01/08/2025
শুক্রবার রাতটা আমার সবচেয়ে প্রিয়। এই সময় আমি চাই এমন কিছু রান্না করতে, যেটা হবে খুবই সহজ ও সময় লাগবে কম! টিভি সিনেমা দেখতে দেখতেই খাবার রেডি হয়ে যাবে! আর এই ক্ষেত্রে খাবারের প্ল্যান থাকাটা খুবই জরুরী।
সকালে ঘুম থেকে উঠেই আমি চিকেন উইন্স বের করে রেখেছিলাম। দুপুরে তন্দুরি মসলার সাথে দই, তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। সন্ধ্যার সময় ওভেন ট্রে তে দিয়ে দিলাম। ৪০-৪৫ একদম রেডি হয়ে গিয়েছিল। তারপরও আবার ফ্রাই পেনে কিছু কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচা মরিচ দিয়ে কয়েক মিনিট নেড়েচেড়ে পরিবেশন করলাম।
গত রাতেই ব্রকলি সালাদ বানিয়ে রেখেছিলাম। দুপুরে খাওয়ার পর অনেকটাই শেষ হয়ে গিয়েছিল। তাই নতুন করে লেটুস,ক্যাপসিকাম যোগ করে নিলাম। দোকান থেকে ছোট শসার একটা পিকাল কিনেছিলাম। সেটাই ছোট ছোট করে মাংসর উপর আর সালাদে দিয়ে দিলাম।
ফ্রাইডে নাইটে আমার বাহিরের কিছু খেতে খুব ইচ্ছা করে। আবার সত্যি কথা বলতে আজকাল লোকাল দোকানের খাবার খেতে একটুও মজা লাগেনা। ব্রেইন কে ট্রিকস করতে আগেই গার্লিক butter দেয়া ব্যাগেট / ফ্রেঞ্চ ব্রেড frozen সুপারশপ থেকে কিনে রেখেছিলাম। ওভানে bake করে পরিবেশন করলাম। এতে নিজেও স্ক্রাচ থেকে করা লাগলো না, আবার বাইরের কেনা ঠান্ডা, শক্ত রুটিও খাওয়া লাগলো না।
এই ধরণের খাবার বিদেশের কনটেক্সট অনুযায়ী যতটা কম দাম, ততটাই মজা। এতোটাই সহজ ও কম সময় লাগে যে lazy লাগলেও খাবার রেডি হয়ে যায়।
কেমন লাগলো আইডিয়া টা?