
08/09/2024
অবশেষে তারা নাকি ভেঙ্গে দিবে আমাদের মাইজভান্ডার দরবার শরীফ আমার একটা প্রশ্ন আমরা দেওয়ানবাবাভার ভক্ত না আমরা মাইজভান্ডার দরবার শরীফের ভক্ত আমরা তৌহিদি সুন্নি জনতা আপনারা যদি তৌহিদী হন তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিক আমরা গউছুল আজম মাইজভান্ডারী সৈনিক আমরা রাসূলের সৈনিক আমরা শেরে বাংলা শহ হুজুরের সৈনিক আমরা কারবালার সৈনিক আমরা নুরুল ইসলাম ফারুকী হুজুরের সৈনিক। আমরা যদি গর্জে উঠি তাহলে তোমাদেরকে খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদেরকে এত ক্ষমতা দিয়েছে যুগ যুগ ধরে অনেকেই মাজার ভাঙ্গার চেষ্টা করেছেন। আমার আল্লাহর রহমতে কেউ আমার আল্লাহ বন্ধুদের মাজার ভাঙতে পারেনি ইনশাআল্লাহ ভবিষ্যতে কেউ আল্লাহর ওলীদের মাজার ভাঙতে পারবে না ওই মাজার গুলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা রক্ষা করব এবং আমাদের সাথে রয়েছে আমাদের গাউছিয়া কমিটি বাংলাদেশের সৈনিক, ইসলামিক ছাত্র সেনা, ইসলামিক ছাত্র দল, ইসলামিক ফাউন্ডেশন।