TL14 Sports

TL14 Sports Updates
Stories
Stats
and more

Diogo Jota, 28, has tragically passed away in a reported car accident.Just two months ago, he was celebrating Liverpool’...
03/07/2025

Diogo Jota, 28, has tragically passed away in a reported car accident.

Just two months ago, he was celebrating Liverpool’s Premier League triumph. A month later, the winger lifted the Nations League trophy with Portugal. And only two weeks ago, he tied the knot. 💔

🚨 History Made: For the first time in history, the Bangladesh Women’s Football Team has qualified for the AFC Women’s As...
02/07/2025

🚨 History Made: For the first time in history, the Bangladesh Women’s Football Team has qualified for the AFC Women’s Asian Cup! 🇧🇩⚽

A crucial win against Bahrain and a hard-fought victory over host nation Myanmar sealed their spot in next year’s tournament in Australia. 🫡

Massive congratulations to Afeida Khandaker and the entire team!

01/07/2025

🚨🤫 আমার সমুদ্র খুব ভালো লাগে 🌊🐅

থাকবে?! 🙂
30/06/2025

থাকবে?! 🙂

সিলেট স্ট্রাইকার্স কি বিপিএলে আর থাকবে?

বিপিএলের প্রথম দুই আসরে ছিল “সিলেট রয়েলস"। এরপর ২০১৫ সালে আসে “সিলেট সুপারস্টার্স"। ২০১৬ মৌসুমে সিলেট ছাড়াই বিপিএল হয়। বহু আশা দেখিয়ে “সিলেট সিক্সার্স" এলেও দলটি দুই মৌসুমের বেশি টিকতে পারেনি (২০১৭ ও ২০১৯)। তারপর ২০১৯-২০২০ বিপিএলে ছিল “সিলেট থান্ডার" নামে, আর ২০২২ বিপিএলে খেলেছে “সিলেট সানরাইজার্স"। বিপিএলের প্রায় প্রতি আসরেই নতুন মালিকানায় নতুন নামে সিলেটের দল আসা যেন এক রীতি হয়ে দাঁড়িয়েছিল!

এরপর ২০২৩-এ আসে “সিলেট স্ট্রাইকার্স"। এসেই সেবার ফাইনাল খেলে দলটি। কিন্তু পরের দুই মৌসুমে তাদের পারফরম্যান্স পুরোপুরি বিপরীত ছিল। আর এবারের পরিস্থিতি তো একদম করুণ। তবে যে যাই বলুক, সিলেটের যত ফ্র্যাঞ্চাইজি এসেছে, তাদের মধ্যে একমাত্র স্ট্রাইকার্সই সবচেয়ে বেশি—৩ মৌসুম বিপিএল খেলেছে।

মাঠের পারফরম্যান্স ছাড়াও মাঠের বাইরের নানা বিষয় নিয়ে বিপিএল শুরুর আগেই দলটির অবস্থা শোচনীয়। এখন প্রশ্ন উঠতেই পারে, তারা আর বিপিএলে থাকতে পারবে কিনা।

দেখুন, সামনের মৌসুম থেকে তাদের দেখতে না পেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। মাঠ ও মাঠের বাইরের পারফরম্যান্স, স্পন্সর সংকট, আর তার ওপর বিপিএল থেকে কোনো ফ্র্যাঞ্চাইজির লাভ না হওয়া—সব মিলিয়ে দলটির থাকার কোনো প্রেরণাই নেই।

তবে এটাও মনে রাখতে হবে, সিলেটের এই দলটি টানা ৩টি বিপিএলে ছিল। তাদের একটি ফ্যান বেইজও তৈরি হয়েছে। এই অবস্থায় যদি তারা চলে যায় এবং আবার নতুন মালিকানায় নতুন নামে আসে, তাহলে দর্শকদের ধৈর্য আর থাকবে কিনা সন্দেহ। এক সিলেট থেকেই ৬ নামের দল এসেছে বিপিএলে, তার ওপর যদি আরও একটি আসে?

এর চেয়ে, যদি বর্তমান মালিকপক্ষ থাকতে না চায়, তবে তাদের উচিত এই দলটির জন্যই নতুন মালিক খুঁজে বের করা। আর নতুন নামে সিলেটের নতুন দল হয়তো সিলেটবাসীও দেখতে চাইবে না। এমনটা হওয়াও উচিত নয়। আর কত? স্ট্রাইকার্স-এর জন্যই নতুন মালিক দেখেন!

ব্যক্তিগত মতামত: বিপিএলটা বিভাগীয় শহরভিত্তিক দল নিয়েই হওয়া উচিত। অর্থাৎ, ৮ বিভাগীয় শহরের ৮ দল নিয়ে বিপিএল আয়োজন হোক—এটা ...
30/06/2025

ব্যক্তিগত মতামত: বিপিএলটা বিভাগীয় শহরভিত্তিক দল নিয়েই হওয়া উচিত। অর্থাৎ, ৮ বিভাগীয় শহরের ৮ দল নিয়ে বিপিএল আয়োজন হোক—এটা আমি মনে করি কমবেশি সবারই অনেকদিনের স্বপ্ন বা আকাঙ্ক্ষা।

বিপিএলের প্রথম ২টি আসর কিন্তু এভাবেই হয়েছিল। ২০১২ সালে ৬ বিভাগের ৬ দল (রংপুর ও ময়মনসিংহ বিভাগ বাদে), এবং ২০১৩ সালে যুক্ত হয় রংপুর রাইডার্স।

কিন্তু ব্যাপারটা এলোমেলো হতে শুরু করে ২০১৫ সাল থেকে, কুমিল্লা বিপিএলে আসার পর থেকেই। কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাঝখানে ৭ আসর খেলে ৪ বার চ্যাম্পিয়ন হয়ে বিপিএলের সেরা দলের তকমাটাও এখন তাদের কাঁধেই। যদিও তারা আর বিপিএলে নেই এবং ভবিষ্যতে ফিরবে কিনা বলা মুশকিল, তবে কুমিল্লার বিপিএলে থাকাটা কখনোই ভালো লাগতো না। এটা শুধুমাত্র তারা কোনো জেলা—এই একটা কারণেই; আর অন্য কোনো কারণ নেই।

আরও একটা কারণ, কুমিল্লা চট্টগ্রাম বিভাগের অধীনে একটি জেলা। তো একই বিভাগ থেকে দুটি দল আসাটাও অদ্ভুত দেখায়।

৬টি বিভাগের সাথে একটি জেলা—জিনিসটা দেখতেও অস্বাভাবিক লাগে। আবার যখন দেখি রাজশাহী বিভাগের কোনো দল থাকে না, আবার ২০১৫ সালে বিভাগ হিসেবে আত্মপ্রকাশের পরেও ময়মনসিংহ অঞ্চলের কোনো ফ্র্যাঞ্চাইজি কখনো বিপিএলে আসেনি—ব্যাপারটা খুবই খারাপ লাগে।

আজকে যদি কুমিল্লা বিভাগ হতো এবং তারা বিপিএলে না থাকতো, তখন বলতাম—“বিপিএলে কুমিল্লা বিভাগ নেই কেন?”—ঠিক যেমনটি ময়মনসিংহের ক্ষেত্রে বলছি।

কুমিল্লার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, কিংবা ময়মনসিংহের সাথেও আমার কোনো বিশেষ সম্পর্ক নেই। ব্যাপারটা ক্রিকেটীয় দৃষ্টিকোণ এবং ঐসব অঞ্চলের মানুষের কথা চিন্তা করেই বলা পুরোটাই। কেউ ভিন্নভাবে নেবেন না দয়া করে।

পরবর্তী বিপিএলে অংশ নিতে আবেদন করে রেখেছে নোয়াখালী। কুমিল্লা নিতে পারলে নোয়াখালীও নিতে চাইবে—এটাই স্বাভাবিক। তাই ভবিষ্যতে যদি বগুড়া, নড়াইল, মাগুরা, দিনাজপুরসহ অন্যান্য জেলা বিপিএলে আসতে চায়, তাহলে ব্যক্তিগতভাবে আমি অবাক হবো না।

দিনশেষে ব্যাপারটা এলোমেলোই থেকে গেল। আবারও বলছি, বিপিএলটা বিভাগীয় শহরভিত্তিক দল নিয়েই (৮ বিভাগের ৮ দল) করা উচিত।

বিসিবি চাইলে জেলা ভিত্তিক কোনো লিগ আয়োজন করতে পারে। যেমন ধরুন—চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত সকল জেলাকে নিয়ে একটা “চট্টগ্রাম বিভাগীয় লিগ” আয়োজন হলো। এরকম অন্য ৭ বিভাগেও একই ধরনের লিগ হতে পারে ঐসব বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলো নিয়ে। তারপর সব বিভাগের চ্যাম্পিয়নকে নিয়ে (অর্থাৎ, ৮ বিভাগীয় লিগের ৮টি চ্যাম্পিয়ন জেলা দল) একটি চ্যাম্পিয়ন্স লিগ আয়োজন করলে ভিন্নরকম এক প্রতিযোগিতা এবং উন্মাদনা তৈরি হবে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

আবার ধরুন, এসব লিগে যারা ভালো করবে তারা যদি বিসিবির নজরে পড়ে এবং ভবিষ্যতে বিপিএল কিংবা অন্যান্য ঘরোয়া লিগে সুযোগ পাওয়ার রাস্তা তৈরি হয়—তাহলে খারাপ কী?

যাই হোক, দিনশেষে আবারও বলছি—বিপিএলটা ৮ বিভাগীয় শহরের ৮ দল নিয়েই আয়োজন করা উচিত।

---

এটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামতের জায়গা থেকে লেখা যেটা আপনার সাথে সম্পূর্ণ মিলবে এমন কোন কথা নেই৷ আপনি নিজের মতামত জানাতে পারেন। ধন্যবাদ!

🚨 Sayan's Global, a local organization, has expressed interest in entering the BPL with the team Noakhali Royals. They h...
30/06/2025

🚨 Sayan's Global, a local organization, has expressed interest in entering the BPL with the team Noakhali Royals.

They have already submitted an application to the BCB, expressing hope that Noakhali's participation will add significant brand value to the tournament.

#নোয়াখালী

😬
30/06/2025

😬

🚨 NO CHITTAGONG IN BPL 2026!? 😱❌

There's little reason for Durbar Rajshahi to remain in the BPL. However, the shocker comes as Chittagong Kings, the 2025 runner-up, may also be excluded from the upcoming season due to their payment fiasco and unresolved bank guarantee issues.

The BCB is reportedly planning to replace both franchises, and if necessary, reduce the number of teams in the tournament.

In a dramatic turn, a well-reputed industrial group from NOAKHALI has shown strong interest in securing a BPL franchise!

#নোয়াখালী

Rangpur Riders' jersey unveiled for GSL 2025.📸: T Sports
29/06/2025

Rangpur Riders' jersey unveiled for GSL 2025.

📸: T Sports

46 players of Bangladeshi origin from 14 different nations will participate in a mega trial today at the National Stadiu...
28/06/2025

46 players of Bangladeshi origin from 14 different nations will participate in a mega trial today at the National Stadium in Dhaka, as they aim to don the red and green someday! 🇧🇩⚽

📸: BFF

🇦🇪🦅 Dubai Capitals squad for GSL 2025:✈️s1. Rovman Powell 🇯🇲2. Keshav Maharaj 🇿🇦3. Gulbadin Naib 🇦🇫4. Niroshan Dickwella...
27/06/2025

🇦🇪🦅 Dubai Capitals squad for GSL 2025:

✈️s
1. Rovman Powell 🇯🇲
2. Keshav Maharaj 🇿🇦
3. Gulbadin Naib 🇦🇫
4. Niroshan Dickwella 🇱🇰
5. Kadeem Alleyne 🇧🇧
6. Sediqullah Atal 🇦🇫
7. Kaleem Sana 🇨🇦
8. Jordan Johnson 🌴
9. Dominic Drakes 🇧🇧
10. Jesse Bootan 🇹🇹
11. Aryaman Verma 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿
12. Ibrahim Masood 🇦🇫

🇦🇪s
13. Farhan Khan
14. Zeeshan Naseer
15. Khalid Shah

সিঙ্গাপুর ও হংকং—ব্যক্তিগতভাবে এই দুই দেশের প্রতি আমার সবসময়ই অদ্ভুত এক ভালো লাগা কাজ করে। মনে মনে সবসময় চেয়েছি, এশিয়ার ...
27/06/2025

সিঙ্গাপুর ও হংকং—ব্যক্তিগতভাবে এই দুই দেশের প্রতি আমার সবসময়ই অদ্ভুত এক ভালো লাগা কাজ করে। মনে মনে সবসময় চেয়েছি, এশিয়ার ক্রিকেটে যেন একদিন তারা পরাশক্তি হয়ে উঠে।

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে বাংলাদেশকে হারিয়ে হংকং তাদের সম্ভাবনার জানান দিয়েছিল। ২০১৮ এশিয়া কাপেও ভারতকে কাঁপিয়ে দিয়েছিল তারা—যদিও শেষ পর্যন্ত জয়টি আসেনি সেদিন। তবুও হংকং নিয়ে একটা আলাদা আশাবাদ কাজ করত। মনে হতো, একদিন তারা নিয়মিত এশিয়া কাপ খেলবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে শক্তিশালী অবস্থান গড়ে তুলবে।

২০২২ টি-টোয়েন্টি এশিয়া কাপে খেলার পর ২০২৫-এর আসরেও হংকং অংশ নিতে যাচ্ছে, যা অবশ্যই ইতিবাচক। তবে বলতেই হয়, যেভাবে এগিয়ে যাবে ভেবেছিলাম—হংকং সেভাবে এগোয়নি।

সিঙ্গাপুরের ক্ষেত্রেও একই রকম অনুভব। একবার তারা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে জিম্বাবুয়েকে হারিয়েছিল। আর টিম ডেভিড তো ছিল যেন আশার এক আলোকবর্তিকা। ২০২১ সালে যখন তিনি আইপিএলে আরসিবির হয়ে ডাক পান, তখনো ছিলেন একজন সিঙ্গাপুরিয়ান। তবে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনি ডাক পান অস্ট্রেলিয়া জাতীয় দলে এবং সেখান থেকেই হয়ে যান একজন অজি।

যদিও তার জন্ম সিঙ্গাপুরে, বেড়ে ওঠা ও ক্রিকেটের বিকাশ হয়েছে অস্ট্রেলিয়ায়। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং খেলেন বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্স-এর হয়ে।

টিমের বাবা রড ডেভিড ১৯৯৭ সালের আইসিসি ট্রফিতে সিঙ্গাপুরের হয়ে খেলেছিলেন। পরিবারসহ তারা পাড়ি জমান অস্ট্রেলিয়ায়, তখন টিমের বয়স ছিল মাত্র ২ বছর। সেখানেই তার ক্রিকেটের শেকড় গড়ে ওঠে—পার্থের বয়সভিত্তিক দল থেকে উঠে খেলেন বিগ ব্যাশ, এরপর ফিরে গিয়ে ২০১৯ সালে সিঙ্গাপুরের জাতীয় দলের হয়ে অভিষেক ঘটান।

একইভাবে হংকংয়ের হয়ে ২০১৪ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা মার্ক চ্যাপম্যান এখন নিউজিল্যান্ড জাতীয় দলে নিয়মিত সদস্য। তার মা হংকঙ্গার, বাবা কিউই। ২০১৫-১৬ মৌসুমে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নাম লেখান স্থানীয় ক্রিকেটার হিসেবেই। এরপর নিয়মিতই খেলতেন নিউজিল্যান্ডের ঘরোয়া লিগে৷ হঠাৎই একদিন শুনি ২০১৮ সালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজের জন্য নিউজিল্যান্ডের স্কোয়াডে ডাক পেয়ে যান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে কিউইদের হয়ে অভিষেক হয়ে যায় চ্যাপম্যানের। তারপর থেকে তিনি পুরোপুরি নিউজিল্যান্ডেরই খেলোয়াড়।

বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে হংকং ২৪ নম্বরে এবং সিঙ্গাপুর ৩৮ নম্বরে। ২০২৫ এশিয়া কাপের বাছাইপর্ব পার করে হংকং মূলপর্বে জায়গা করে নিয়েছে—এটা নিঃসন্দেহে স্বস্তির খবর। তবে সবচেয়ে হতাশাজনক হলো—এই দুই দলই ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই। কারণ তারা নিজেদের অঞ্চল, এশিয়া-প্যাসিফিক কোয়ালিফায়ারের সাব-রিজিওনাল রাউন্ডেই থেমে গেছে।

দুই দলই ‘এ' গ্রুপে ৬টি করে ম্যাচ খেলে চারটিতে জিতে যথাক্রমে ৩য় ও ৪র্থ স্থানে থেকে আসর শেষ করে। আর নিয়ম অনুযায়ী গ্রুপের শীর্ষ দুই দলই রিজিওনাল ফাইনালে ওঠে।

'এ' গ্রুপ থেকে উঠেছে মালয়েশিয়া ও কুয়েত, 'বি' গ্রুপ থেকে উঠেছে সংযুক্ত আরব আমিরাত ও কাতার। ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে এসেছে জাপান ও সামোয়া। এর বাইরে স্বাগতিক ওমান, পাপুয়া নিউগিনি ও নেপালসহ মোট ৯টি দল রিজিওনাল ফাইনাল খেলবে, যেখানে শীর্ষ ৩ দলই পাবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ।

এই অঞ্চল থেকে সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে জাপান ও কাতারকে বিশ্বকাপে দেখতে চাই—যদিও নেপাল ও ওমান যথেষ্ট যোগ্য প্রতিদ্বন্দ্বী।

অনেকেই হয়তো একমত হবেন না, তবে আমার বিশ্বাস—টিম ডেভিড এবং মার্ক চ্যাপম্যান যদি তাদের জন্মভূমির হয়েই আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতেন, তাহলে আজ হয়তো এই দুই দেশ—সিঙ্গাপুর ও হংকং—ক্রিকেটে ভিন্ন উচ্চতায় পৌঁছে যেত। এখন আপনি পালটা যুক্তি দিতেই পারেন যে যেকোনো একজন তো আর হিসেবনিকেশ পালটে দিতে পারে না তবে এটা আমার ব্যক্তিগত মতামত। আমি আসলেই মনে করি এরা নিজ নিজ জন্মভূমির হয়ে খেললে দেশ দুটি আজ অন্য অবস্থানে থাকতো৷

যদিও স্বীকার করি, একজন খেলোয়াড় ভালো সুযোগ পেলে তা লুফে নিতেও দোষের কিছু নেই৷ তারা সে সুযোগটিই নিয়েছেন যা শ্রদ্ধা করি৷

তবুও আফসোস থেকে যায়—বিশ্বকাপ যখন ২০ দলের, তখনো এই প্রিয় দুই দল নেই। এখন হংকং ও সিঙ্গাপুর না থাকায় এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপে আরব আমিরাতের পাশাপাশি কাতার ও জাপানকে দেখতে চাই।

---

শেষ কথা:
এই লেখাটি পুরোপুরি আমার ব্যক্তিগত মতামতের ভিত্তিতে। আপনি একমত হতে পারেন, নাও হতে পারেন। আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ!

27/06/2025

😇💜

Address

Chittagong Port

Website

Alerts

Be the first to know and let us send you an email when TL14 Sports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TL14 Sports:

Share