CHT Daily News

CHT Daily News CHT Daily News | Local News, Regional News, CHT News, In-depth Analysis and Opinion | Chittagong Hill Tracts.

Get CHT Daily News, Current Affairs, Unreported Local News, In-depth Analysis and Opinions from Chittagong Hill Tracts of Rangamati, Khagrachari, and Bandarban. Get latest breaking news, south eastern news of three hill districts, Rangamati, Khagrachari, Bandarban, local news, regional news, daily cht news, lifestyle, culture, policy, politics, law and justice, economics, crime, current affairs, l

ocal news, In-depth analysis and opinion from three hilly districts of Chittagong Hill Tracts, southeastern part of Bnagladesh.

21/10/2025

জুলাই সনদে ৫০টির অধিক জনগোষ্ঠীদের ও পার্বত্য চুক্তির কথা উল্লেখ করা হয়নি: প্রতিবাদ সমাবেশে রুমেন চাকমা।

ব্যানারে, অবিলম্বে রোডম্যাপ ঘোষণাপূর্বক পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন কর!

রাঙ্গামাটি পার্বত্য জেলায় বাঘাইছড়ি উপজেলায় সেটেলার বাঙালি কর্তৃক জুম্মদের কমপক্ষে ১০টি ঘরবাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট, পার্বত্য চট্টগ্রাম চুক্তি লঙ্ঘন করে বান্দরবানে সার্কেল চীফের সার্টিফিকেটের প্রাধান্যতা শিথিলকরণ, সেটেলার বাঙালিদের অযৌক্তিক দাবির প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুর্নবাসন এবং আভ্যন্তরীণ উদ্ভাস্তু নির্দিষ্টকরণ ও পুর্নবাসন সম্পর্কিত টাস্কফোর্সের নির্ধারিত সভা স্থগিতকরণের প্রতিবাদে --- এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ ২১ অক্টোবর ২০২৫, বিকালে ঢাকার শাহবাগে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন এর যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।

20/10/2025

পুর্নবাসিত বাঙ্গালিদের সংগঠনের বাঁধায় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা স্থগিত করায় ৩৩ জন বিশিষ্ট নাগরিকদের উদ্বেগ

বিস্তারিত কমেন্টে লিংকে...

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট কনটিনজেন্টকে প্রত্যাহারসিএইচটি ডেইলি নিউজ, ১৬ অক্টোবর ২...
16/10/2025

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট কনটিনজেন্টকে প্রত্যাহার

সিএইচটি ডেইলি নিউজ, ১৬ অক্টোবর ২০২৫, আন্তর্জাতিক: জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট কনটিনজেন্টকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তে বৈশ্বিক শান্তিরক্ষায় বাংলাদেশের পুলিশের দীর্ঘদিনের ভূমিকা ও ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

১৮০ সদস্যের এই কনটিনজেন্টের মধ্যে ৭০ জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। তারা আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরে আসবেন। মাত্র দুই মাস আগে এই কনটিনজেন্টের অংশ হিসেবে জাতিসংঘের একমাত্র সর্ব-মহিলা পুলিশ ইউনিট মোতায়েন করা হয়েছিল।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর কাছে আসা জাতিসংঘের নথিতে কঙ্গো, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং দক্ষিণ সুদানের বিভিন্ন মিশনে ধাপে ধাপে সদস্যসংখ্যা কমানো ও প্রত্যাবাসনের পরিকল্পনা উল্লেখ করা রয়েছে।

ওই নথি অনুযায়ী, বাংলাদেশই একমাত্র দেশ যাদের পুরো কনটিনজেন্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে ক্যামেরুন, সেনেগাল ও মিশরের মতো দেশের কনটিনজেন্ট আংশিকভাবে হ্রাস করা হবে।

জাতিসংঘ ও বাংলাদেশ পুলিশ সূত্র জানায়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে চলমান অর্থ সংকটের কারণেই এই সদস্যসংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের একজন অতিরিক্ত ডিআইজি নিশ্চিত করেছেন, জাতিসংঘের বাজেট সংকোচন ও সংস্থার জনবল কমানোর নীতির কারণে বাংলাদেশের এফপিইউ ইউনিটকে নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, "কঙ্গোতে জাতিসংঘ মিশনের পুলিশ কমিশনার আমাদের ইউনিট কমান্ডারকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাইনি। বাংলাদেশের এফপিইউ সব সময় ভালোভাবে দায়িত্ব পালন করেছে, তাই এই সিদ্ধান্তটি বেশ হতাশাজনক।"

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শাহাদত হোসেন বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

তবে পাঁচ বছর আগে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করা পুলিশের এক অতিরিক্ত পুলিশ সুপার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের কূটনৈতিক দুর্বলতাকেই প্রকাশ করছে।

তিনি বলেন, "জাতিসংঘ সাধারণত সদস্যসংখ্যা কমালে তা সব দেশের ক্ষেত্রেই আংশিকভাবে প্রযোজ্য হয়। কিন্তু এবার পুরো বাংলাদেশ এফপিইউকে নভেম্বরের মধ্যে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। এটি পুলিশের জন্য যেমন হতাশার, তেমনি জাতির জন্যও। সরকারের উচিত ছিল জাতিসংঘের সঙ্গে আলোচনায় যাওয়া।"

সূত্র জানায়, ২০ অক্টোবরের মধ্যে ১৬২ জন সদস্যকে প্রত্যাবাসন করা হবে, আর বাকি ১৮ জন প্রশাসনিক ও লজিস্টিক কার্যক্রম সম্পন্ন করে নভেম্বরের মধ্যভাগে ফিরবেন।

বর্তমান এই দলটি আগস্টে কঙ্গো পৌঁছে ১০ সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু করে। মাত্র এক মাস পরই জাতিসংঘ তাদের ফেরার নির্দেশ দিয়েছে।

২০০৫ সাল থেকে কঙ্গোতে বাংলাদেশ পুলিশের নারী এফপিইউ ইউনিট দায়িত্ব পালন করছে। চলতি বছরের আগস্টে ওই নারী ইউনিটের মেডেল প্যারেডে জাতিসংঘ মহাসচিবের কঙ্গো বিষয়ক বিশেষ প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, এটি ছিল জাতিসংঘের পক্ষ থেকে বিরল এক স্বীকৃতি, যা ইউনিটটির প্রতি তাদের আস্থা প্রকাশ করে।

অন্তত ১০ জন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, এ সিদ্ধান্ত জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের জন্য বড় ধাক্কা। এক কর্মকর্তা বলেন, "তিন দশকেরও বেশি সময় ধরে এই ইউনিট দেশের জন্য সম্মান ও গৌরব বয়ে এনেছে। সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে যদি এটি বন্ধ হয়ে যায়, তা হবে গুরুতর আঘাত।"

এক নারী সিনিয়র কর্মকর্তা বলেন, "সরকারের সক্রিয় উদ্যোগের অভাবে আমাদের পুলিশ এখন পুরোপুরি কোণঠাসা অবস্থায়, জাতিসংঘের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারছে না। অথচ নারী এফপিইউর ভূমিকা কেবল পুলিশের অর্জন নয়—এটি জাতীয় গৌরব, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরে। এটি ঠিক করতে হলে সরকারকে এখনই দৃঢ় পদক্ষেপ নিতে হবে।"

১৯৮৯ সাল থেকে বাংলাদেশ পুলিশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পুলিশের প্রথম মিশন ছিল নামিবিয়ায়।

২০২৫ সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২১ হাজারেরও বেশি কর্মকর্তা বিশ্বজুড়ে ২৪টি দেশে ২৬টি মিশনে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, দক্ষিণ সুদান ও মধ্য আফ্রিকা।

তথ্য সূত্রঃ ইত্তেফাক/এমএএম

08/10/2025

হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরীর সড়ক দু’র্ঘট’নায় মৃ’ত্যুর প্রতিবাদের ও উপযুক্ত ক্ষতিপূরণ ও দো’ষীদের শা’স্তি বিচারের দাবিতে বিচার না হয়া পর্যন্ত চট্টগ্রাম-হাটহাজারী-রাঙামাটি মহাসড়ক যান চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছে হেফাজত।

আজ সকাল ৭ টা থেকে হাটহাজারী সদরে অব’রো’ধ ও বি’ক্ষো’ভ কর্মসূচি চলছে...।

07/10/2025
06/10/2025

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন' এর আয়োজনে খাগড়াছড়ির গুইমারাতে গুলিবর্ষণে নিহতদের স্মরণে ঢাকায় প্রদীপ প্রজ্জ্বলনে যে দাবি জানানো হয়

গতকাল ৬ অক্টোবর ২০২৫, শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ আয়োজন করা হয়।

06/10/2025

কক্সবাজারে ফানুসে বুদ্ধের ছবি এঁকে, ফিলিস্তিনের মুক্তি ও গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে প্রবারণা পূর্ণিমায়
ফানুস‌ উড়িয়েছে। Ramu | Coxbazar | Probarona Purnima

06/10/2025

‘লোকজন এখনো ভয় পায়, রামেসু বাজারে আসে না। কিন্তু আমি ভয় পাই না। আমার তো আর হারানোর কিছু নেই। আমার ছেলে এখানেই মারা গেছে। আমার মনে হয়, সে এখনো এখানেই আছে।’

~ ক্রাসং মারমা, সেনাবাহিনীর গুলিতে নিহত আথ্রাউ মারমার মা।

তথ্য সূত্রঃ প্রথম আলো

বিস্তারিত কমেন্টে লিংকে...⤵️🖇️

06/10/2025

Request to nobel winner Dr. MD Yunus, stop this violations, stop this genocide and stop this land grabbing: Shirdatta Tanchangya from France.

05/10/2025

We want to independent investigation and justice for the communal violence of attacks & killings on Jumma people in Guimara, Khagrachari: a jumma from France.


03/10/2025

রণধীর জয়সোয়াল সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং নিয়মিতভাবে সেই দায় অন্যের ওপর চাপানোর প্রবণতা দেখিয়ে আসছে।’

অন্তর্বর্তী সরকারের আত্মসমালোচনা করা উচিত বলেও এ সময় মন্তব্য করেন । তিনি আরও বলেন, ‘তাদের জন্য এখন যথোপযুক্ত হবে আত্মসমালোচনার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে স্থানীয় উগ্রপন্থীদের দ্বারা সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ ও ভূমি দখলের ঘটনাগুলো গুরুত্বসহকারে তদন্ত করা।’

01/10/2025

একটি ক্ষত স্থান শুকাতে না শুকাতেই আরও একটি ক্ষতস্থান, কতগুলো ক্ষত শুকাবো প্রশ্ন অ্যাড. নিকোলাস চাকমার

Address

Rangamati, Khagrachari, Bandarban
Chittagong Hill Tracts

Website

Alerts

Be the first to know and let us send you an email when CHT Daily News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share