06/11/2025
বড়পীর হযরত আবদুল ক্বাদির জ্বিলানী (রাঃ) হুযুরের ভাষায় আল্লাহর প্রিয়তমের প্রশংসা - নূরানীয়্যাতে মুস্তাফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
"এবং, মুহাম্মাদী সত্তা ও আহমাদী নূর ঐশী নিদর্শন সমৃদ্ধ ও অদৃশ্য ইঙ্গিতের বাহক ছিলেন। তিনি মহান উদারতার বিশেষ বৈশিষ্ট্য দ্বারা তাঁর পূর্ববর্তীগণকেই সম্মানিত করেছেন, এমনকি তিনিই তাঁদের আবির্ভাবের কারণ। হযরত মুস্তাফা (সাল্লাল্লাহু আলাইহি অয়া সাল্লাম)-এর সম্মানে সৃষ্টিজগতের বিশাল তাঁবুর মূল খুঁটি স্থাপিত হয়েছে, এবং তাঁর মহিমাতেই উর্ধ্বজগত (আসমান) ও নিম্নজগত (জমীন)-এর অস্তিত্ব সুসংগঠিত হয়েছে। তিনি শাসন-গ্রন্থের মূল বাণীর রহস্য, সৃষ্টির কর্মধারার অন্তর্নিহিত অর্থ, নতুন বিষয়াদি সৃষ্টির লিখকের কলম, জগতের কেন্দ্রস্থ মানবসত্তা, নবুওয়্যাতের মালার মধ্যবর্তী রত্ন, রিসালাতের মুকুটের উজ্জ্বল মুক্তো, নবীগণের কাফেলার প্রধান, রাসূলগণের সেনাদলের অগ্রপথিক, এবং আল্লাহর নৈকট্য লাভকারীদের ইমাম। তিনি বংশগত দিক থেকেও সর্বাগ্রে, কারণ তিনি-ই সমস্ত সৃষ্টজগতের মহান (রুহানী) পিতা!"
অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু ব্যাপক ওজন ও ফয়েযপূর্ণ কিতাবটি এরুপ অসাধারণ লেখানীসমূহ দ্বারা পরিপূর্ণ; যা লেখা তো অনেক উর্ধের বিষয়, সঠিকরূপে বুঝতে হলেও সীনাহর মাঝে আল্লাহর মা'রিফাত থাকা আবশ্যক!
কিতাব - আল মাওলিদুল গাউসিয়্যাহ
মূল- বড়পীর হযরত আবদুল ক্বাদির জ্বিলানী রাঃ
সংকলক- সাইয়্যেদ শারীফ ফাদিল জিলানী যিমযারকী
মূল অনুবাদ- মাওলানা জুনায়েদ শেখ মাদানী
প্রকাশক- মাকতাবাতুল হিকমাহ-Library of Wisdom
হাদিয়া- ১৩০ টাকা