29/12/2024
😔লজ্জা লাগে যে আমি বাংলাদেশের নাগরিক
কাল থেকে একটা ছবি নিউজফিডে বেশ ঘুরপাক খাচ্ছে। সেইটা হলো,Mr. Momentwala নামে ফেইসবুকের এক ফটোশেয়ারিং গ্রুপের সাঙ্গু নদীতে কিছু আদিবাসী নারীর কনসার্ন ছাড়া গোসলের ছবি তুলে। যার ক্যাপশন ছিলো "স্নান করিতে লাগে ভালো" 😑
সেই বিষয়ে আমারই ছোটভাই প্রগতি আর পরিচিত একজন আপু একটি পোস্ট করেছেন,যা নিয়ে বেশ কথা বার্তা হচ্ছে। যা হয়তো দুজনের সাথেই দুজনের পার্সপেক্টিভ থেকে ক্ষেত্রবিশেষে দ্বিমত এবং একমত।
তা নিয়ে আমার ছোট্ট মতামত শেয়ার করতে চাচ্ছি..
আমাদের পাহাড় অধ্যুষিত এলাকায় সারাদিন জুমের চাষ করে এখনো পাহাড়ি নারী ও পুরুষ নদীতে একসাথে গোসল করে আসছে। তার কিছু কারণও আছে। পাহাড় এলাকা হওয়ায় ঝিরি ঝর্না অথবা নদীর আশেপাশে প্রচুর পাথর থাকায় সেখানে নরমাল নলকূপ বসানো সম্ভব না। পানির স্তর অনেক নিচে। আর যদি একটা গভীর নলকূপ বসাতে যান তা করতে যে পরিমাণ টাকা লাগে আর অনেক সময় টাকা থাকলেও বসানো সম্ভব হয় না অতিরিক্ত পাথুরে এলাকা হওয়ার কারণে।
আর এই যে একসাথে গোসল করার ব্যাপারটা, আপনি হয়তো যেইটা সমতলে চিন্তাও করতে পারছেন না। কিন্তু সেইটা এখনো পাহাড়ে হচ্ছে, আর আপনাকে কেউ এমন নজরে তাকাবেও না।
এখন সমস্যাটা কোথায়। কিছু মানুষ দাবি করছেন, নদী তো পাব্লিক প্লেস,এইখানে এই ছবি গুলো তুলতে কারো কনসার্ন লাগবে কেন। নদীকে পাব্লিক প্লেসের নামে এইসব গোসলের মত সেন্সেটিভ ছবি তোলাকে নরমালাইজড করছে।
কেউ ব্যাখ্যা করতে চাইছে এইগুলো বাচ্চাদের গোসলের ছবি। যদিও ছবিতে পূর্ণ বয়ষ্ক নারীদের দেখা যাচ্ছে, তাতেও যদি মনে করি এইগুলো বাচ্চা তাহলে তো তা আরো বেশি অপরাধ। আজ থেকে ১০ বছর পর যখন এই ছবিগুলো ওরা নিজেরা দেখবে তাহলে কি ওরা কমফোর্টেবল ফিল করবে বলুন তো?নদী কেন্দ্রিক এলাকায় গোসল শুধুমাত্র পাহাড়ী এলাকা না,যেকোন নদী কেন্দ্রিক এলাকাতে গেলেই এই দৃশ্য চোখে পড়বে।
এখন আপনি পাব্লিক প্লেসের ব্যাখ্যা দিয়ে যে ফটোগ্রাফিক সেন্সে ছবিটি তোলেন,কারো অনুমতি ছাড়া ব্যক্তিগত গোসলের ছবি তোলাটা কি উচিত?যদি মনে করেন হ্যাঁ, তাহলে আপনি এই কাজটি একটি বার সমতলেও চেষ্টা করে দেখবেন।
পাহাড়ে ঘুরতে যান,তাতে হয়তো আমি বাধা দিব না। কিন্তু সমস্যাটা আমাদের অন্য জায়গায়। পর্যটনস্পট হওয়ার পর থেকে কিছু সুশীল মানুষের সাথে বেশ কিছু ভিন্ন চিন্তা ধারার মানুষেরও আনাগোনা বেড়ে চলেছে। কিছু ক্রিপ মানুষজনও আছে। মাঝে মাঝে এমন দেখি পাহাড়ে বেড়াতে গেলে ভ্লগ করার নামে কারো কনসার্ন ছাড়া মানুষের বাড়িতে ঢুকে পড়ছেন, মেয়েদের ছবি তুলছেন, কারো প্রাইভেসি নষ্ট করছেন। এইসব কি ঠিক মনে হয়? অন্যকে শো পিস হিসেবে না দেখে, যদি আমরা কখনো নূন্যতম পাওয়ারের পজিশনেও থাকি কোনো কিছুর দ্বারা কেউ যেন অসম্মানিত না হয়, সেইটা নিয়েও কি আপনাদের ভাবা উচিত নয় কি?????