জাবেদ আহমদ সাদী, দোয়ারাবাজার (পূর্ব) উপজেলা সভাপতি লালন আহমদ রাজু, ছাতক জালালিয়া কামিল (এম.এ) মাদরাসা সভাপতি মঈনুল ইসলাম, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা সভাপতি মুহাম্মদ আবু বকর, দোয়ারাবাজার (পূর্ব) উপজেলা সাধারণ সম্পাদক সাইদুল হাসান শাহান, ছাতক (উত্তর) উপজেলার সাবেক সদস্য মুহাম্মদ জাফর আহমদ।

‎অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- ছাতক (উত্তর) উপজেলা সহ-সভাপতি আব্দুল আহাদ, বাহার উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হুসাইন, সাংগঠনিক সম্পাদক সেবুল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক তাইদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ রিহাদ, অফিস সম্পাদক আবুল হাসান, সহ-অফিস সম্পাদক ছাব্বির আহমদ, প্রশিক্ষণ সম্পাদক রইছ উদ্দিন তালুকদার, সহ-প্রশিক্ষণ সম্পাদক নসিবুর রহমান, চরমহল্লা ইউনিয়ন সভাপতি মুহাম্মদ খালেদ আহমদ, ইসলামপুর ইউনিয়ন সভাপতি জুনাইদ আহমদ, নোয়ারাই পশ্চিম ইউনিয়ন সভাপতি দেলোয়ার হোসেন, উত্তর খুরমা ইউনিয়ন সভাপতি রায়হান মাহদি, ছাতক সদর ইউনিয়ন সভাপতি মইনুল ইসলাম প্রমুখ।

22/06/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি'এন'পি'র
সিংচাপইড় ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল
কর্মী সভা। ছাতক সুনামগঞ্জ

21/06/2025

শিক্ষক ও সহপাঠীদের উপলক্ষে পূর্ণমিলনী

এসএসসি ব্যাচ ২০১২ গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়

20/06/2025

মানবিক সাহায্যের আবেদন প্লিজ সবাই /শে/য়ার করেন
মানুষ মানুষের জন্য। সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার
অলংকারী ইউনিয়নের পনাউল্লাহ বাজারের বড় খুরমা গ্রামের
বাসিন্দা মৃত মন্তাজ আলীর ছেলে ইমন আহমদ (২০)
নামের একটি ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। ছেলেটি পরিবারের একমাত্র উপার্জনকারি ব্যক্তি।
আর্থিক অসচ্ছলতার কারণে আত্মীয় স্বজন ও
এলাকাবাসীর সহায়তায় কিছু টাকা নিয়ে তার চিকিৎসা শুরু হয়। প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অফ বার্ন এন্ড প্লাস্টিক সার্জারির ৭০১ নং ওয়ার্ডে
২২ নং বেডে চিকিৎসাধীন। সেখানে চিকিৎসকরা অনেক চেষ্টা করেও তার দুইটি হাত রক্ষা করতে পারেননি। কেটে ফেলা হয়েছে তার দুই হাত। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। সবাই নিজ নিজ অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিন।আপনাদের একটু সহযোগিতায় বেঁচে যেতে পারে এই ছেলেটির জীবন।
সাহায্যের জন্য তার পরিবারের ব্যাংক একাউন্ট :
সোনালী ব্যাংক, কামাল বাজার শাখা, দক্ষিণ সুরমা, সিলেট। 5618401004571, বিকাশ-01637765722 পার্সোনাল।

19/06/2025

সিলেটি গান না দেখলে মিস করবেন




18/06/2025

বেরিবাদের /মি/থ্যা /অভি/যো/গের /প্র/তি/বাদ
ছাতকে স্বাক্ষর জাল করে প্রকল্পের টাকা উত্তোলন প্রসঙ্গে পাল্টাপাল্টি অভিযোগ।

ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের ১৭ নং পিআইসির টাকা উত্তোলন প্রসঙ্গে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১৫ জুন রবিবার একি পিআইসির ৪নং কলামের সদস্য শোয়েব আহমদ লিখিত একটি অভিযোগে উল্লেখ করেছেন ২০২৪- ২০২৫ অর্থ বছরের পিআইসি নং ১৭ এর কমিটিতে তার নাম ব্যবহার ও সাক্ষর জাল করে প্রকল্পের ১৫ লক্ষ ৭৫ হাজার ১শত ৯২ টাকা, ৮২ পয়সা উত্তোলন করা হয়।ছাতক উপজেলার চাউলির হাওরের বিনন্দপুর কোনাপাড়া, বড়বিল, কি.মি, ০.০০০ হতে কি.মি,০.০২৮, কি.মি,০.০০০ হতে কি.মি,০.২৪০,কি.মি,০.০০০ হতে কি.মি,০৩৩৪ কি.মি,০.০০ হতে কি.মি,০.৩৫, কি. মি,০.০০ হতে কি.মি,০.১০০ কি.মি,০.০০০ হতে কি.মি,০.১৪,কি.মি,০.০০০ হতে কি.মি,০২২০, মোট ৯৭১ মিটার ডুবন্ত বাঁধের ভাঙ্গা বন্ধকরণে ও মেরামত কাজ, বরাদ্দের পরিমান (১৫,৭৫,১৯২,৮২) পনেরো লক্ষ পঁচাত্তর হাজার একশত বিরানব্বই দশমিক আট দুই টাকা মাত্র, মাটির পরিমান ৩৬০৪.৭৫ ঘনমিটার এর সদস্যের তালিকায় ৪ নং ক্রমিকে তার নাম ও স্বাক্ষর জাল করে প্রকল্পের টাকা উত্তোলন করা হয়েছে তিনি প্রকল্পের বিষয়ে কোনো কিছু জানেন না । অপরদিকে গত ১৭ জুন মঙ্গলবার একি পিআইসির সভাপতি কয়েছ আহমদ পীর তার বিরুদ্ধে আনিত অভিযোগের জবাব ও মিথ্যা বানোয়াট অভিযোগ দায়ের কারী ১৭ নং পিআইসির ৪নং সদস্য শোয়েব আহমদ তাদের বিভিন্ন কুপরামর্শ আমলে না দেয়াতে সম্পুর্ন উদ্দেশ্যে প্রনোদিত ভাবে তার উপর স্বাক্ষর জাল করে প্রকল্পের টাকা উত্তোলন বিষয়ে মিথ্যা অভিযোগ দায়ের করেছে বলে
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অপর একটি অভিযোগ দিয়েছেন। ১৮ জুন বুধবার সরজমিনে ১৭ নং পিআইসি ঘুরে দেখতে গেলে এলাকার একাধিক কৃষক জানান এবারে হাওরের ধান বন্যায় কোনো ক্ষতি হয় নি সময় মতো কাজটি সম্পুর্ন করার জন্য। এবং এলাকার উপকারভোগীদের কাছ থেকে কাজ হয় নি এমন কোনো অভিযোগ পাওয়া যায় নি। প্রকল্পের সভাপতি কয়েছ আহমদ বলেন সাক্ষর জাল করা হয়েছে অভিযোগ কারী আমার ১৭ নং পিআইসির ৪ নং কলামের সদস্য অভিযোগে উল্লেখ করেছেন প্রকল্পের কোনো কাজ হয়নি অথচ গত ১৫ জানুয়ারি ২০২৫ ইউএনও মহোদয়,সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিগণের উপস্থিতিতে প্রকল্পের কাজ শুরু করা হয়।
কাজ চলমান কালীন সময়ে জেলা উপজেলার উচ্চপদস্থ বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তাগণ বার বার পরিদর্শন করেছেন কৃষকের কল্যাণে দ্রুত সময়ে ২৮ ফেব্রুয়ারী ২০২৫ প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়,সরকারি সার্ভেয়ার ও মাপযোগ করেন, কাজের যাবতীয় তথ্যাদি ও আমার কাছে রক্ষিত আছে। তিনি আরো বলেন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে প্রায় ৬ মাস হয়েছে এলাকার কোনো উপকারভোগী কৃষক তো অনিয়মের কোনো অভিযোগ করেন নি কমিটির সদস্য হয়ে কমিটির সদস্য হয়ে মিথ্যা অভিযোগ দুঃখজনক।

17/06/2025

লুৎফা বেগম কঠিন/ রো/গে/ আ/ক্রা/ন্ত
একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন
থানা দোয়ারা বাজার ইউনিয়ন দোয়ারা সদর ৪ নং ওয়ার্ড পশ্চিম নৈনগাঁও নাম লুৎফা বেগম বয়স ৪
পিতা রাজুল ইসলাম সিএনজি চালক
অসহায় হতদরিদ্র বিদায় বাচ্চা টার চিকিৎসা করতে পারছেনা সিলেট বিভাক ডাক্তার দেখানো হয়েছে
ডাক্তারি ভাষায় এটারে এলাসিমিয়া বলা হয়
নাম্বার 01742234825

16/06/2025

উঠান বৈঠকে শত শত মানুষের ঢল
ভুঁই গাঁও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের গুরুত্বপূর্ণ উঠান বৈঠকে উপস্থিত ছয় পাড়ার সম্মানিত মুরুব্বিগণ, যুবক ও ছাত্র ।
এই বৈঠকে এই সমাজ কল্যাণ পরিষদের মূল উদ্দেশ্য হলো সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সেই ধারাবাহিকতায় আমাদের ভুঁই গাঁও সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সদস্য লন্ডন প্রবাসী
জনাব তারেক আহমেদ বুকার ভাঙ্গা থেকে ভুঁই গাও পয়েন্ট পর্যন্ত সরকারের কাছ থেকে লিজ এনেছিলেন।কিন্তু কিছু /কুচ/ক্রী/ মহল এটাকে বানচালের
ষ/ড়/যন্ত্র করছে, এটার বি/রু/দ্ধে/ পিটিশন দাখিল করছে। আজকে আমরা সবাই মিলে এই মিথ্যা
পিটিশন এর/ বি/রু/দ্ধে/প্রতিবাদ ।
আর সবশেষে ভুঁই গাও সমাজ কল্যাণ পরিষদের উন্নয়নে এলাকার উন্নয়নে গরীব দুঃখী অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্যে এই পরিষদ
সব সময় পাশে থাকবে ।

মুনিরগাঁতি ঘোড়াদেও গ্রামের চান মিয় নি'খোঁ'জ!সন্ধান পেতে শেয়ার দিয়ে সহযোগিতা করার অনুরোধ। ছাতক প্রতিনিধি ছাতক উপজেলার মুন...
16/06/2025

মুনিরগাঁতি ঘোড়াদেও গ্রামের চান মিয় নি'খোঁ'জ!
সন্ধান পেতে শেয়ার দিয়ে সহযোগিতা করার অনুরোধ।

ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলার মুনিরগাঁতি ঘোড়াদেও গ্রামের বাসিন্দা চান মিয়া ১৫ জুন রবিবার সকাল বাড়ি থেকে গোবিন্দগঞ্জ আসেন,পরিবারের সদস্যরা জানান তখন থেকে তিনি আর বাড়ি ফিরেন নি, বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় নি'খোঁ'জ রয়েছেন। সম্ভাব সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাওয়া যায় নি।যদি কোনো সহৃদয় ব্যক্তি উনার সন্ধান পেয়ে থাকেন, তাহলে দয়া করে নিচের নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করার অনুরোধ
শামীম আলম নোমান:📞 01712737126
ছেলে আবুবকর - 01744-263470

Address

Dharan Bazar
Chhatak
3085

Telephone

+8801729807421

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chhatak To Sunamganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chhatak To Sunamganj:

Share

Category