Rakib Ali

Rakib Ali আসসালামুয়ালাইকুম

- মায়াবী এই শহরে স্বপ্ন দেখা বারন.!🙃

- মধ্যবিত্ত আমি এটাই তার মূল কারণ।😔🌸🥀 ভ্রমণ গাইড সিলেট বিভাগ
(10)

@কমেন্টের কিং:তোমার আগমনটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দরতম অধ্যায়। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল এক অমূল্য যত্...
29/11/2025

@কমেন্টের কিং:তোমার আগমনটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দরতম অধ্যায়। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল এক অমূল্য যত্ন, যা আমি কখনো ভুলতে পারবো না। তোমার হাসি, তোমার কন্ঠ, তোমার চোখের মাঝে হারিয়ে যাওয়া প্রতিটি স্বপ্ন, সবকিছুই যেন একটি অদৃশ্য সুর, যা আজও আমার হৃদয়ে বাজে। কিন্তু আজ তোমার অনুপস্থিতি যেন আমার সমস্ত পৃথিবী থামিয়ে দিয়েছে। আমি জানি, সময় কখনো অপেক্ষা করে না,সম্পর্ক কখনো এক জায়গায় থেমে থাকে না। কিন্তু তোমাকে হারানো হারানো এতটা কষ্টকর হবে তা ভাবতেও পারিনি।আমরা যখন একে অপরকে ভালোবাসতাম, তখন মনে হতো সবকিছু সুন্দর। কিন্তু আজ আমাদের সম্পর্ক শুধু কি হয়ে দাঁড়িয়েছে, যে স্মৃতি আমাকে প্রতিনিয়ত ব্যথা দেয়।সবকিছু বদলে গেছে, কিন্তু আমার হৃদয় এখনো তোমাকে খোঁজে। তোমার চলে যাওয়া, আমাকে একা করে দিয়েছে। মনে হয় যেন আমি জীবনে অনেক বড় কিছু হারিয়ে ফেলেছি।আর কখনো ফিরে পাবো না, হয়তো তোমার চলে যাওয়ায় আমি কিছুটা দুর্বল হয়েছি, কিন্তু তোমার প্রতি ভালোবাসা কখনো কমবে না। আমি জানি তুমি আর ফিরবে না, কিন্তু তুমি যা ছিলে আমি তা কখনো ভুলতে পারবো না। সব সময় দোয়া করি অনেক ভালো থেকো, আমি তোমার অপেক্ষায় এখনো ঘুমাইনি। যদি তুমি এসে ফিরে যাও।।।।।।,,,,,,,

ওপারে ভালো থাকুন
28/11/2025

ওপারে ভালো থাকুন

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন
28/11/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন

07/11/2025
05/11/2025
28/10/2025

মস্তিষ্কের চেয়ে বড়ো কোনো ক'বরস্থান নেই!'কত সপ্ন, কতো শখ, দা'ফন করলাম কেউ জানে না!

না ফেরার দেশে চলে গেলেন, ছাতকের জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও গীতিকার, আলী ইনসান, এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।ইন্ন...
28/10/2025

না ফেরার দেশে চলে গেলেন, ছাতকের জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও গীতিকার, আলী ইনসান, এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন
আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করি ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

নবীগঞ্জে পিতার হাতে কন্যা হ/ত্যা: পিতা আটক...হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে করগাঁও ইউনিয়...
28/10/2025

নবীগঞ্জে পিতার হাতে কন্যা হ/ত্যা: পিতা আটক...
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে করগাঁও ইউনিয়নের কুড়িশাইল বেগমপুর গ্রামে মতিলাল দাশ নামে এক ব্যক্তি নিজের মেয়ে পূর্ণিমা রানী দাশ (২৫)-কে হ/ত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিতা মতিলাল দাশকে আট/ক করে। মেয়ের মরদেহ উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ম/র্গে পাঠানো হয়েছে।
এই হ*ত্যার কারন হচ্ছে মতিলাল দাশের মেয়ের চরিত্রে সমস্যা ছিল,, তাকে দুই বার বিয়ে দেওয়া হয়েছিল সে কোনো বিয়ে ঠিকে রাখতে পারে নি সে দুই সন্তানের মা,হওয়ার পরেও অন্য ছেলেদের সাথে মোবাইলে কথা বলতো, দেখা করতো তার স্বামী সেটা মেনে নিতে পারে নি তাই পূর্নিমা দাশকে তার বাবার বাড়ি দিয়ে যায়,,কিন্তু মেয়ের শিক্ষা হয়নি সে তার বাবার বাড়ি এসেও সেই একি কাজ করে যায়,কয়দিন আগে এক ছেলের সাথে সন্তানদের রেখে ঢাকা পালিয়ে যায়, যার সাথে পালিয়ে গিয়েছিল সেই ছেলে কয়েকদিন রেখে আবার বাড়ি পাঠিয়ে দেয়,,,মতিলাল দাশ একজন ধার্মিক মানুষ গীতা পাঠ করেন কির্তন করেন,তার মেয়ের এমন চরিত্র এটা নিয়ে পাড়া প্রতিবেশী সবাই ওনাকে অপমান জনক কথা বলে সেটা উনি সজ্জ করতে পারেন নি তাই তার মেয়েকে ঘুমের মধ্যে হ*ত্যা করে,,,,,
সেলুট জানাই এমন পিতাকে 🙏আপনাদের দৃষ্টিতে হয়ত উনি অপরাধী বাট আমি মনে করি ঠিক কাজ করেছেন,এমন শাসনের প্রয়োজন বর্তমান সমাজে

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন.....না ফেরার দেশে চলে গেলেন ছাতক উপজেলার আরেক জনপ্রিয়  কণ্ঠ শিল্পী আলী ইনসান।বুকে ...
27/10/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন.....
না ফেরার দেশে চলে গেলেন ছাতক উপজেলার আরেক জনপ্রিয় কণ্ঠ শিল্পী আলী ইনসান।বুকে ব্যাথা থেকে হার্ট ব্লক হয়ে সিলেট ওসমানি মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ।

আল্লাহ্ যেনো তাকে দুনিয়ার সব ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতের সু-উচ্চ মাকাম দান করেন।
আমীন🤲

রাজধানীর ফার্মগেটে  মর্মান্তিক দুর্ঘটনা রোববার দুপুর সোয়া ১২টার দিকে মেট্রোরেলের পিলার থেকে একটি ভারী বিয়ারিং প্যাড খুলে...
26/10/2025

রাজধানীর ফার্মগেটে মর্মান্তিক দুর্ঘটনা রোববার দুপুর সোয়া ১২টার দিকে মেট্রোরেলের পিলার থেকে একটি ভারী বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক (আবুল কালাম) নামের পথচারীর মর্মান্তিক মৃ*ত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে একজন তরুণ রাস্তা দিয়ে ব্যাগ হাতে হেঁটে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে উপরে থেকে একটি স্প্রিং–জাতীয় লোহার অংশ (বিয়ারিং প্যাড) ছিটকে পড়ে তার মাথায় আঘাত হানে। মুহূর্তেই তিনি নিথর হয়ে যান। পরে সেটি পাশের একটি চা-সিঙ্গারা দোকানে গিয়ে লাগে, এতে দোকানের কাঁচ ভেঙে দুজন আহত হন।

নিহতের সঙ্গে থাকা পাসপোর্ট অনুযায়ী তার নাম আবুল কালাম, বাড়ি শরীয়তপুরে। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।

পুলিশ জানায়, বিয়ারিং প্যাডটি ট্রেন চলাচলের সময় কম্পনরোধে ব্যবহৃত একটি যন্ত্রাংশ, যার ওজন প্রায় ৪০ থেকে ৫০ কেজি। এর আগেও বিয়ারিং প্যাডের ত্রুটি নিয়ে সংবাদমাধ্যমে প্রশ্ন উঠেছিল, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

এমন এক দেশে আমরা বাস করি যেখানে একজন মানুষ রাস্তায় হেঁটে গেলেও তার জীবনের নিশ্চয়তা নেই! মেট্রোরেল যে প্রকল্পে কোটি কোটি টাকা খরচ সেখানে নিরাপত্তা ব্যবস্থার এই ভয়াবহ অবহেলা ক্ষমার অযোগ্য।

একটি যন্ত্রাংশের ত্রুটির কারণে একজন নিরপরাধ মানুষ আজ পৃথিবীতে নেই। এর দায় কে নেবে?

মানুষের জীবনের দাম কি সত্যিই এত সস্তা এই দেশে?
নিরাপত্তা ত্রুটি কেন বারবার উপেক্ষিত হয়? একটি যন্ত্রাংশ খুলে পড়ার পরই কি প্রশাসনের জবাবদিহি শুরু হয়?

লালন কন্যা গুলো একেকটা পরি । #লালন_মেলা_২০২৫
23/10/2025

লালন কন্যা গুলো একেকটা পরি ।
#লালন_মেলা_২০২৫

Address

Chhatak Sunamganj
Chhatak
3080

Alerts

Be the first to know and let us send you an email when Rakib Ali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rakib Ali:

Share