04/11/2025
এই সমাজে এক অদ্ভুত প্রবণতা দেখা যায়—যেখানে ব্যক্তির যোগ্যতা কম, সেখানে নিজের অপ্রতুলতা ঢাকার জন্য খোঁচা মারার রবার্তন শক্তি বেশি। কেউ যখন নিজের কাজ বা মেধা নিয়ে অপর্যাপ্ত বোধ করে, তখন অন্যের ত্রুটি ধরিয়ে দেয়াই তার আত্মরক্ষা হয়ে ওঠে। খোঁচা মার| তাদের কাছে শুধু ত্রুটি খোঁজ নয়; এটি স্বমর্যাদা রক্ষা, সামাজিক দম্ভ দেখানো এবং নিজের অনাস্থা লুকানোর উপায়।
তবে বাস্তবতা হলো—খোঁচা মেরে কেউ বড় হয় না, বরং মনুষ্যিক সম্পর্কই ক্ষতিগ্রস্ত হয়। যিনি সত্যিই যোগ্য, তিনি ধৈর্য্য ও নম্রতায় দুর্বলতাকে গোপন করেন না; বরং উন্মোচন করে সহানুভূতিতে নিয়ে যান। খোঁচা মারার বদলে সমালোচনা যদি নির্মাণমূলক হতো, আমাদের সংসার ও কর্মক্ষেত্র অনেক ভালো হতো।
অবশেষে বলা যায়—নিজের ক্ষমতা বৃদ্ধির চেষ্টা করাই প্রকৃত শক্তি। যোগ্যতা বাড়ালে আর খোঁচা মারার সহজ পথটি প্রয়োজন থাকবে না; সম্পর্ক থাকবে সচ্ছ ও সম্মানজনক।