
12/07/2025
মানবতার চরম অবমাননা: জাহিলি যুগকেও হার মানানো পৈশাচিকতা! 😡💔😭✊✊
জানিনা কোনদিন কার কাছে চাঁদা দাবি করে আর না দেওয়ার কারণে এমন পাশবিক নির্যাতনের শিকার হতে হবে। ছবিতে থাকা মানুষটিকে যেভাবে হত্যা করা হয়েছে, তা দেখে গা শিউরে ওঠে!
পুরান ঢাকার চকবাজারের যুবদল নেতা মঈন নামের এই পাষণ্ড, সামান্য চাঁদা না দেওয়ায় শত শত মানুষের সামনে একজন ব্যবসায়ীকে প্রথমে উলঙ্গ করে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে, এরপর লাশের উপর করেছে পৈশাচিক নৃত্য! এ বর্বরতা জাহিলি যুগকেও হার মানিয়ে দিল! 🤯
এক নিরপরাধ মানুষের মাথা থেঁতলে, পুরো শরীর ছিন্নভিন্ন করে, হাড়গোড় চুরমার করে দেওয়া হয়েছে। এ যুগের মানুষ কতটা নিষ্ঠুর আর নির্মম হতে পারে, তার জ্বলন্ত প্রমাণ এটি! এ কেমন পাশবিকতা! এ কেমন বিচারহীনতার সংস্কৃতি!
আরও বেশি লজ্জার বিষয় হলো, যখন এই বীভৎস হত্যাকাণ্ডটি ঘটছিল, তখন চারপাশে এত মানুষ থাকা সত্ত্বেও একটিও হৃদয় বিচলিত হলো না, একটিও হাত বাড়ালো না মানুষটিকে বাঁচাতে! মানুষ কি আজ এতটাই পাষাণ হয়ে গেছে যে একজন মানুষকে এভাবে মৃত্যুমুখে পতিত হতে দেখেও নীরব দর্শক হয়ে থাকে? মানবিকতা কি তবে আজ বিলীন? দেশের মানুষ ভালো হবে কবে? 😔
এটা শুধু একজন মানুষের হত্যা নয়, এটা আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞা, এটা মানবজাতির বিবেক ও মূল্যবোধের হত্যা। যারা এমন জঘন্য কাজ করেছে এবং যারা নীরব থেকে এই পৈশাচিকতাকে প্রশ্রয় দিয়েছে, তারা সবাই মানুষ নামের কলঙ্ক।
আশেপাশের মানুষ দেখেও চুপ করে থাকার মানে কি ছিলো। অন্য দিন তোমার হবে তখন কি হবে।
আমরা এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং চকবাজার যুবদলের এই মঈনের দ্রুত প্রকাশ্য বিচার দাবি করি ⚖️। প্রতিটি অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সামান্য স্বার্থের জন্য এমন বর্বর অপরাধ করার দুঃসাহস না পায়। আমাদের প্রিয় মাতৃভূমিকে এমন অমানবিকতার অভিশাপ থেকে মুক্ত করতে হলে এই বর্বরতার বিরুদ্ধে এখনই বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে হবে! ✊✊✊😭😭
#বিচারচাই #মানবতারঅবমাননা #চাঁদাবাজি_বন্ধহোক #মানুষহত্যা #প্রকাশ্যবিচার #বর্বরতা #পুরানঢাকা #চকবাজার #যুবদল