
20/07/2025
লোকটির পরিবার পর্যন্ত তথ্যটি পৌঁছাতে সাহায্য করুন।
আহা,মৃত্যু! ঢাকা থেকে সুনামগঞ্জ গামী বাস( লিমন বাসে এই মুরুব্বি যাত্রাকালে ব্রাহ্মণবাড়ীয়া বিশ্বরোড বরাবর এসে ইন্তেকাল করেন। নিহতের লাশ বর্তমানে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। টিকেট অনুসারে উনার নাম সাইদী রহমান,সুনামগঞ্জ।
প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহন করবে।