
07/09/2025
চোখ রাখুন-
আজ রাত ১১টা ৩০ মিনিট থেকে শুরু হবে বিরল ব্লা'ড মুন, যা চলবে পুরো ৮২ মিনিট। আকাশ জুড়ে দেখা যাবে র'ক্তিম চাঁদের অপূর্ব দৃশ্য। বাংলাদেশ থেকেও সহজেই দেখা যাবে এই মহাজাগতিক সৌন্দর্য, যদি আকাশ পরিষ্কার থাকে। আজকের রাত হবে সত্যিই বিশেষ।💗 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“সূর্য ও চাঁদ কারো মৃ'ত্যু'র জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না।
বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সুতরাং তোমরা যখন এগুলো দেখবে, তখন সালাত আদায় করো এবং দোয়া করতে থাকো,যতক্ষণ না তা শেষ হয়।”
📚(সহিহ বুখারি, হাদিস: ১০৪৪; সহিহ মুসলিম, হাদিস: ৯০১)