
16/08/2025
আমাদের দেশে দাঁড়ি হলে চাকরি হয়না,আর তাদের দেশে দাঁড়ি ছাড়া চাকরি হয়না!!
প্রিয় আফগানিস্তান! ❤🫶🤲🏽
বরকত হলো বছরের পর বছর পার হয়ে গেলেও ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন না পড়া। কারণ আল্লাহ আপনার স্বাস্থ্যে বরকত রেখেছেন।
বরকত হলো
আয়ের পরিমাণ কম কিন্তু পরিবারের সকলের সব ধরনের প্রয়োজন পুরণ হয়ে যায়। মাস শেষে কখনো ঋণ করতে হয়না।
বরকত হলো
ঘরের ছোট-বড় প্রয়োজনীয় আসবাবপত্র দীর্ঘ সময় ধরে ভালোভাবে ব্যবহার করতে করতে পারা। নষ্ট না হওয়া, ভেঙ্গে না যাওয়া।
বরকত হলো
ঘর ছোট, সম্পদ কম কিন্তু শান্তিতে ভরপুর। পরিবারের সকলের সাথে সকলের সম্পর্ক ভালো ও আন্তরিকতায় পরিপূর্ণ।
বরকত হলো — মানুষজনের সাথে পরিচিতি ও বন্ধুবান্ধব কম। কিন্তু যে ক'জনই আছে সবাই সহানুভূতিশীল ও বিশ্বস্ত।
বরকত মানে শুধু টাকা-পয়সার প্রাচুর্য নয়। বরকত মানে কম থাকলেও তাতে তৃপ্তি পাওয়া, কঠিন কাজও সহজে সম্পন্ন হয়ে যাওয়া, আর অল্প জিনিসেই হৃদয়ের প্রশান্তি খুঁজে পাওয়া 🌹💜
আসুন আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি - আলহামদুলিল্লাহ 🥰❤️