
08/10/2023
আপনি কি বিমানে কোথায়ও যাবেন?
- যে কোন আন্তর্জাতিক গন্তব্যে যেতে ফ্লাইটের নির্ধারিত সময়ের ৩ ঘন্টা আগে বিমানবন্দরে প্রবেশ করুন।
- ফ্লাইট ছাড়ার ১ ঘন্টা আগে এয়ারলাইনের চেক ইন কাউন্টার বন্ধ হয়ে যায়। তাই টিকিটে ফ্লাইটের নির্ধারিত সময়ের ১ ঘন্টা আগে চেক ইন কাউন্টারে না গেলে, আপনি চেক ইন করতে পারবেন না, ফ্লাইট মিস করবেন।
- বিমানবন্দরে এয়ারলাইনের কাউন্টার নির্ধারিত নয়। শুধু মাত্র ফ্লাইটের আগে কাউন্টার চালু হয় । তাই আপনার টিকিটে বিমানের নাম ও ফ্লাইট নাম্বার লেখা দেখে কোন কাউন্টারে চেক ইন হবে, তা বিমানবন্দরের নির্দেশনার মনিটরে দেখানো হয়। সেই মনিটরে ফ্লাইট নাম্বারসহ চেক ইন কাউন্টারের নাম্বার উল্লেখ করা থাকে। তাই বিমানবন্দরে প্রবেশ করে নির্দেশনা মনিটর লক্ষ্য রাখুন।
- চেক ইন কাউন্টারে গিয়ে লাগেজ জমা দিয়ে চেক ইন সম্পন্ন করে বোর্ডিং কার্ড সংগ্রহ করুন। আপনার লাগেজ ট্যাগ বুঝে নিন। নিজের পাসপোর্ট ফেরত নিন।
- চেক ইন করার পর ইমিগ্রেশন সম্পন্ন করুন।
- ইমিগ্রেশন সম্পন্ন করার পর কোন গেট দিয়ে আপনি বিমানে উঠবেন তা সেখানেও মনিটরে প্রর্দশন করা হয়।
- আপনার বোর্ডিং কার্ডে লেখা আছে আপনি কোন গেট দিয়ে বিমানে উঠবেন।
- বিমানবন্দরে অবস্থান করার সময় ইনফরমেশন মনিটিরে লক্ষ্য রাখুন। প্রয়োজনে বিমানবন্দরের হেল্প ডেস্কের সহায়তা নিন।
#বাংলা_এভিয়েশন #ফ্লাই_করার_নিয়ম #ফ্লাইট_বংলা