আহ'ম্মেদ নাঈম 2.0

আহ'ম্মেদ নাঈম 2.0 Assalamu alikum everyone. .sobay amr page take saport korben ..asha Kori sobay amr pashe tahakben insha'Allah 🙂🤝💗

09/07/2025

_ কোনো এক শ্যাম বর্ণের নারীর চোখ আমাকে পাগল করেছে 🙂🖤🦋
#লাজলতা 🙂🌷

গুগলও হার মানলো! 😣
05/06/2025

গুগলও হার মানলো! 😣

বোন, আমি একজন পুরুষ হিসেবে কিছু সত্য কথা বলতে চাই। ধরুন, আমি আপনার Just Friend বা Best Friend। আপনি ভাবেন, “সে ভালো ছেলে...
05/06/2025

বোন, আমি একজন পুরুষ হিসেবে কিছু সত্য কথা বলতে চাই। ধরুন, আমি আপনার Just Friend বা Best Friend। আপনি ভাবেন, “সে ভালো ছেলে, আমার দিকে খা 'রা 'প দৃষ্টিতে তাকাবে না।” কিন্তু বাস্তবতা সব সময় এমন নয়।

আপনার পিঠের একটি তিল, একটি মুচকি হাসি, চলার ভঙ্গি বা হঠাৎ সরে যাওয়া ওড়নার দৃশ্য — এগুলো অ 'নি 'চ্ছা 'সত্ত্বেও আমাদের মনে গেঁথে যায়। তখন কল্পনায় আপনি চলে আসেন বারবার।

আমি হয়তো কখনোই আপনার ক্ষ 'তি করবো না। কিন্তু আপনার প্রতি কু 'প্র 'বৃ 'ত্তি জন্মাতে পারে — নীরবে, নিঃশব্দে।

তাই সিদ্ধান্ত আপনার, আমাকে পুরোপুরি বি 'শ্বা 'স করে ন' ফ' সে' র খোরাক হবেন, নাকি নিরাপদ দূরত্ব বজায় রাখবেন?

কখনোই কোনো নন-মা' হ 'রা 'ম পুরুষকে সম্পূর্ণ বি 'শ্বা 'স করবেন না। যে আপনাকে নীল শাড়িতে কল্পনা করতে পারে, সে আপনাকে পো 'শা 'ক 'হী' ন 'ও ভাবতে পারে।

বি 'শ্বা 'স না হলে আপনার সেই 'কলিজার ছেলে বন্ধু'কে জিজ্ঞেস করুন- যদি সে সত্যবাদী হয়, তবে সে ঠিক এই কথাগুলোই বলবে।

ওরা কাঁদে – মৃত্যু ভয়ে নয়গরু কাঁদে।কিন্তু মৃত্যু ভয়ে না।ওরা জানেই না, ওদের মরতে হবে।কোনো প্রাণী জানে না তার মৃত্যু ঠি...
02/06/2025

ওরা কাঁদে – মৃত্যু ভয়ে নয়

গরু কাঁদে।
কিন্তু মৃত্যু ভয়ে না।
ওরা জানেই না, ওদের মরতে হবে।
কোনো প্রাণী জানে না তার মৃত্যু ঠিক কতটা কাছে।

ওরা কাঁদে,
কারণ রাতভর দাঁড় করিয়ে রাখা হয় তাদের।
ঘুম পেতে চাইলেও ঘুম পেতে দেয় না কেউ—
চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়,
শুধু যেন বসে না পড়ে,
শুধু যেন ঘুমিয়ে না পড়ে।

হাত বাঁধা, গলা বাঁধা, আশা বাঁধা।
দিন যায়, রাত যায়—
অমানুষের মতো আচরণে ক্লান্ত হয়ে পড়ে তারা।

ওরা কাঁদে,
কারণ ওরাও অনুভব করে।
যন্ত্রণা বুঝতে পারে।
ভয়, কষ্ট, ক্লান্তি—সব অনুভব করে।

ওরা কাঁদে,
কিন্তু মৃত্যু ভয়ে নয়।
ওরা কাঁদে,
কারণ মানুষের মতো প্রাণী,
মানুষ না হয়ে উঠেছে।

22/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Sobuj Khan, Sk Somrat Khan, Md Somrat Khan

14/05/2025

😂😂😂

14/05/2025

ভয় পেও না রাগের মাথায় আমার শুধু কথা বলার ধরন পাল্টাই, তোমার প্রতি ভালোবাসা না! 🤍🌸

11/05/2025

Happy Mother's Day! 🌻❤️

Care for Your MOTHER ❤️
She is the only one who loves you in this fake world.❤️👑

 #ডাম্বিয়া🌸 just for you 🙂💝🌷
07/05/2025

#ডাম্বিয়া🌸
just for you 🙂💝🌷

আমাকে কেন্দ্র করে বহু মানুষ ঘুরলেও, আমি প্রতিনিয়ত তোমাকেই কেন্দ্র করে ঘুরি.!🌸🖤  With : My Queen 🙂💝
07/05/2025

আমাকে কেন্দ্র করে বহু মানুষ ঘুরলেও, আমি প্রতিনিয়ত তোমাকেই কেন্দ্র করে ঘুরি.!🌸🖤
With : My Queen 🙂💝

Address

Chittagong Division

Alerts

Be the first to know and let us send you an email when আহ'ম্মেদ নাঈম 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share