25/12/2025
এমন তো হওয়ারই ছিল। এবারের বিপিএল একদম শুরু থেকেই ভালো লাগছিল না। এত তাড়াহুড়া করে বিপিএল আয়োজন, কিংবা নিলামের আগের দিন আনামুল হককে নিয়ে যা হলো—সব মিলিয়ে বিপিএল নিয়ে একদম মাথা ঘামানোই বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আজকে যা যা হলো, তা নিয়ে কিছু না বলেও পারছি না।
বিপিএল শুরুর ২৪ ঘণ্টা আগেই মালিকানা ছেড়ে দিয়েছে চট্টগ্রাম রয়েলসের মালিকপক্ষ। এদিকে, যথাযথ প্র্যাকটিস সুবিধা না পাওয়ার ক্ষোভে মাঠ ছেড়ে সিএনজিতে করে ফিরে গেছেন নোয়াখালী এক্সপ্রেসের দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের।
দেখেন, বিপিএল শুরুর আগে বিসিবির বড় বড় কথা যে এবার এই করে ফেলবো, সেই করে ফেলবো, কোনো ছাড় নাই, হেন-তেন। কিন্তু বাস্তবে দেখেন, কিছুই হলো না। ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান কিন্তু এমন কিছু একটা হবে সেটার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন গত মাসে একটি ইন্টারভিউতে।
আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখেন এত তাড়াহুড়া করে, এত কম সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করা কি সম্ভব? দলগুলোর স্পন্সর ম্যানেজ করা বা অন্যান্য সুবিধা নিশ্চিত করা এত কম সময়ের মধ্যে বেশ ঝামেলার। তাও আবার দেখেন—ঢাকা ক্যাপিটালস আর রংপুর রাইডার্স বাদে বাকি চারটিই নতুন ফ্র্যাঞ্চাইজি। ক্যাপিটালসের আবার এটি মাত্র দ্বিতীয় মৌসুম।
প্রথমে নোয়াখালী এক্সপ্রেস বিপিএলে ছিল না। পাঁচ দলের বিপিএল হওয়ার কথা ছিল শুরুতে। এরপর ষষ্ঠ দল হিসেবে যুক্ত করা হয় নোয়াখালীকে, এবং এদের মালিকানা পায় দেশ ট্রাভেলস। এই দেশ ট্রাভেলস আবার প্রথমে আবেদন করেও কোনো দল পায়নি। কিন্তু পরে এমন কী দেখল বিসিবি, যে তাদের বিপিএলে দল দেওয়া উচিত মনে হলো?
চট্টগ্রামের দায়িত্ব যাদের দেওয়া হলো, তারা শুরু থেকেই বিভিন্ন কারণে সমালোচিত ছিল। তিনজন বিদেশি ক্রিকেটার না আসার বিষয়টি নিশ্চিত হয়েছে। এ ছাড়া অন্যান্য দেশি খেলোয়াড়রাও টাকা পাবে কি না—সে নিয়েও চিন্তিত। বিসিবি দলটির দায়িত্ব নিলেও এই শঙ্কাগুলো কাটছে না। এখন তাদের নতুন করে বিদেশি ক্রিকেটার খুঁজতে হবে।
খালি একটাই প্রশ্ন জাগে যে এর আগের টানা পাঁচ বিপিএলে কোনো ঝামেলা ছাড়াই অংশ নেওয়া খুলনা টাইগার্সকে বিসিবি এবার দল দেয়নি, কিন্তু কী বুঝে নোয়াখালী ও চট্টগ্রাম দলগুলোকে মালিকানা দিল—আল্লাহই জানে।
যাই হোক, আগামীকাল থেকে বিপিএলের ১২তম আসর শুরু। বিশ্বাস করেন ভাই, আরও মাসখানেক আগেই এই বিপিএল থেকে মন উঠে গেছে। এমনটা এর আগে কখনোই হয়নি। সামনে আরও কী কী হয়, সেটাই এখন দেখার অপেক্ষায় রইলাম।