
24/07/2025
একটু দয়া করুন! এই ছবি শেয়ার করা বন্ধ করুন।
আপনারা হয়তো অতিরিক্ত আবেগে করছেন, মনের কষ্ট থেকেই করছেন, কিন্তু ভেবে দেখেছেন কি এই ছবি গুলো কারা দেখছে? যারা সারারাত ঘুমাতে পারে না এই নির্মম দৃশ্য চোখে নিয়ে? যাদের বুকের ভেতরে সন্তান আছে, ভয় আছে, কল্পনা আছে যা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এই ছবিগুলোর সামনে দাঁড়িয়ে?
এই শিশুগুলোর পরিবার আছে, বাবা-মা আছেন, তারা ফেসবুকেই আছেন। ভাবুন তো, একবার তাদের জায়গায় নিজেকে বসিয়ে দেখুন।
কিছু পেইজ শুধু রিচ বাড়ানোর জন্য এসব ছবি বারবার পোস্ট করছে, আর আমরা না বুঝেই শেয়ার করছি।
দুঃখিত, এই কথাগুলো বলতে বাধ্য হলাম। কারণ আপনারাও কষ্টে আছেন, আমরাও আছি। কিন্তু কষ্ট দেখাতে গিয়ে আরও কষ্ট ছড়ানোর কোনো মানে নেই। যেসব ছবি দিনের পর দিন চোখের সামনে ভাসে, সেগুলো কি সবাই সহ্য করতে পারে? আপনারা পারেন পেইজে ঢুকেই এই ছবি গুলো দেখতে? আমি তো পারি না। হার্ট মনে হয় আপনাদের মত এত শক্ত না আমার।
আবেগ দেখান, প্রতিবাদ করুন, কিন্তু মানবতাকে মনে রেখে। যারা প্রতিবাদের নামে নির্মম ছবি ছড়াচ্ছেন, তাদের বলছি—আপনার একটা পোস্ট অনেকের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। আর যাদের ছবি দিচ্ছেন, তারা তো আর ফিরবে না তাদের পরিবারের ওপর আর বোঝা না চাপিয়ে, একটু সম্মান দেখান।
Collected_