19/01/2023
# #এফিলিয়েট মার্কেটিং
★আপনি কি এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানতে চান এবং এর মাধ্যম ঘরে বসে কিভাবে আয় করে জানাতে ইচ্ছুক। তাহলে নিচের তথ্য গুলো জেনেনি।
এফিলিয়েট মার্কেটিং কি তা জানতে হলে আগে মার্কেটিং সম্পর্কে জানতে হবে।
মার্কেটিং হলো কোনো পণ্য বা সেবা প্রচার বা প্রসার করা সেই সব ব্যক্তিদের কাছে যারা সেই পণ্য বা সেবা গ্রহণ করতে ইচ্ছুক।
আর এফিলিয়েট মার্কেটিং হলো কোন কোম্পানি যেমন Amazon এর বিভিন্ন পণ্য লিংক নিয়ে কোন পেস এর মাধ্যমে বিজ্ঞাপন বিক্রি করা। যার পেস এর মাধ্যমে এফিলিয়েট করা হয় তাকে কমিশন দেয়া হয় কোম্পানি থেকে। অনেক কোম্পানি তাদের পণ্য বা সেবা কে এফিলিয়েট করে থাকে।
এফিলিয়েট মার্কেটিং করে ঘরে বসে অবসর সময় কে কাজে লাগিয়ে আয় করা যায়। কোন কোম্পানি তার যে সব পণ্য এফিলিয়েট করেছে সেই সব পণ্য এর লিংক নিয়ে পেস বা অনলাইন এর মাধ্যমে বিজ্ঞাপন করে পণ্য বিক্রি করা যায়। সেই বিক্রিত পণ্য এর নিদিষ্ট কমিশন কোম্পানি বিজ্ঞাপন কারিকে দিয়ে থাকে। এফিলিয়েট মার্কেটিং করে খুব সহজ আয় করা যায়। এর জন্য ভালো কন্টেন্ট রাইটিং প্রয়োজন। যার মাধ্যমে ক্রেতারা সেই বিষয়ে আকর্ষিত হয়।
সর্বপরি বলা যায় এফিলিয়েট মার্কেটিং এর জন্য উপর এর তথ্য গুলো ছাড়াও সঠিক গাইড লাইনের প্রয়োজন। যার মাধ্যমে আপনি সহজেই সামনে দিকে এগিয়ে যেতে পারেন। এর জন্য আমি Success Biz Family অনেক ধন্যবাদ জানাব যার মাধ্যমে আমি এগিয়ে যাচ্ছি।