26/06/2025
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন
আমার ভয় লাগিলো মনেরে, ভয় লাগিলো মনে, আমায় কোনদিন ধরিয়া নিবো যমে', 'লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাকি টানেরে, আমার বন্দে মহা যাদু জানে, যাদু জানেরে, আমার বন্দে মহা যাদু জানে', যাইও না যাইও না কন্যাগো, কইন্যা যাইও না নাইওর, তুমি বিনে কেমনে থাকি একেলা বাসর কন্যাগো', 'ভুবন-মোহন রূপ তোমারি, দেখলে প্রাণ জুড়ায়, আমার বাড়ি আয়রে বন্ধু, আমার বাড়ি আয়'সহ এরকম অসংখ্য জনপ্রিয় গানের পদকর্তা, মরমী সাধক ফকির দূর্ব্বিণ শাহ্'র অন্যতম শিষ্য,বরেণ্য মরমী কবি, সিলেটের বিশ্বনাথের কৃতিসন্তান বাউল খোয়াজ মিয়া আজ বিকালে ৩:২০ মিনিটে চলে গেলেন না ফেরার দেশে।