পরিচ্ছন্ন চট্টগ্রাম

পরিচ্ছন্ন চট্টগ্রাম গুজব নয়,সত্যের সন্ধানে……

হত্যা,  চাঁদাবাজি আর ধর্ষণ দলের সৈনিক গাঞ্জা খেয়ে পড়ে থাকে দৈনিক
17/07/2025

হত্যা, চাঁদাবাজি আর ধর্ষণ দলের সৈনিক
গাঞ্জা খেয়ে পড়ে থাকে দৈনিক

এই দেশে রাজনীতি করার পরিনতি কী, জানেন? ইভেন আপনি খুন হওয়ার পর আপনার লাশের সাথেও রাজনীতি হবে। খুলনায় বিএনপি নেতার সাথে যে...
14/07/2025

এই দেশে রাজনীতি করার পরিনতি কী, জানেন?

ইভেন আপনি খুন হওয়ার পর আপনার লাশের সাথেও রাজনীতি হবে।

খুলনায় বিএনপি নেতার সাথে যেটা হলো।

এই লোকটা দলের কথাতে কুয়েটে রাম দা নিয়ে পোলাপানের উপর হামলা করতে যাইয়া নিজের সম্মান হারাইসে।

এরপর সে খুন হইলো।

বাট দল কী করলো?

শিবিরের উপর দায় দিয়ে দিল।

একেবারে উপরের নেতা থেকে শুরু করে শিক্ষিত এক্টিভিস্ট সবাই শিবিরকে ধুয়ে ফেলল।

এখন জানা যাচ্ছে খুন শিবির করে নাই।

খুন করছে কম্যুনিস্ট পার্টির তিন সন্ত্রাসী।

এখন সবাই চুপ।

যেহেতু পলিটিকাল স্বার্থ নাই, সেহেতু লাশেরও আর দাম নাই।

মাঝখান থেকে বৌটা স্বামি হারাইলো, ছেলে মেয়ে বাবা হারাইলো।

মাদক ব্যবসার টাকার ভাগ কিন্তু বড় বড় নেতারাও নিসে।

ওতেও শখ মিটেনি।

লাশ নিয়ে পর্যন্ত রাজনীতি করতে যাইয়া ধরা খাইয়া এখন চুপ মাইরা আছে।

এখন আর বিএনপি এই লোকটারে ঔন করবে না। লাশটারেও না।

সব ধামাচাপা পইড়া যাবে।

অথচ শিবিরের হাতে মরলে তখন সবার লাশের দাম থাকত।

এখন উনার লাশের দাম নাই।

অনেকেই বলেন, বাংলাদেশের রাজনীতি করতে গেলে মানুষের সম্মান থাকে না।

আর আমি বলি, বাংলাদেশের রাজনীতি করতে গেলে ইভেন আপনার লাশেরও কোন সম্মান থাকবে না।

এটাই বাস্তব। হাহাহা।

Sadiqur Rahman Khan

নৃশংসভাবে খুন করার পর ভিক্টিমের প্রতি খুনীদের কী  নির্মম প্রহসন!
12/07/2025

নৃশংসভাবে খুন করার পর ভিক্টিমের প্রতি খুনীদের কী নির্মম প্রহসন!

11/07/2025

খালেদা জিয়া ক্যান RAB গঠন কইরা নিজের দলের লোকই মারলো আর হাসিনা ১৭ বছর এদের কচুকাটা করলো কেনো আশা করি উত্তর পাইছেন।

মাজলুম এবং দূর্বল লোকদের কখনো ক্ষমতা দিয়েন না, এরা অতীত ভুলে যাবে এবং ফলশ্রুতিতে যা করবে আপনি জীবন দিয়ে তাঁর প্রতিদান দিবেন।

হাসিনা কি করে ১৬ বছর ক্ষমতায় রইলো, মানুষ ক্যান এদের ডাকে রাস্তায় নামে নাই, কেনো এদের দুঃখ দূর্দশায় কেউ নূন্যতম আফসোসও করে নাই বুজেন অন্যকে বুজান।

৫ আগস্টের আগে যে সকল নেতাকর্মী বিএনপির জন্য জীবন বিলিয়ে দিলো, তাঁরা কিংবা তাঁদের পরিবারের অবস্থাটা ভাবুন।

এখন যে বা যারা বিভিন্ন গ্রুপ, উপগ্রুপ কিংবা দখলবাজি আর ধান্ধাবাজিতে ব্যস্ত খোঁজ নিয়ে দেখুন ৫ আগস্টের আগে এরা কেউ রাজপথ তো দূরের কথা মিছিল মিটিংয়ে ছিলো না, তাহলে যারা ছিলো তাঁরা কোথায়??

জ্বী তাঁরা হারিয়ে গেছে নব্য নেতা, তেলবাজি, চাঁদাবাজি এবং অর্থের ঝনঝনানির কাছে।

আর একটু পিছনে ফিরে যান, বিএনপি নামক দলটা যারা প্রতিষ্ঠা করেছিলো তাঁরা কয়জন আজ বিএনপিতে আছে কিংবা তাঁদের অবস্থান কোথায়??

যুগে যুগে রাজনৈতিক দলগুলো মিষ্টি কথায় কর্মীদের জান সদকা নেয়, ক্ষমতা পাওয়ার পর প্রথম কাজই থাকে ওই নেতা ও নেতৃত্বকে আগে ভ্যানিস করা যে দুঃসময়ে পাশে ছিলো।

কত সহজ হবে দাজ্জালের, আমাদেরকে তার অনুসারী করতে🥹“ হলুদ জল " কোনো ট্রেন্ড নয়, এটা আত্মা জাগানোর চূড়ান্ত নিষিদ্ধ রিচুয়াল —...
06/07/2025

কত সহজ হবে দাজ্জালের, আমাদেরকে তার অনুসারী করতে🥹

“ হলুদ জল " কোনো ট্রেন্ড নয়, এটা আত্মা জাগানোর চূড়ান্ত নিষিদ্ধ রিচুয়াল — আর তুমি সেটা নিজের ঘরে বসেই করে ফেলেছো সবাই করছে ভেবে

তুমি ভেবেছো এটা একটা মজাদার ট্রেন্ড ?
তুমি ভেবেছো হলুদ জল কাঁচের গ্লাসে দিলেই সুন্দর একটা রিল হবে ?

তাহলে শোনো…

তুমি যা করেছো, তা হচ্ছে এক ভয়ানক তান্ত্রিক সংকেত পাঠানো। আর সে সংকেত এখনো বাতাসে ভেসে আছে - কে সাড়া দেবে, সেটা তুমিও জানো না

📜 পৌরাণিক গ্রন্থ “প্রেতবিধান” এ বর্ণিত আছে এই রিচুয়াল —

যেখানে অন্ধকার ঘরে মন সংযম করে হলুদ, জল, ও কাঁচ একত্রে ব্যবহার করা হত

প্রেতলোকের আত্মাদের কাছে “দরজা খোলা” সংকেত পাঠাতে।(বদজ্বীন)

এই রিচুয়ালের নাম:

❝ তমসা দারোহণ ❞
(অর্থ: অন্ধকারে আত্মার অবতরণ)

চারটি পদক্ষেপ:

1. কাঁচ — আত্মার দরজা
2. জল — আত্মার গতি
3. হলুদ — আত্মাকে ডাক
4. অন্ধকার শব্দহীন ঘর

এবং তুমি — সেই আহ্বানকারী
তুমি হয়তো জানো না…
কিন্তু তারা জানে
কে, কোথা থেকে, কখন ডেকেছে

⛔ সবচেয়ে ভয়ংকর সত্য?

এই রিচুয়ালটি একবার শুরু হলে মন্ত্র ছাড়া বন্ধ হয় না

তন্ত্র বলে:
“জ্ঞান ছাড়া যিনি আহ্বান করেন, তিনি নিজেই দ্বার হয়ে যান।”

আল্লাহ সবাইকে হেফাজত করুক।

কোনো ট্রেন্ড ই ফলো করি না৷ আলহামদুলিল্লাহ।
আমার ফ্রেন্ড লিস্টের যারা যারা এই ট্রেন্ড ফলো করেছেন তাদের ঘরে কোনো সমস্যা হয়েছে কি না কমেন্ট করে জানাবেন। সমস্যা না হলেও জানাবেন।

একসাথে দুই লা*শ তিন   জানাজায় কাঁদলো ভূজপুর — হৃদয়বিদারক সেই বিদায়। ফটিকছড়ির ভূজপুরে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা। একসা...
06/07/2025

একসাথে দুই লা*শ তিন জানাজায় কাঁদলো ভূজপুর — হৃদয়বিদারক সেই বিদায়।

ফটিকছড়ির ভূজপুরে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা। একসাথে মামাতো-ফুফাতো তিন ভাইয়ের জানাজায় হাজারো মানুষের ঢল নেমে আসে। ছোট ভাইয়ের লা’শ আনতে গিয়ে বড় দুই ভাই বাবুল ও ওসমান গনি নিজেরাই হয়ে গেলেন লা’শ।

আজ তাঁদের জানাজা ও দাফন হয় একসাথেই। জানাজার ময়দানে কান্নায় ভেঙে পড়ে উপস্থিত মানুষ। দীর্ঘশ্বাস, চোখের পানি আর নীরব শোক যেন আকাশ-বাতাসও ভারী করে তোলে।

©

মিস ইউ পাপ আন দা
03/07/2025

মিস ইউ পাপ আন দা

BNP স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরী এবং জামাত নেতা মতিউর রহমান নিজামিকে মব জাস্টিসের মাধ্যমে ফাঁসি দেওয়ার পর জেলগেট থেক...
03/07/2025

BNP স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরী এবং জামাত নেতা মতিউর রহমান নিজামিকে মব জাস্টিসের মাধ্যমে ফাঁসি দেওয়ার পর জেলগেট থেকে মৃতদেহ বের করার সময় লাশ বাহি গাড়িতে আওয়ামীলীগ এর নেতাকর্মীরা জুতা নিক্ষেপ করে এবং তাদের কবর দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়াসহ সাধারণ মানুষকে তাদের জানাজায় অংশ গ্রহন করতে দেওয়া হয়নি। এসবই হয়েছে হাসুআপার নির্দেশে।
আজ হাসুআপা বাংলার মাটিতে তার কবরের প্রার্থনা করছেন। এটা হাসুআপার ক্রয় করা নিয়তি। এরূপ ঘৃন্য কাজ, নিকৃষ্ট দৃষ্টান্তের পুনরাবৃত্তি এ দেশের সভ্য সমাজ দেখতে চায় না। আমরা মাত্র ১১ মাসে বেমালুম ভুলে গেছি, অপরাধের ইস্পাত দিয়ে তৈরী করা প্রাচীর মাজলুমের নিঃশ্বাসে ধুলোয় উড়ে যায়।

19/06/2025

ই'রা'ন আচমকা অনেকগুলো মি'সা:ইল ছুড়েছিল যে সব নামাতে গিয়ে ওরাই ওপরে চলে গেলো⚰️

রাশি'য়ার কাছে ই'রা'ন এখনো সহায়তা চায়নি এতেই বোঝা যায় ইরান বেশ গুনে গুনে মি'সা:ইল ছুঁড়ছে ।

কারণ তারা এতো সহজে হাত পাততে চাচ্ছে না তবে চীনের বিভিন্ন বিমান ইরানে ঢুকতে দেখা যাচ্ছে সঙ্গে আরেকটা খবর পেলাম পারস্য উপসাগরে চীনের ২টা সার'ভেই'ল্যান্স নেভি শীপ আসছে। এগুলার মেইন কাজ মূলত মি'সা:ইল ট্র‍্যাক করা, গোয়েন্দা তথ্য নেয়া৷ সম্ভবত ই"রা"নে হা'ম'লা করলে আমেরিকান মি'সা:ইলগুলার ডেটা নিতে আসছে ।

17/06/2025

🇧🇩 ইরানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি ঘোষণা 🇮🇷

যারা ইরানে বৈধভাবে আছেন এবং ইরান ছাড়তে চান, তারা আজ রাতের মধ্যে নিচের ঠিকানায় পাসপোর্টের কপি ইমেইল করুন:
📧 [email protected]

🔴 কেউ ভেঙে পড়বেন না। ইনশাআল্লাহ, নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করা হবে।

আর যারা অবৈধভাবে অবস্থান করছেন, তাদের প্রতি অনুরোধ—
যাদের কাছে পাসপোর্ট / NID / সুরক্ষা সেবা বিভাগের রেফারেন্স / অথবা নিজ উপজেলার UNO’র চিঠি আছে, তারা দয়া করে এগুলো নিচের ঠিকানায় পাঠান:
📧 [email protected]

🤝 কথা দিচ্ছি—সেইফলি আমরা ইরান ছাড়ব, ইনশাআল্লাহ।

ওয়ালিদ এর ওয়াল থেকে.

#বাংলাদেশ_ইরান
#সুরক্ষা_প্রবাসী


যারা জানেনা জাস্ট তাদের জন্য! ইস*রায়েলে এতো ভয়ংকর হামলার পরেও মানুষ কেন মরেনা?ইস*রায়েলে বিল্ডিং কোড অনুযায়ী প্রত্যেকটা...
14/06/2025

যারা জানেনা জাস্ট তাদের জন্য!
ইস*রায়েলে এতো ভয়ংকর হামলার পরেও মানুষ কেন মরেনা?

ইস*রায়েলে বিল্ডিং কোড অনুযায়ী প্রত্যেকটা বাড়িতে বাঙ্কার (safe room বা bomb shelter)নির্মাণ বাধ্যতামূলক।

বাঙ্কার ছাড়া কেউ বাড়ি করতে পারে না। যখনই কেউ আক্রমণ করে ঠিক তখনি ঐ এলকায় সাইরেন বেজে ওঠে। সবাই বাঙ্কারে আশ্রয় নেয়।

এই বাঙ্কার “bomb-proof” ঘর, রকেট হামলা থেকে শুরু করে রাসায়নিক আক্রমণ থেকে মানুষকে রক্ষা করে।

হিজ্রাইল যখন টের পাইলো তাদের নাগরিকরা সেইফ না তখন ১৯৯২ সাল থেকে প্রত্যেকটা নতুন নির্মাণাধীন বাড়ি বা অ্যাপার্টমেন্ট ইউনিটে একটি বাঙ্কার তৈরি করা বাধ্যতামূলক করে দিছে তাদের সরকার।

দেয়াল, ছাদ মিনিমাম ৩০ সেন্টিমিটার পুরু reinforced concrete দিয়ে তৈরি।

জানালাগুলো Bomb-resistant, typically steel-shuttered window.
দরজাগুলো Heavy, airtight blast-proof steel door.

চমৎকার ভেন্টিলেশন Chemical & biological air filter system (NBC – Nuclear, Biological, Chemical protection) থাকে।

অতিরিক্ত ব্যবস্থাপনা (High-Risk Zones) থাকে।

গাজার কাছাকাছি বা লেবানন সীমান্তে থাকা এলাকায় বাড়িগুলিতে আরও শক্তিশালী communal bomb shelter থাকতে পারে।

* Apartment building বা স্কুলে সাধারণত কমপক্ষে একটি shared underground bunker থাকে।

মোট কথা তাদের নগর পরিকল্পনা অসাধারণ।
এইজন্য ইসরায়েলে হামলা করে ভবন ক্ষতিগ্রস্ত করা গেলেও হতাহত করা অনেক কঠিন।
Rahman

14/06/2025

Address

Chittagong
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when পরিচ্ছন্ন চট্টগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share