CTV Live

CTV Live সাদাকে সাদা কালো কে কালো বলার ক্ষমতা রাখে CTV Live

তথ্য দিয়ে সহায়তা করুন... ০১৭২৭৮৭৮৪২৪

★নিখোঁজ সংবাদ...নাম: মুহাম্মাদ আলী(১৫)টিকানা: ভাঙ্গাপাড়া,লক্ষীপুর,দোয়ারাবাজার।জামিয়া ইসলামিয়া দারুল হাদীস শাহ গাযী সৈয়দ ...
01/07/2025

★নিখোঁজ সংবাদ...
নাম: মুহাম্মাদ আলী(১৫)
টিকানা: ভাঙ্গাপাড়া,লক্ষীপুর,দোয়ারাবাজার।
জামিয়া ইসলামিয়া দারুল হাদীস শাহ গাযী সৈয়দ বুরহান উদ্দিন রাহ.মাদ্রাসা'র মক্তব ৫ম শ্রেনীর ছাত্র মুহাম্মাদ আলী গত ১৯/০৬/২৫ইং বাড়ি থেকে মাদ্রাসায় আসার পথে,সিলেট আম্বরখানা থেকে টিলাগড় পয়েন্টে আসার রাস্তা থেকে নিখোঁজ হয়।আজও কোনো সন্ধান পাওয়া যায়নি,যদি কোনো ভাই সন্ধান পান নিম্নোক্ত নাম্বারগুলিতে যোগাযোগ করবেন।
-যোগাযোগ-
01726-893977(বাবা)
01758760309

বিল বকেয়া, বিদ্যুৎ বিচ্ছিন্ন চিকিৎসাসেবা অচল!ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করা...
21/06/2025

বিল বকেয়া, বিদ্যুৎ বিচ্ছিন্ন চিকিৎসাসেবা অচল!
ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ!

চিকিৎসা নিতে আসা শত শত রোগী এখন মানবেতর অবস্থায়!
সবকিছুই থমকে গেছে বিদ্যুৎ না থাকায়!
নবজাতক থেকে শুরু করে জরুরি রোগী—সবাই চরম দুর্ভোগে!

প্রশ্ন রয়ে যায়
মানুষের প্রাণ বাঁচানোর জন্য যেটা সবচেয়ে প্রয়োজন, সেই জায়গাটিতেই এমন অব্যবস্থাপনা কেন?

🛑 সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও দায়ীদের জবাবদিহিতা চাই!

📢 এই অবহেলার দায় কে নেবে?

#ছাতক_উপজেলা #স্বাস্থ্যখাত_দুর্যোগে #বিল_বকেয়া #বিদ্যুৎ_বিচ্ছিন্ন #মানবতা_বাঁচাও

ছাতকে ৫ টি অবৈধ ড্রেজার মেশিন আটক। জলমহাল থেকে বালি উত্তোলনের অভিযোগ।ছাতক প্রতিনিধিঃসুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউ...
17/06/2025

ছাতকে ৫ টি অবৈধ ড্রেজার মেশিন আটক। জলমহাল থেকে বালি উত্তোলনের অভিযোগ।

ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের কাছে গুয়াপাগুয়া জলমহালের ভেতর থেকে বের হয়ে যাওয়ার পথে পিয়াইন নদী থেকে ৫টি অবৈধ ড্রেজার মেশিন আটক করার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যায় অবৈধ ভাবে বালি উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট মোহাম্মদ তরিকুল ইসলাম। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টেরপেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় অবৈধ ভাবে বালি উত্তোলন কারিরা।পরে ঘটনাস্থল থেকে দুটি স্টিলের নৌকায় সিক্স সিলিন্ডার ২ টি ও ফোর সিলিন্ডার ৩ টি সহ মোট ৫ টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। জব্দ কৃত মালামাল ছাতক নৌ - পুলিশের জিম্মায় রাখা হয়েছে। ছাতক নৌ-পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান ৫ টি ড্রেজার মেশিন বাজে আপ্ত করে আমার জিম্মায় রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে এ গুলো কি করা হবে কিছুই জানাননি।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান ৫টি ড্রেজার মেশিন আটক করে নিয়মিত মামলা দেওয়া হয়েছে। তফসিলদারকে এ মামলার বাদী করা হবে। উল্লেখ্য গুয়াপাগুয়া জলমহালের জনৈক ইজারাদার জানান জলমহালের অভ্যান্তরে মা মাছের অভয় আশ্রম রয়েছে। এ অভয় আশ্রমটিকে ধ্বংস করে পিয়াইন নদী বালি মহাল ও চেলা এবং মরা চেলা বালি মহালের ইজারাদার গণ রাতের অন্ধকারে প্রতিদিন অবৈধভাবে ড্রেজার মেশিন লাগিয়ে বালি উত্তোলন করে মাছের অভয় আশ্রমের মারাত্মক ক্ষয় ক্ষতি করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্চে না।ফলে দেশীয় মাছ আহরণ করা বা সংরক্ষণ করা অত্যান্ত কষ্ট সাধ্য হয়ে পড়েছে।জীব বৈচিত্র্য ধ্বংস সহ পরিবেশের ক্ষতি হচ্ছে। তাই অবৈধভাবে বালি উত্তোলন কারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহন করা অত্যান্ত জরুরি।

সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশিকে ঠেলে দিল বিএসএফডেস্ক নিউজঃছাতকে ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ী-নোয়াকোট সীমান্ত দি...
12/06/2025

সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশিকে ঠেলে দিল বিএসএফ

ডেস্ক নিউজঃ
ছাতকে ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ী-নোয়াকোট সীমান্ত দিয়ে আবারো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৭ নাগরিককে পুশ-ইন করেছে। আজ বৃহস্পতিবার ১২ জুন রাত ১ ঘটিকা থেকে ৩ ঘটিকার মধ্যে ছনবাড়ী সীমান্ত দিয়ে নারী পুরুষ,শিশু সহ ১৭ জন নাগরিক পুশ-ইন করে বি এস এফ।
পুশ-ইনকৃতদের মধ্যে ৪ পরিবারের পুরুষ ৫ জন,নারী ৪ জন ও শিশু রয়েছে ৮ জন। প্রাথমিকভাবে জানাগেছে ১৭ জন নাগরিক লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে প্রবেশ করে স্থায়ীভাবেই বসবাস করে আসছিলেন।ভারতে তাদের বাড়িঘরও রয়েছে।

বৃ্‌হস্পতিবার ভোরে বিএসএফ কর্তৃক পুশ-ইন ৪ পরিবারের
১৭ নাগরিককে আটক করেছে নোয়াকোট বিওপি ক্যাম্পের
হাবিলদার মো.শফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি'র একটি টহল টিম।

আটককৃতরা হচ্ছেন লালমনিরহাট জেলার কুলিয়া ঘাটের সামসুল আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩৫), সাইফুল ইসলামের স্ত্রী মোছাঃ আরজিনা বেগম(২৮),ছেলে মো.জাহিদ হাসান(১০), মো.জাহেদুল ইসলাম(০৬) ও মেয়ে ফেরদৌসী বেগম (০৪)।

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি গোগারকুটি এলাকার সফিকুল ইসলামের ছেলে মো. শরীফুল ইসলাম ( ১৮) ও মো. সুজন আলী(২৫), মো.সুজন আলীর স্ত্রী ফজলে বেগম (২৩), মো. সুজন আলীর মেয়ে সুমাইয়া(০৫)ও ছেলে মো. ইব্রাহিম (১৮ মাস)। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী-নাকারগঞ্জ এলাকার মো: নূর হোসেনের ছেলে মো: মহুবর আলী (৩০), মহুবর আলীর স্ত্রী মনিরা বেগম (২২), মহুবর আলীর ছেলে মো: মীর হোসেন (০৩), মহুবর আলীর মেয়ে মোর্শেদা খাতুন (০৯), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী-গাবতলা বাজার এলাকার গোবিন্দ চন্দ্রের ছেলে মিঠুন চন্দ্র (২৪), মিঠুন চন্দ্রের স্ত্রী দীপ্তি (২২), মিঠুন চন্দ্রের মেয়ে তুলসী (০২)। এ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) গত ২৮ মে বাংলাদেশে আরো ১৬ জন নাগরিককে পুশ-ইন করেছিলো।

ছাতক ইসলামপুর ইউনিয়নের নোয়াকোট বিওপি ক্যাম্পের হাবিলদার মোঃ শফিকুল ইসলাম বিজিবি কর্তৃক ১৭ জন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ৪ পরিবারের ১৭ সদস্যকে ছাতক থানায় হস্তান্তর করা হবে। হস্তান্তরের প্রক্রিয়া চলছে। # #

09/06/2025

সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন এর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ছাতকে উনার বাসভবনে হাজারও নেতা কর্মীর ঢল।

নেতা কর্মী এবং দেশ বাসির উদ্দেশ্যে বক্তব্য দেন সাবেক এমপি মিলন..

ইন্নানিল্লাহী ওয়া ইন্নানিল্লাহী রাজিউন।কিছুক্ষণ আগে দোয়ারাবাজার উপজেলার ০৭নং লক্ষীপুর ইউনিয়নের ০৯নং ওয়ার্ড বক্তারপুর গ্র...
28/05/2025

ইন্নানিল্লাহী ওয়া ইন্নানিল্লাহী রাজিউন।

কিছুক্ষণ আগে দোয়ারাবাজার উপজেলার ০৭নং লক্ষীপুর ইউনিয়নের ০৯নং ওয়ার্ড বক্তারপুর গ্রামের ফজল হকের ছেলে আমির হোসেন(১৩) নামের ছেলেটি ব*জ্র*পা*তে মা’রা গেছে।
আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক, মা বাবাকে ধৈ’র্য্য ধারণের তৌফিক দান করুক।🤲

20/05/2025
19/05/2025

চলন্ত ট্রেন থেকে মোবাইল চুরি করার সময় এক ব্যক্তি চোরের হাত ধরে ফেলে, তার পর বাকীটা ইতিহাস...

fans

দোয়ারাবাজারে  ব*জ্রপা*তে নি*হ*ত ২আ*হ*ত ১ ও  নি*খোঁ*জ ১ জন ডেস্ক নিউজঃ দোয়ারাবাজারের চেলা নদীতে ব*জ্র*পাতে ২ শ্রমিকের মৃ*...
17/05/2025

দোয়ারাবাজারে ব*জ্রপা*তে নি*হ*ত ২
আ*হ*ত ১ ও নি*খোঁ*জ ১ জন

ডেস্ক নিউজঃ
দোয়ারাবাজারের চেলা নদীতে ব*জ্র*পাতে ২ শ্রমিকের মৃ*ত্যু হয়েছে। ব*জ্র*পা*তে*র ঘটনায় এক জন আ*হত ও আ*হত আরো একজন নি*খোঁ*জ রয়েছেন। শনিবার ১৭ মে ভোর রাতে দোয়ারাবাজার উপজেলার নরশিংপুর ইউনিয়নের শারপিন পাড়া এলাকায় চেলা নদীতে এ দু*র্ঘ*টনা ঘটেছে। ব*জ্র*পা*তে নি*হত*রা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের মজন্মিল আলীর ছেলে মো.আফিজ আলী ৫০) ও লামনীগাঁও গ্রামের আমির আলীর ছেলে মো.জুয়েল আহমদ (১৯) ব*জ্র*পা*তে*র ঘটনায় আ*হ*ত মো.রুবেল আহমদ (১৯) নি*খোঁ*জ রয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলার কাঠালবাড়ি গ্রামের মাসুক মিয়ার ছেলে সে।
আ*হ*ত হাফিজুল হক-কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে নি*হ*ত মো.আফিজ আলীর ছেলে বলে জানাগেছে।

নি*খোঁ*জ মো.রুবেল আহমদকে উ*দ্ধা*রে*র জন্য ছাতক নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে।

স্থানীয় সুত্রে জানাগেছে,একটি ইঞ্জিন চালিত স্টিল বডির নৌকা নিয়ে ভোরে বালু উত্তোলনের জন্য কোয়ারী এলাকায় যাওয়ার পথে শারপিন পাড়া এলাকায় তারা ব*জ্র*পাতের শিকার হন। নি*খোঁ*জ,নি*হ*ত-আ*হ*ত*রা সবাই নৌকা শ্রমিক। এবং কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল হক
ব*জ্র*পাতে ২ জনের মৃ*ত্যুর সংবাদটি নিশ্চিত করে বলেন, নিখোঁ*জ একজনকে উদ্ধারের জন্য থানা পুলিশ,নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট নদীতে কাজ করছে। #

রাগবি ফেডারেশনের জাতীয় ক্লাব কাপ সেভেনস রাগবি এ অংশগ্রহণ করবে ছাতক রাগবি ক্লাব। ডেস্ক নিউজঃবাংলাদেশ রাগবি ফেডারেশনের আয়ো...
15/05/2025

রাগবি ফেডারেশনের জাতীয় ক্লাব কাপ সেভেনস রাগবি এ অংশগ্রহণ করবে ছাতক রাগবি ক্লাব।

ডেস্ক নিউজঃ
বাংলাদেশ রাগবি ফেডারেশনের আয়োজনে আগামী ১৬ মে হতে পল্টন ময়দানে ক্রিস্টাল ইন্সুরেন্স পিএলসি জাতীয় ক্লাব কাপ সেভেনস রাগবি (পুরুষ) অনুষ্ঠিত হবে।

টুর্ণামেন্টে সিলেট বিভাগ থেকে ছাতক রাগবি ক্লাব অংশগ্রহণ করবে। ছাতক রাগবি ক্লাব দলের নেতৃত্ব দিচ্ছেন সিলেট বিভাগের রাগবি ফেডারেশনের মনোনিত (আরডিএম) রাগবি ডেভেলাপমেন্ট ম্যনেজার ও ছাতক রাগবি ক্লাবের (কোচ) জনাব জামিল আহমদ। এবং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব কবি শাহ পারভেজ।

ক্লাবের সভাপতি জনাব রেজোয়ানুল করিম সায়েম এবং সহ-সভাপতি জনাব আব্বাসউদ্দীন সবার কাছে ক্লাবের সফলতার জন্য দোয়া চেয়েছেন।

15/05/2025

সিলেটে সাঁদা পাথর হরিলুট চলছে! দেখার কেও নাই 😥

Address

Chhatak

Telephone

+8801727878424

Website

Alerts

Be the first to know and let us send you an email when CTV Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CTV Live:

Share

Category