Fire fep

Fire fep

Abu Toha Mohammad Adnan
09/06/2025

Abu Toha Mohammad Adnan

05/06/2025
কাকে ইঙ্গিত করলেন জাহিদুল ইসলাম...Facts About  1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in...
24/05/2025

কাকে ইঙ্গিত করলেন জাহিদুল ইসলাম...

Facts About

1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motorcycle production in the 1920s and eventually to automobiles in the 1930s.

2. Iconic Logo: The BMW logo, often referred to as the "roundel," consists of a black ring intersecting with four quadrants of blue and white. It represents the company's origins in aviation, with the blue and white symbolizi

24/05/2025

মোবাইলে একটা SMS এলো। তাকিয়ে দেখি..
"সরকারের তরফ থেকে আমার এ্যাকাউন্টে ৫০ লাখ টাকা দেয়া হয়েছে"
আমার মন খুশিতে ভরে গেল। ঘর থেকে বের হলাম আর চিৎকার করে বাড়ির সবাইকে বলছি....
"সবাই শোনো, দিন বদলে গেছে, আমার এ্যাকাউন্টে ৫০ লাখ টাকা এসে গেছে"।
রুম থেকে বউ বেরিয়ে বললো, "অত খুশির কি আছে, আমার এ্যাকাউন্টেও ৫০ লাখ টাকা দিয়েছে। এই যে মেসেজ দেখ।"
একটু অবাক হলাম, ভাবলাম আশেপাশে সবাইকে
গিয়ে বলি। বাড়ির পাশের লোক আমায় বলছে,
"বেশি উত্তেজিত হয়ো না, আমাদের এ্যাকাউন্টেও ৫০ লাখ জমা হয়েছে।"
আমার খুশি সব উড়ে গেল। ভাবলাম যাই, বাজার থেকে কিছু মিষ্টি নিয়ে আসি।
বাজারে গিয়ে দেখলাম, দোকান বন্ধ। পাশের একজনকে জিজ্ঞেস করলাম,
"ও ভাই এই মিষ্টির দোকান বন্ধ কেন?"
সে বললো, "মিষ্টি দোকানদারের আর দোকানদারি করার কি দরকার। তার এ্যাকাউন্টে ৫০ লাখ এসে গেছে।"
তাই ভাবলাম একটু নিউ মার্কেটে যাই, সেখান থেকে কিছু নিয়ে আসি।
সেকি! কোনো দোকান পাট খোলা নেই।
ওনাদের এ্যাকাউন্টেও নাকি ৫০ লাখ এসে গেছে.....।
প্রচন্ড খিদে পেয়েছে ভাবলাম এখানে তো দোকান পাট বন্ধ। সামনের দিকে যাই, ভালো কোন হোটেলে তৃপ্তি করে খাওয়া যাবে।
সামনে যতই যাই সবই দেখি ফাঁকা। হোটেলের বাইরে দাড়িয়ে থাকা স্বাগত জানানোর সেই লোকও নেই, যে কাস্টমার দেখলেই সালাম ঠুকে ওয়েলকাম করেন, শপিং মলের সিকিউরিটিও নেই। সবার এ্যাকাউন্টেই ৫০ লাখ এসে গেছে। মার্কেটে কেউ নেই।
সবজি ওয়ালা, চা ওয়ালা, সরবত ওয়ালা
ফাস্টফুড ওয়ালা কেউ নেই। সব কিছুই বন্ধ।
সকলের ঠিকানা এখন ব্যাঙ্কে ৫০ লাখ টাকা তোলার জন্যে। কেননা এখন আর কারো কাজ করার দরকার নেই, সবার কাছেই ৫০ লাখ আছে।
আমার এক বন্ধু ফোন করে বললো,
"আমি জব ছেড়ে দিয়েছি, আমার এ্যাকাউন্টে ৫০ লাখ টাকা আছে"
আমার এক বড় ভাই ফোন করে বললো,
"আমার আর্ট স্কুল অফ করে দিয়েছি"
"আমার আশেপাশের ছোট বোন আর স্কুলে যাচ্ছে না"
"আমার এক বন্ধু টিউশন পড়ানো বন্ধ করে দিয়েছে"
"নিপা নামের মেয়েটিও আর কলেজে যায় না"
"ইভান আর জব খু্ঁজে না"
'শ্রমিকরা আর কারখানায় যায় না, কলকারখানা সব বন্ধ"।
সবার এ্যাকাউন্টে ৫০ লাখ টাকা জমা আছে। সবাই এখন বড়লোক। সবাই সুর তুলছে, গান করছে, নৃত্য করছে.....
বিকেলে হাটতে হাটতে মাঠের দিকে গেলাম, কৃষকরা সবাই কাজ ছেড়ে বাড়িতে। কেউ নেই জমিতে। এখন তাদের রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করার আর দরকার নেই। তারা সবাই বড়লোক হয়ে গেছে। সবার এ্যাকাউন্টেই ৫০ লাখ টাকা।
৭ দিন পর দেখা গেল খিদের জ্বালায় লোক কাঁদছে।
কেননা, জমি থেকে কেউ ফসল তুলছে না, সমস্ত দোকানপাট বন্ধ, হোটেল, মেডিক্যাল সব বন্ধ। অসুস্থ হয়ে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কেননা, খাবার নেই, ডাক্তার নেই। পশুরাও না খেতে পেয়ে মরছে। জমিতে সবুজ ঘাস নেই, সোনালী ফসল নেই। শিশুরা খিদের জ্বালায় কাঁদছে, গোয়ালা দুধ দিচ্ছে না বলে।
মানুষ এখন ছুটছে মুঠো মুঠো টাকা নিয়ে। রাস্তায় রাস্তায় ঘুরছে পকেটে টাকা নিয়ে।
কাঁদছে মানুষ লক্ষ টাকা হাতে নিয়ে আর বলছে,
"এই ভাই নাও ১০ হাজার টাকা, আমাকে ২০০ গ্রাম দুধ দাও। দুদিন বাচ্চাটা না খেয়ে আছে।
১০ দিন বাদে মানুষ না খেতে পেয়ে মরছে। কিছু কিছু লোক টাকার ব্যাগ নিয়ে ঘুরছে রাস্তায়। এই নাও ভাই ৫ লাখ টাকা, "আমাকে ৫ কেজি চাল দাও। ১০ দিন থেকে না খেয়ে আছি।"
সব বাজার হাট বন্ধ হয়ে গেছে। শাক সবজি খাবার দাবার কারো কাছেই নেই। সবদিকে শুধু মৃত্যুর ছবি দেখা যাচ্ছে।
আমিও আমার ৫০ লাখ টাকা নিয়ে ছুটে বেড়াচ্ছি, নাও ভাই নাও ৫০ লাখ নিয়ে নাও,
তবুও কিছু খাবার দাও"।
কে কার টাকা নেবে, খাবার কারো কাছেই নেই। মানুষ মানুষের দিকে তেড়ে আসছে হিংস্র সিংহের মত। মনে হচ্ছে, মানুষ মানুষকে খাবে।
অচেনা একলোক তাড়া করেছে আমাকে, চিবিয়ে খাবে বলে।
ছুটছি আমি। আমি ক্ষুধার্ত মানুষ, কতটা আর ছুটব?
পড়ে গেলাম হোঁচট খেয়ে. ..মা গো করে চিৎকার করে উঠলাম.....
বউ তখন ঘুম থেকে লাফ দিয়ে উঠে "কি হলো তোমার ? সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠো, চোখে মুখে পানি দিয়ে আসো। এই তুমি বাচাঁও বাঁচাও বলে চেঁচাচ্ছিলে কেন? কোন খারাপ স্বপ্ন দেখছিলে নাকি ?"
আমি বললাম, "না, খারাপ নয়, ভালো দিনের স্বপ্ন। "
গরিব আমরা, কিন্তু ঘরে
"দুমুঠো খাবার তো আছে"
"তৃষ্ণার পানি তো আছে"
"শিশুরা খেলছে"
"পশুরা মাঠে ঘাস খাচ্ছে"
"দোকানে ভিড় আছে"
"যানবাহন চলছে তো চলছে"
"মানুষের সমাগম চলছে"
"বাগানে ফুল ফুটছে"
প্রকৃতি হাসছে.....
অনেকে ভাবে সৃষ্টিকর্তা আল্লাহ কেন ধনী গরীব সৃষ্টি করছে?
সবাইকে তো চাইলে ধন সম্পদ দিতে পারতো। সবাইকে সুখ শান্তি দিতে পারতো।
বাস্তবতা হল ধনী গরীব বৈষম্য আছে বিধায় এখনও পৃথিবী টিকে আছে এবং কেয়ামত পর্যন্ত টিকে থাকবে।
সবাই ধনী হলে কি হতো দেখেছেন তো--।।।তাই আমি গরীব, আপনি বড়লোক।।।
সংগৃহীত।

08/05/2025

যৌতুক বিহীন বিয়ে করায় রংপুর জামায়াত ২০ নবদম্পতি কে উপহার দিয়েছে।

রংপুরের গঙ্গাচড়ায় যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে উপহার দেওয়া হয়েছে। বুধবার (৭ মে) বিকেলে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে এবং গঙ্গাচড়া মানবকল্যাণ ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে এ সংবর্ধনা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

নবদম্পতির পরিবারগুলোকে উপহার হিসেবে দেওয়া হয় স্বর্ণালংকার, নগদ অর্থ, খাট, তোশক, বালিশ, কম্বল, আলমারিসহ সাংসারিক জীবনের প্রয়োজনীয় বিভিন্ন আসবাবপত্র।

04/05/2025

মুসলীমরা কি সত্যিই সন্ত্রাসী ? কারা মুসলীমদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করছে ? বিশ্ব ইতিহাস কি বলে এই সম্পর্কে ?
✔ হিটলার, একজন নাস্তিক । কেহ কেহ তাকে খ্রিস্টানও বলে । হিটলার ৬০ লক্ষ ইহুদি হত্যা করেছিলো। পুরো পৃথিবীতে ২ কোটি মানুষ তার বিশ্বযুদ্ধকালীন সন্ত্রাসের ফলে নিহত হয়েছিল ।
✔ জোসেফ স্ট্যালিন, একজন নাস্তিক । সে ২০ মিলিয়ন (২ কোটি) মানুষ হত্যা করেছে এবং ১৪. ৫ মিলিয়ন (১কোটি ৪০ লক্ষ ৫০ হাজার)মানুষ অসুস্থ হয়ে ধুকে ধুকে মারা গেছে।
✔ চেঙ্গিজ খান - শামন বা ভূত পুজারী । কেহ কেহ তাকে বৌদ্ধ ধর্মের অনুসারীও বলে । মধ্যযুগে পুরো পৃথিবীতে ৪ কোটি মানুষ খুন করেছিল । তার সময়ে পৃথিবীর সর্বমোট জনসংখ্যা আনুমানিক ১৫কোটি ছিল । যার মধ্যে এক তৃতীয়াংশ সে এবং তার পরিবারই হত্যা করেছিল।
✔ মাও সেতুং একজন বৌদ্ধ। ১৪ থেকে ২০ মিলিয়ন (প্রায় ২কোটি) মানুষ হত্যা করেছে ! প্রচন্ড নারী লিপ্সু এই নরপিশাচ নিজে পেট পুরে খেলেও তার দেশে প্রায় ৩ কোটি মানুষ না খেতে পেয়ে দুর্ভিক্ষে মারা গিয়েছিল ।
✔ মুসোলিনী (ইটালী) একজন খ্রিষ্টান। সেই ১৪ লাখ মানুষ হত্যা করেছে ! আলজেরিয়া ও আবিসিনিয়াতে মুসলীমদের উপর গণহত্যা চালিয়েছিল । তার নিজ দেশের ১ লাখ লোক তার গুপ্ত হত্যার শিকার হয়েছিল ।
✔ অশোকা একজন হিন্দু। প্রাচীন যুগের এক নরপিশাচ । যে তার নিজ সৎ ভাইদের নৃশংস কায়দায় খুন করেছিল । তার সৎ মায়েদেরকেও সে রেহােই দেয় নাই । কলিঙ্গ নামক একটি শান্তিপ্রিয় দেশ ছিল । কলিঙ্গ আক্রমণ করে সে কলিঙ্গের মোট জনসংখ্যার ৯০% মানুষকে হত্যা করেছিল । যাহা সেই সময়ে ছিল প্রায় ৪লাখ । এটা খ্রিস্ট পুর্ব ২য় শতকের ঘটনা ছিল ।
✔ হ্যারি ট্রম্যান -- একজন খ্রিস্টান । দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালীন সময়ে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে দুটি পারমানবিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে মাত্র ২দিনে ৫ লাখ মানুষকে হত্যা করেছিল ।
✔ জর্জ বুশ - খ্রিস্টান ধর্মের অনুসারী । কথিত ১/১১ এর নাটকের পরে সমৃদ্ধশালী আরব অঞ্চল গুলো দখল করার মিশনে নামে সে । ইরাকে, আফগানিস্থানে প্রায় ২ মিলিয়ন ( ২০ লক্ষ) মানুষ হত্যা করেছে ! ইরাককে এতীম শিশুদের দেশে পরিণত করেছিল ।
✔ আং সাং সুকি -- বৌদ্ধ ধর্মের অনুসারী । তথাকথিত নোবেল বিজয়ী এক নরপিশাচীনি । আমেরিকার দালাল হিসাবে তার নিজ দেশেই কুখ্যাতি রয়েছে । বার্মার গৃহযুদ্ধে তার দল জড়িত । রোহিঙ্গা নামক পুরো একটি জনগোষ্ঠিকে তার নেতৃত্বেই গণহত্যা চালিয়ে নিশ্চিহ্ন ক

22/11/2024

iran @ফলোয়ার

Address

Chittagong Division
1705

Alerts

Be the first to know and let us send you an email when Fire fep posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fire fep:

Share