It's Rabbi

It's Rabbi I am Rabbi Tuhin How are you my viewers

21/11/2023
গুদমারানি কাকু
19/11/2023

গুদমারানি কাকু

ভালোবাসা মানেই চিপায় গিয়ে পুটকি মারার ধান্দা।😅
19/11/2023

ভালোবাসা মানেই চিপায় গিয়ে পুটকি মারার ধান্দা।😅

লিজেন্ড রাই কিছু বলে যান।
19/11/2023

লিজেন্ড রাই কিছু বলে যান।

The editor is Legend
19/11/2023

The editor is Legend

19/11/2023

ভালোবাসা।😅

ফুটা বালতি হতে সাবধান! ১. আপনি সুন্নতি দাড়ি রেখেছেন কিন্তু বেপর্দা মেয়ে দেখে দৃষ্টি নত করেন না। (ফুটা বালতি!)২. আপনি হিজ...
19/11/2023

ফুটা বালতি হতে সাবধান!

১. আপনি সুন্নতি দাড়ি রেখেছেন কিন্তু বেপর্দা মেয়ে দেখে দৃষ্টি নত করেন না। (ফুটা বালতি!)

২. আপনি হিজাব পড়েন কিন্তু সাথে মেকাপ আর পারফিউম দিয়ে। (ফুটা বালতি!)

৩. পাঁচ ওয়াক্ত নামাজই যথাসময়ে পড়েন আপনি কিন্তু নামাজে মোটেও মনোযোগ, খুশুখুজু নেই। (ফুটা বালতি!)

৪. সাধারণ মানুষের সামনে আপনি খুবই বিনয়ী কিন্তু বাসায় আসলেই পরিবারের সাথে কর্কষভাষী আর বদমেজাজি। (ফুটা বালতি!)

৫. বাসায় মেহমান আসলে যত্নের সাথে মেহমানদারী করেন, কিন্তু তারা চলে গেলে তাদের খুঁটিনাটি দোষত্রুটির গীবত করা শুরু করেন। (ফুটা বালতি!)

৬. আপনি অনেক দানসদকা করেন আবার যাদেরকে দান করলেন তাদেরকে খোঁটা দিয়েও কথা বলেন। (ফুটা বালতি!)

৭. আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, কুরআন তিলাওয়াত করেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রেখেছেন। (ফুটা বালতি!)

৮. রোযা রেখে ক্ষুধা-তৃষ্ণার কষ্ট সহ্য করছেন অথচ আপনিই কাউকে গালি দেন, উপহাস করেন, অভিশাপ দেন। (ফুটা বালতি!)

৯. আপনি মানুষের অনেক উপকার করেন, কিন্তু সেটা করেন মানুষের মধ্যে আপনার নামকাম প্রচার হওয়ার জন্য, খ্যাতির জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই না। (ফুটা বালতি!)

১০. আপনি ফেসবুকে দ্বীনী পোস্ট দেন, ইসলামিক লেখালেখি করেন, কিন্তু তা লাইক-ফলোয়ার বাড়ানোর জন্য, আল্লাহর জন্য না। (ফুটা বালতি!)

ফুটা বালতিতে যতই পানি ভরেন, তা কি সেখানে থাকবে??

আল্লাহ আমাদের সবাইকে উপলব্ধি করার তৌফিক দিন। আমীন

বেশি দামে বিক্রি করার আশায় গুদামে রাখা পেঁয়াজএখন মা হতে চলেছে 🫣🫣সিন্ডিকেট মারানিরা দেশটাকে ফুল পথে পথে করে দিছে।
17/11/2023

বেশি দামে বিক্রি করার আশায় গুদামে রাখা পেঁয়াজ
এখন মা হতে চলেছে 🫣🫣
সিন্ডিকেট মারানিরা দেশটাকে ফুল পথে পথে করে দিছে।

হুদাই ভইরা দিছে 😅
17/11/2023

হুদাই ভইরা দিছে 😅

ডেকিসুগি নোবিতার সত্যিকারের বন্ধু কিন্তু নোবিতা তাকে পছন্দ করে না
17/11/2023

ডেকিসুগি নোবিতার সত্যিকারের বন্ধু কিন্তু নোবিতা তাকে পছন্দ করে না

একদম নিষেধ 🥺🙏
16/11/2023

একদম নিষেধ 🥺🙏

14/11/2023

মজাদার ফালুদা রেসিপি একটি চমৎকার রেসিপি।

মজাদার ফালুদা রেসিপি উপকরণ:
🔸দুধ ১ লিটার
🔸 ফালুদা মিক্স – এক প্যাকেট
🔸সবুজজেলি ১টেবিল চামচ ( ফালুদা মিক্স এর প্যাকেটে
ভিতরে এই জেলি পাওয়া যাবে)
🔸লাল জেলি ১টেবিল চামচ ( ফালুদা মিক্স এর প্যাকেটের
ভিতরে এই জেলি পাওয়া যাবে)
🔸কলা ১ টেবিল চামচ
🔸আপেল ১টেবিল চামচ
🔸আনার ১ টেবিল চামচ
🔸আইসক্রিম ১ টেবিল চামচ

বিশেষ দ্রষ্টব্য : আপনাদের ইচ্ছেমতো বিভিন্ন ধরনের ফল কম বেশি ব্যবহার করতে পারেন। এবং আইসক্রিম আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন।

মজাদার ফালুদা রেসিপি প্রণালী

🔸প্রথম ধাপ

প্রথমে আমরা দুই ধরনের জেলি প্রিপারেশন করে নিব। জেলি তৈরি করার জন্য একটি পাত্র নিয়ে নিবো। পাত্রে এক কাপ পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। যখন পানি গরম হয়ে আসবে তখন এক প্যাকেট জেলি দিয়ে দিব।

এখন এই মিশ্রন টাকে কিছুক্ষণ নাড়তে থাকব। যখন পানি একটু কমে আসবে তখন এটাকে একটা ছড়ানো প্লেটে / বাটিতে নিয়ে নেব। এখন এই প্লেট টাকে নরমাল রেখে ঠাণ্ডা করে নিব। যখন এটা ঠান্ডা হয়ে আসবে তখন এক ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দেবো। এমন করে অন্য জেলিটা তৈরি করে নিব।

🔸দ্বিতীয় ধাপ

এখন একটি ছড়ানো পাত্রে এক লিটার পরিমাণ দুধ দিয়ে দিব। দুধটাকে কিছুক্ষণ জ্বাল করে ঘন করে আনব। একটু ঘন হয়ে আসলে এক প্যাকেট ফালুদা মিক্স দিয়ে এটাকে নাড়তে থাকতে হবে এক প্যাকেট ফালুদা মিক্স দিয়ে এটাকে নাড়তে থাকতে হবে। এ পর্যায়ে নাড়া বন্ধ রাখা যাবে না।

নাড়া বন্ধ করে দিলে নিচ থেকে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা নাড়তে নাড়তে যখন দেখা যাবে নুডুলস এবং সাবুদানা গুলো সিদ্ধ হয়ে গেছে। তখন চুলা অফ করে দিতে হবে। চুলা থেকে নামানোর পর।

🔸তৃতীয় ধাপ

এখন এই ফালুদা টা পরিবেশনের জন্য আপনার আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারেন। আমি যেভাবে করেছি তা এখানে বলে দিচ্ছি। একটি বাটিতে কিছু ফালুদা মিক্স দিব। তারপর দুই ধরনের জেলি দিব। তারপর কলা এবং আপেল দিব।

এখন আবার কিছু ফালুদা মিক্স দিব এখন আবার কিছু ফালুদা মিক্স দিব। এখন কিছু ফল এবং দু দিক দিয়ে দুই ধরনের জেলি দিয়ে দিব। তারপর আইসক্রিম দিব। আপনারা আপনাদের মত করে নিবেন। এইতো দেখলেন তো ঘরে বসে কত সহজেই ফালুদা তৈরি করা যায়। 😋

09/11/2023

ভুলে যাও Ex কে🥴🥴

খুঁজে নাও Next কে 🙊👀

কাওকে খুঁজে না পেলে 🐸🐸

Propose কর আমাকে 🙈🥵

Address

Chittagong

Telephone

+8801784606392

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's Rabbi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share