Md. Rajulislam Rabby

Md. Rajulislam Rabby আমি পাঁচমিশালি তত্ত্বে আক্রান্ত

I'm a developer 😂 😂 😂👇👇👇👇👇👇👇👇👇
10/01/2023

I'm a developer 😂 😂 😂

👇👇👇👇👇👇👇👇👇

My life,my rules. 🤣
30/12/2022

My life,my rules. 🤣

Youtube Thumbnail Design.Trying
29/12/2022

Youtube Thumbnail Design.

Trying

পরিস্থিতি মানুষকে কখন কোথায় এনে দাঁড় করায় বলা মুশকিল। একসময়ের দাপুটে অভিনেত্রী সাফা করির এখন বিআরটিসি বাসের কন্ডাকটর।
24/12/2022

পরিস্থিতি মানুষকে কখন কোথায় এনে দাঁড় করায় বলা মুশকিল।
একসময়ের দাপুটে অভিনেত্রী সাফা করির এখন বিআরটিসি বাসের কন্ডাকটর।

07/12/2022

৯ তারিখ রাত ৯টায় ব্রাজিলের খেলা।
রাত ১টায় আর্জেন্টিনার।
সকাল হলে ভারত বাংলাদেশ ম্যাচ।
সাথে ঢাকায় বিএনপির সমাবেশ!

R I P বাংলাদেশি জনগন 🙂

07/12/2022

ভার্সিটি যাওয়ার জন্য বের হইছি, তো এলাকায় কিছু ছোট ভাইদের লগে দেখা। দেইখা কইলো, ভাই দুআ কইরেন সহ সভাপতি হইছি। কইলাম তোমার জন্য তো দুআ আছেই। সাথে সাথে আশেপাশের আরও ৪-৫ জন বইলা উঠলো, ভাই আমাদের জন্যও দুআ কইরেন। কইলাম ঠিক আছে, তোমরা নাহয় পরের বার হবা। ওমা, কয় ভাই এইবারই তো হইছি সবাই। শুইনা কিছু কইলাম না, মুচকি হাইসা হাঁটা দিলাম।

অটো তে উঠলাম, ড্রাইভারের পাশের সিটে। অটো চালাইতেছে আর গল্প করতেছে আমার লগে। হটাৎ কয়, "বুঝলেন মামা, খুব ব্যস্ততা যাইতেছে এই কয়দিন। সহ সভাপতি হইছি তো!" আমি ঢোক গিললাম, বেটায় বলতে লাগলো, "আমার মেজো আর ছোট পোলাও পদ পাইছে, যুগ্ম সাধারণ সম্পাদক।" আমি আচ্ছা বইলা অটো থেকে নাইমা গেলাম। ভাড়া মিটায়া জিজ্ঞাসা করলাম,"তাইলে তো আর অটো চালানো লাগবো না, নাকি মামা?" কি জানি, মুখে খুব একটা আলোর রেখা পাইলাম না!

যাইহোক বাসে উঠলাম। সামনে এক যাত্রীর লগে হেল্পারের ভাড়া নিয়া কথা কাটাকাটি। যাত্রী বলতেছে, "ওই বেটা জানোস কার লগে তর্ক করোস? আমি ভেড়ামারার সাধারণ সম্পাদক। একদম দিমু ধইরা।" হেলপারও কম যায়না, কইলো "আমি খেজুরবাগের যুগ্ম আহ্বায়ক। ভাড়া দেন মিয়া ।" এই কাইজ্জা শেষে আমার কাছে আসার পর দিলাম হাফ ভাড়া, আমারে জিগায় আমি কম দিছি কেন। কইলাম, "মামা আমার আসলে তোমার মতো কোনো পদ নাই, তয় আমি হইলাম স্টুডেন্ট।" লোকটার মলিন চেহারা চোখে ভাসে এখনও।

বাস থেকে নাইমা রিক্সা নিলাম। একটু পর দেখি রাস্তায় একটু পরপর এক রিক্সাওয়ালা আরেক রিক্সাওয়ালা রে সালাম দেয়। জিগাইলাম ঘটনা কি? কইলো ওরা সবাই নাকি সহ সভাপতি।

ভার্সিটি তে ঢুকার সময় সিকিউরিটি মামা রে জিগাইলাম, "আপনিও কি পদ পাইছেন এবার?" উত্তর দিলো, "এককালে সহ সভাপতি ছিলাম মামা, সামনে আবারও হওয়ার ইচ্ছা আছে।"

ক্লাসে বইসা আছি, স্যার লেকচার দিতেছে। সেদিকে আমার মন নাই, মন টা খুব খারাপ। নিজেরে ছোট লাগতেছে খুব। ১৬ কোটি মানুষের মধ্যে আমি বাদে সবাই সহ সভাপতি/সাধারণ সম্পাদক/যুগ্ম সাধারণ সম্পাদক! জীবন যুদ্ধে এতোটা পিছানোও কি সম্ভব!

বর্তমানে ইন্টারনেটের সহজলভ্যতার কারণে অনলাইনে উপার্জন করা বেশ সহজ হয়ে গেছে। বিশেষ কোনো ডিগ্রি বা দক্ষতা না থাকলেও অনেকে...
06/12/2022

বর্তমানে ইন্টারনেটের সহজলভ্যতার কারণে অনলাইনে উপার্জন করা বেশ সহজ হয়ে গেছে। বিশেষ কোনো ডিগ্রি বা দক্ষতা না থাকলেও অনেকে বাড়িতে বসে অনলাইনে মাসে হাজার হাজার টাকা ইনকাম করছেন। কিছু অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট ও রিসোর্স আছে, যা কাজে লাগিয়ে অনলাইনে আয় করতে পারবেন। জেনে নিন এসব সম্পর্কে -

PTC ওয়েবসাইট থেকে ইনকাম: আপনি NeoBux, BuxP-এর মতো পেইড-টু-ক্লিক (PTC) ওয়েবসাইটগুলিতে গিয়ে অ্যাডে ক্লিক করে অনলাইনে অর্থ উপার্জন করতে পারেন। এই সাইটগুলি রেফারেন্স প্রোভাইডের মাধ্যমে আপনাকে টাকা রোজগার করতে সাহায্য করবে।

ভিডিও দেখে টাকা ইনকাম: আপনি আপনার সুবিধামতো কয়েকটি শর্ট ভিডিও দেখেও অনলাইনে টাকা রোজগার করতে পারেন। এর জন্য আপনি রিসার্চ ফার্ম Nielson-এর দ্বারস্থ হতে পারেন। এমনকি InboxDollars-ও আপনাকে ভিডিও দেখার জন্য অর্থ প্রদান করবে।

সোশ্যাল মিডিয়ায় স্পনসরড প্রোডাক্ট প্রোমোট করুন: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিও আপনাকে অনলাইনে টাকা রোজগার করতে সাহায্য করতে পারে। কারণ এমন অনেক সংস্থা আছে যাদের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, তাহলে সংস্থাগুলি আপনাকে তার জন্য বেশ কিছু টাকা দেবে। এর জন্য আপনাকে Twitter, Instagram, বা Facebook-এর মতো সোশ্যাল মিডিয়ায় সংস্থাগুলির প্রোডাক্ট সম্পর্কিত কিছু ছবি পোস্ট করার পাশাপাশি তাদের প্রোডাক্টগুলির গুণগতমান সম্পর্কে বিশদে এবং ভালো রিভিউ দিতে হবে।

ওয়েবসাইট টেস্ট করা: আপনি অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট টেস্ট করে অর্থ উপার্জন করতে পারেন। ওয়েবসাইটগুলি কিছু সময় ধরে ঘাটাঘাটি করার পর সেগুলোর ভুলত্রুটি সম্পর্কে ডেভেলপারদের সহায়তা করলে আপনি সহজেই বেশ কিছু টাকা রোজগার করতে পারবেন। এর জন্য ওয়েবসাইটির লুক, সাইটটিকে দেখে আপনার কি প্রতিক্রিয়া, এবং সেটির কার্যকারিতা সম্পর্কে যাবতীয় বিবরণ ডেভলপারদেরকে প্রোভাইড করতে হবে। এরকম কয়েকটি প্ল্যাটফর্ম হল Enroll, UseTesting, এবং TestingTime।

নতুন অ্যাপ ইনস্টল করে ইনকাম: ScreenLift, Fronto, Slidejoy, Ibotta, Sweatcoin-এর মতো অ্যাপগুলো ইনস্টল করেও আপনি টাকা রোজগার করতে পারেন। পাশাপাশি এই ধরনের অ্যাপগুলো ইন্সটল করলে আপনি রিওয়ার্ড এবং ক্যাশব্যাকও পেতে পারেন।

গেম খেলা: আপনি গেম খেলেও কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল Mistplay, Lucktastic, Swagbucks এবং Second Life। এর মধ্যে কিছু সাইট PayPal বা গিফট কার্ডের আকারে আপনাকে অর্থ প্রদান করবে।

মতামত শেয়ার: আপনি বাড়িতে থেকেই বেশ কিছু সাইটের অনলাইন সার্ভেতে অংশ নিয়ে খুব সহজেই টাকা রোজগার করতে পারবেন। Google Opinion Rewards, Poll Pay-এর মতো অ্যাপগুলো আপনাকে এই কাজে সাহায্য করবে।

পুরনো গিফট কার্ড বিক্রি করুন: আপনার কাছে যদি কিছু পুরনো গিফট কার্ড থেকে থাকে তাহলে সেগুলি বিক্রি করেও অনলাইনে টাকা রোজগার করতে পারেন। আপনার কাছে জমে থাকা গিফট কার্ডগুলিকে CardCash-এর মাধ্যমে অনলাইনে বিক্রি করে আপনি লোভনীয় ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন।

কোন ফোকাস গ্রুপে যোগ দিন: টাকা রোজগারের জন্য কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট টেস্টিং বা ফোকাস গ্রুপে যোগদান করুন। অনলাইনে অর্থ উপার্জনের জন্য FocusGroup.com, User Interviews, এবং Respondent.io-এর মতো গ্রুপগুলো রয়েছে।

ছবি বিক্রি: আপনার সংগ্রহে যদি পুরনো বা নতুন ছবি থেকে থাকে, তাহলে আপনি সেই ছবি স্টক ফটোগ্রাফি ওয়েবসাইটে বিক্রি করতে পারেন, যারা সবসময় বিভিন্ন ধরনের ছবি কেনে। আপনি Getty Images, Shutterstock-এর মতো জনপ্রিয় স্টক ফটোগ্রাফি সাইটগুলিতে ছবি আপলোড করতে পারেন। সাইট থেকে আপনার ফটোগুলি বিক্রি হওয়া মাত্রই তারা আপনার কাছে টাকা পৌঁছে দেবে।

অনলাইনে আয় করার নানা সুযোগ থাকলেও কিছু কিছু ক্ষেত্রে প্রতারণার মুখে পড়তে হতে পারে। অনলাইনে কাজ করে রাতারাতি কোটিপতি বনে যাওয়ার সুযোগ নেই। তাই এ ধরনের প্রতারণামূলক কাজের ক্ষেত্র থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে।

02/12/2022

Mawa Ferryghat Tour

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Md. Rajulislam Rabby posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Rajulislam Rabby:

Share