It’s Smrity

It’s Smrity Run this life is full of me. So thankful to the Creator for everything. YouTube : Neel Smrity

একটু দয়া করুন! এই ছবি শেয়ার করা বন্ধ করুন।আপনারা হয়তো অতিরিক্ত আবেগে করছেন, মনের কষ্ট থেকেই করছেন, কিন্তু ভেবে দেখেছেন ক...
24/07/2025

একটু দয়া করুন! এই ছবি শেয়ার করা বন্ধ করুন।

আপনারা হয়তো অতিরিক্ত আবেগে করছেন, মনের কষ্ট থেকেই করছেন, কিন্তু ভেবে দেখেছেন কি এই ছবি গুলো কারা দেখছে? যারা সারারাত ঘুমাতে পারে না এই নির্মম দৃশ্য চোখে নিয়ে? যাদের বুকের ভেতরে সন্তান আছে, ভয় আছে, কল্পনা আছে যা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এই ছবিগুলোর সামনে দাঁড়িয়ে?

এই শিশুগুলোর পরিবার আছে, বাবা-মা আছেন, তারা ফেসবুকেই আছেন। ভাবুন তো, একবার তাদের জায়গায় নিজেকে বসিয়ে দেখুন।
কিছু পেইজ শুধু রিচ বাড়ানোর জন্য এসব ছবি বারবার পোস্ট করছে, আর আমরা না বুঝেই শেয়ার করছি।

দুঃখিত, এই কথাগুলো বলতে বাধ্য হলাম। কারণ আপনারাও কষ্টে আছেন, আমরাও আছি। কিন্তু কষ্ট দেখাতে গিয়ে আরও কষ্ট ছড়ানোর কোনো মানে নেই। যেসব ছবি দিনের পর দিন চোখের সামনে ভাসে, সেগুলো কি সবাই সহ্য করতে পারে? আপনারা পারেন পেইজে ঢুকেই এই ছবি গুলো দেখতে? আমি তো পারি না। হার্ট মনে হয় আপনাদের মত এত শক্ত না আমার।

আবেগ দেখান, প্রতিবাদ করুন, কিন্তু মানবতাকে মনে রেখে। যারা প্রতিবাদের নামে নির্মম ছবি ছড়াচ্ছেন, তাদের বলছি—আপনার একটা পোস্ট অনেকের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। আর যাদের ছবি দিচ্ছেন, তারা তো আর ফিরবে না তাদের পরিবারের ওপর আর বোঝা না চাপিয়ে, একটু সম্মান দেখান।

Collected_

😔এটা গল্প হলেও পারতো
23/07/2025

😔এটা গল্প হলেও পারতো

নিউজফিড স্ক্রল করলে ত আর মাথা ঠিক রাখা যাচ্ছে না।ফুলের মতো জীবন গুলো। আমিও বাচ্চার মা, একজন স্কুলে যায়। সত্যি বলতে এইযে ...
22/07/2025

নিউজফিড স্ক্রল করলে ত আর মাথা ঠিক রাখা যাচ্ছে না।
ফুলের মতো জীবন গুলো।

আমিও বাচ্চার মা, একজন স্কুলে যায়। সত্যি বলতে এইযে স্কুলের টাইমটা ৪ঘন্টা মনে অনেক কিছু ঘুরে। যত কিছুই করিনা কেন মন অশান্ত হয়ে থাকে।

ঠিক ১২টার আগে থেকে একটু পর পর দরজার সামনে গিয়ে উকি দিতে থাকি কখন আসবে, দোতালায় থেকেই পায়ের শব্দ বুঝতে পেরে দরজা খুলে দেই।

আর সেখানে এতগুলো বাচ্চার জীবন এভাবে ঝলসে গেলো, এইভাবে কি কোন মা বাবা মেনে নিতে পারে। কতইনা কষ্ট হয়েছে তাদের।

পৃথিবীর সকল সন্তান ভালো থাকুক তার মায়ের বুকে।

বাচ্চার গায়ে আগুনের তাপ লাগবে বলে রান্নাঘরে পর্যন্ত ডুকতে দেয় না মায়েরা। কত যত্নে দেখে রাখা হয়।সেই বাচ্চাদের আজ কি অবস্থ...
21/07/2025

বাচ্চার গায়ে আগুনের তাপ লাগবে বলে রান্নাঘরে পর্যন্ত ডুকতে দেয় না মায়েরা। কত যত্নে দেখে রাখা হয়।
সেই বাচ্চাদের আজ কি অবস্থা।

#মাইলস্টোন

কাউকে ডেডিকেট করে বলা হয়নি.....*আমার কোন আচরণে যদি অস্বাভাবিকতা দেখেন, তাহলে বুঝে নিবেন সমস্যার শুরুটা হয়েছে আপনাদের কাছ...
21/07/2025

কাউকে ডেডিকেট করে বলা হয়নি.....

*আমার কোন আচরণে যদি অস্বাভাবিকতা দেখেন, তাহলে বুঝে নিবেন সমস্যার শুরুটা হয়েছে আপনাদের কাছ থেকেই।

*যদি আমি আপনার সাথে পূর্বের তুলনায় কম কথা বলি, তাহলে বুঝে নিবেন আপনাদের কোন কথা বা কাজ আমাকে অনেক কষ্ট দিয়েছে।

*যদি আমার মায়া-টান আপনাদের ওপর থেকে কমে যায়, তাহলে বুঝে নিবেন আপনাদের স্বার্থপরতা আমাকে বহুবার ক্ষ'ত করেছে।

*যদি আমার কোনো কথাকে খোঁ'চা দেয়া মনে হয়, তাহলে বুঝতেই পারছেন এমন খোঁচামা'র্কা কথা আপনারাও বহুবার বলেছেন। তাই নিজেও ফেরত পাচ্ছেন।

*যদি আমি আগের মত আপনাদের সাথে মিশতে না পারি তাহলে বুঝে নিবেন আপনাদের দেয়া কোন আ'ঘা-ত আমি আজও ভুলতে পারিনি।

*যদি দেখেন আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে আমার বাঁধছে না তাহলে বুঝে নিবেন আপনাদের চরম খারাপ ব্যবহারের কারনেই আমার ভদ্রতা লোপ পেয়েছে।

দুনিয়ায় সব সম্পর্কের কিছু সীমাবদ্ধতা আছে, তা অতিক্রম হলেই মানুষের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়।🤍

21/07/2025

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

🤟🌷
19/07/2025

🤟🌷

18/07/2025

নিজের মনের কথা গুলো কাউকে উজাড় করে বলতে না পারাটা এক অন্যরকম 😞

একটা সম্পর্ক ভেঙে ফেলা খুব সহজ কিন্তু সুন্দর করে রাখা অনেক কঠিন কাজ 🌷যত্ন করে রাখতে পারলেই জীবন সুন্দর ❤️‍🩹
17/07/2025

একটা সম্পর্ক ভেঙে ফেলা খুব সহজ কিন্তু সুন্দর করে রাখা অনেক কঠিন কাজ 🌷
যত্ন করে রাখতে পারলেই জীবন সুন্দর ❤️‍🩹

17/07/2025

যদি নিজের কোন ভুল বা দোষ খুঁজে না পান তাহলে বিয়ে করুন।
দেখবেন আর ভালো কোন গুনই নেই আপনার মাঝে 😄
এটাই বাস্তব 😅😅😅

Address

Chittagong Division

Website

Alerts

Be the first to know and let us send you an email when It’s Smrity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share