28/09/2025
ঘটনা কিন্তু আসলে কেক বানানো নিয়ে না! ঘটনা অন্য জায়গায়, ঘটনা হচ্ছে কেন সে চল্লিশটা কেক একদিনে বিক্রি করতে পারে! একেকটা কেক আট পিস, ১ টা কেকের দাম হচ্ছে ৮০০ টাকা, তাহলে চল্লিশটা থেকে একদিনে কত টাকা পাওয়া যাবে, তার কত লাভ হয়ে যাচ্ছে আর এই লাভের জন্যই এত গবেষণা!
তার কেন এত লাভ হয়ে যাচ্ছে এটা বাকি যারা কেক বানায় তাদের এটা সহ্য হচ্ছে না!
এই কেক বানানো baker-রাও কিন্তু হয়তো ভালো কেক বানায়, খুবই ভালো কেক বানায় কিন্তু জানে না কি করে বাজিমাত করতে হয়!
এদের রাগ একটাই যে আমাদের মাথায় এতদিন ধরে idea আসলো না কেন??!! আমরা তো এতদিন ধরে কেক বানানোর পরেও এত বড় ব্যবসা করতে পারলাম না!
এই যে ওরা করে ফেললে, আরও বড় কথা হচ্ছে স্বামী তার বউকে এত প্রশংসা করে, স্বামী তার বউকে এভাবে এগিয়ে নিচ্ছে,ওদের হাসবেন্ড ওদেরকে একটু হেল্প করে না।
এই এত সব হিংসা তো মোটামুটি এই ভদ্রলোকের পেছনে লাগার কারণ হলো প্রথমত উনি দিনে অনেক টাকা earn করে ফেলছেন,
দ্বিতীয়ত উনি যদি পারে আমরাও পারতাম, কিন্তু আমাদের মাথায় তো আইডি আসলো না
তৃতীয়ত একজন মানুষের এত সাফল্য এটা তো সহ্য করা যাবে না
তাই সবাই ঝাঁপিয়ে পড়লেন ভদ্রলোকের উপরে আর ভদ্রলোকের বউ এর উপরে!
বানানো সম্ভব কি অসম্ভব, তা তো আপনারা চোখের সামনেই দেখছেন! তাহলে কেন বারবার প্রশ্ন—কেমন করে বানান, কীভাবে বানান! একটু ভালো করলেই পা ধরে টেনে নিচে নামাবে! এই দেশের লোকেরা এতটাই অলস যে কেউ যদি এত পরিশ্রম করে কিছু বানায়, সেটাও মানতে নারাজ। চোখের সামনে প্রমাণ দেখার পরেও!
© FOOD KHABO