ShariYar AraBi

ShariYar AraBi আমি ছোট মানুষ সর্বদা আপনাদের ভালোবাসা এবং মহান আল্লাহতালার সহযোগিতা কামনা করি �
AlFi ShariYar AraBi

Permanently closed.
20/07/2025
19/07/2025
হেরা গুহা (غار حراء) ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। এটি সৌদি আরবের মক্কা নগরীর উপকণ্ঠে অবস্থিত, জাবাল ...
18/07/2025

হেরা গুহা (غار حراء) ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। এটি সৌদি আরবের মক্কা নগরীর উপকণ্ঠে অবস্থিত, জাবাল আন-নূর (আলোর পাহাড়) নামক পর্বতের চূড়ায় অবস্থিত একটি ছোট গুহা।

---

🌟 হেরা গুহার ইতিহাস:

1. প্রথম ওহির স্থান:

হেরা গুহাই সেই পবিত্র স্থান, যেখানে মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রথম ওহি লাভ করেন।

হিজরতের ১৩ বছর আগে, ৪০ বছর বয়সে, তিনি এখানে ধ্যান করছিলেন।

৬১০ খ্রিস্টাব্দে রমজান মাসের এক রাতে ফেরেশতা জিবরাইল (আঃ) এসে প্রথম ওহি পাঠ করেন –

> "اقْرَأْ" (ইক্‌রা – পড়ো)।
(সূরা আলাক ৯৬:১)

2. ধ্যান ও চিন্তনের জায়গা:

নবীজী (সা.) নবুওয়ত লাভের আগে থেকেই এখানে নিয়মিত ধ্যান ও একাগ্র চিন্তায় লিপ্ত থাকতেন।

তিনি সমাজের অন্যায়, কুসংস্কার ও অন্ধ বিশ্বাস দেখে মর্মাহত হতেন এবং এখানেই নির্জনে আল্লাহর দিকে মনোনিবেশ করতেন।

3. ভৌগোলিক তথ্য:

হেরা গুহা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬৪০ মিটার উঁচুতে।

গুহাটি খুবই ছোট – একজন বা দুইজন ব্যক্তি বসে থাকার মতো জায়গা।

4. আজকের অবস্থান:

হেরা গুহা এখন একটি ঐতিহাসিক ও তীর্থস্থান।

বহু হজযাত্রী ও মুসল্লিরা জাবাল আন-নূরে登登登登登登登登登登登登登登登登登登登登登登登登登登登登

18/07/2025
17/07/2025
12/07/2025
11/07/2025
10/07/2025

প্রিয় নবীর জুতা মোবারক সবাইকে দেখার সুযোগ করে দিবেন

08/07/2025

📖 কুরআন শরীফের ইতিহাস:

কুরআন শরীফ হল ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ, যা আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ওপর নাজিল করেছেন। এটি আরবি ভাষায় ২৩ বছর ধরে ধাপে ধাপে নাজিল হয়েছে।

প্রথম ওহি নাজিল হয় ৬১০ খ্রিস্টাব্দে, রমজান মাসে হিরা গুহায়। সেই সময় ফেরেশতা জিবরাঈল (আঃ) এসে বলেছিলেন— "ইক্‌রাআ" (অর্থ: পড়ো)। এভাবেই কুরআনের প্রথম আয়াত সূরা আলাক-এর মাধ্যমে শুরু হয়।

রাসুলুল্লাহ (সাঃ) এর সাহাবীরা কুরআনের আয়াত মুখস্থ করে রাখতেন এবং কেউ কেউ চামড়া, পাতার ওপর লিখেও রাখতেন। রাসুল (সাঃ)-এর ইন্তেকালের পর হযরত আবুবকর (রাঃ) ও পরে হযরত উসমান (রাঃ)-এর সময় কুরআনকে একটি Mushaf (বই) আকারে সংকলন করা হয়।

আজ পর্যন্ত কুরআনের একটি শব্দও পরিবর্তিত হয়নি। এটি একমাত্র ধর্মগ্রন্থ যা পুরো পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলমান মুখস্থ রেখেছেন—যাদের বলা হয় হাফেজ

Address

East Parokot, Chatkhil Dashgoria
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when ShariYar AraBi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share