22/10/2025
দারসুল কুরআন! খুব কঠিন বিষয়। এটা আলেম-ওলামাদের কাজ। আমাদের মতো মাদ্রাসায় না পড়া শিক্ষার্থীদের ওদিকে না আগানোই ভালো। এরকম ই ভাবতাম।
ছাত্রশিবির প্রথম বোঝালো এটা কত সহজ এবং কত দরকারি।
সহীহ তেলাওয়াতের পর অনুবাদ। নামকরণ আর প্রেক্ষাপট। ব্যাখা করো,শিক্ষা নাও। ছয়টি পয়েন্ট। ব্যস! তাহলেই শুদ্ধভাবে দারস বলতে, লিখতে ও বুঝতে পারবে।
শিক্ষাব্যবস্থা আমাদের ভয় দেখায়। "পিএইচডি করো কিন্তু দারস শেখা তোমার কাজ না, ওটা উচ্চমার্গীয়(!), ওটা অস্পৃশ্য।"
জ্ঞানের সব সেক্টর দখল করো, 'Everything from something and Something from everything' নীতি অবলম্বন করো,আরো কত কি। শুধু ত্বলাবুল ইলমের ক্ষেত্রে 'হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে'।
দারসুল কুরআন প্রোগ্রামে বাঁধা দিয়ে তো লাভ নাই। আমরা কুরআন শিখতেই থাকবো, শেখাতেই থাকবো ইনশাআল্লাহ।
🖋️ মোস্তাকুর রহমান জাহিদ,
ভি পি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।