Badhon Sarkar-2.0

Badhon Sarkar-2.0 হঠাৎ যদি শুনতে পাও, আমি আর এই পৃথিবীতে নেই😭😭 তাহলে ভুলগুলো ভুলে গিয়ে, ক্ষমা করে দিও আমায়🙏🙏

একটি হারানো বিজ্ঞপ্তি: এই ছেলেটিকে আজ দুপুর থেকে পাওয়া যাচ্ছে না। যদি এই ছেলের কেউ সন্ধান পেয়ে থাকেন, তাহলে দয়া করে যো...
09/10/2025

একটি হারানো বিজ্ঞপ্তি: এই ছেলেটিকে আজ দুপুর থেকে পাওয়া যাচ্ছে না। যদি এই ছেলের কেউ সন্ধান পেয়ে থাকেন, তাহলে দয়া করে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
নাম: নয়ন, গ্রাম: চারাইলদার, উপজেলা: মেলান্দহ, জেলা: জামালপুর।
পিতা:- চারাইলদার শক্কুর ছেলে।
মোবাইল:-01955732492

জামালপুরবাসীর দৃষ্টি আকর্ষণ করছি, ছবিতে থাকা ছেলেটিকে সাভার-আশুলিয়ার ভাদাইল এলাকায় পাওয়া গেছে.....সে শুধু বলতে পারে জামা...
29/09/2025

জামালপুরবাসীর দৃষ্টি আকর্ষণ করছি, ছবিতে থাকা ছেলেটিকে সাভার-আশুলিয়ার ভাদাইল এলাকায় পাওয়া গেছে.....
সে শুধু বলতে পারে জামালপুর মেলান্দহ বাজারের আশেপাশে বাড়ি, তবে সঠিক ঠিকানা বলতে পারছেন না।
আপনাদের কারো পরিচিত হলে দ্রুত তার পরিবারকে অবহিত করুন / মেনশন করুন।

📞 যোগাযোগ: 👉 01610650351

জামালপুর ডিস্ট্রিক্ট টিম থেকে বিনীত অনুরোধ—
পোস্টটি সবাই শেয়ার করুন, আপনার একটি শেয়ার হয়তো সে তার পরিবারের কাছে ফিরিয়ে যেতে পারে🙏

#নিখুজ #মেলান্দহ #জামালপুর

23/07/2025

একই দিনে হবে এইচএসসির

২ স্থগিত পরীক্ষা

মেলান্দহ বাজার সোনালী ব্যাংকের সামনে (সরকার গ্লাস হাউস) এর মালিক মোস্তাক ভাই, তার ওপর পড়ে যায় একের পর এক ভারী বোর্ড। ফায়...
22/07/2025

মেলান্দহ বাজার সোনালী ব্যাংকের সামনে (সরকার গ্লাস হাউস) এর মালিক মোস্তাক ভাই, তার ওপর পড়ে যায় একের পর এক ভারী বোর্ড। ফায়ার সার্ভিস এসে উ'দ্ধার করলেও—শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রকৃতির মাঝে খুঁজে পাই আমার জীবনের সত্যিকারের আনন্দ।
20/07/2025

প্রকৃতির মাঝে খুঁজে পাই আমার জীবনের সত্যিকারের আনন্দ।

(মাহি কিন্ডার গার্ডেন এন্ড স্কুল) ক্লাস ফাইভ এ থাকাকালীন আমার প্রিয় স্যার, বন্ধু এবং বান্ধবীর সাথে ছবি। ২০১৩ সালে ছবিটি...
13/07/2025

(মাহি কিন্ডার গার্ডেন এন্ড স্কুল) ক্লাস ফাইভ এ থাকাকালীন আমার প্রিয় স্যার, বন্ধু এবং বান্ধবীর সাথে ছবি। ২০১৩ সালে ছবিটি দেখে শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে গেল।

আমার বড় ভাই লিপ্পন হাসান সরকার। ভাইয়ের মত ভাই একটি থাকলেই যথেষ্ট, আমার ভাই একজন সৎ মানুষ, সাহসী মানুষ এবং নম্র-ভদ্র একজন...
09/07/2025

আমার বড় ভাই লিপ্পন হাসান সরকার।
ভাইয়ের মত ভাই একটি থাকলেই যথেষ্ট, আমার ভাই একজন সৎ মানুষ, সাহসী মানুষ এবং নম্র-ভদ্র একজন মানুষ। আমি যখনই বিপদে পড়েছি, তখনি আমার ভাইকে পাশে পেয়েছি। সকলে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন মহান সৃষ্টি কর্তা আমার ভাইকে নেক হায়াৎ দান করুক। ( আমিন)

09/07/2025

আগামীকাল
১০-০৭-২০২৫ এসএসসি পরীক্ষার রেজাল্ট, আল্লাহ তুমি সকল ছাত্র-ছাত্রীদের মুখে হাসি ফুটিয়ে দিও।
আমিন🤲

09/07/2025

আই পেয়ারা পেয়ারা- শুধু দশ টাকা।

কাচারিপাড়া  বটতলা এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছেউইজডম স্কুলের ৫ম শ্রেণীতে  পড়ুয়া একটি মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে  আত...
01/06/2025

কাচারিপাড়া বটতলা এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে
উইজডম স্কুলের ৫ম শ্রেণীতে পড়ুয়া একটি মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে
আত্মহত্যার কারণ অতিরিক্ত মোবাইল চালানোর কারণে মা তাকে রাতে শাসন করে সেই জিদের বসত সকাল ১১:৩০-১২:০০ টার মাঝে আত্মহত্যা করে
নাম: মার্জিয়া শরিফা তামান্না
বয়স: ১১
পিতা: আরিফ

28/05/2025

যেসব টাকায় কোরবানি কবুল হবে না

১. সুদের টাকায় কোরবানি কবুল হবে না
২. ঘুষের টাকায় কোরবানি কবুল হবে না
৩. চুরির টাকায় কোরবানি কবুল হবে না
৪. ছিনতাই করা টাকায় কোরবানি কবুল হবে না
৫. অন্যকে ঠকানো টাকায় কোরবানি কবুল হবে না

28/05/2025

আলহামদুলিল্লাহ,,
দেশের আকাশে চাঁদ দেখা গেছে,
ঈদুল আযহা উদযাপিত হবে, ৭ জুন,
রোজঃ শ‌নিবার।

Address

Chittagong Division

Website

Alerts

Be the first to know and let us send you an email when Badhon Sarkar-2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Badhon Sarkar-2.0:

Share