পুঁথিনিবাস

পুঁথিনিবাস পুঁথিনিবাস অনলাইন বুকশপে আপনাকে স্বাগতম। আমাদের কাছে পাচ্ছেন সুলভ মূল্যে বিভিন্ন ধরনের বই।

06/11/2025

বড়পীর হযরত আবদুল ক্বাদির জ্বিলানী (রাঃ) হুযুরের ভাষায় আল্লাহর প্রিয়তমের প্রশংসা - নূরানীয়্যাতে মুস্তাফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)

"এবং, মুহাম্মাদী সত্তা ও আহমাদী নূর ঐশী নিদর্শন সমৃদ্ধ ও অদৃশ্য ইঙ্গিতের বাহক ছিলেন। তিনি মহান উদারতার বিশেষ বৈশিষ্ট্য দ্বারা তাঁর পূর্ববর্তীগণকেই সম্মানিত করেছেন, এমনকি তিনিই তাঁদের আবির্ভাবের কারণ। হযরত মুস্তাফা (সাল্লাল্লাহু আলাইহি অয়া সাল্লাম)-এর সম্মানে সৃষ্টিজগতের বিশাল তাঁবুর মূল খুঁটি স্থাপিত হয়েছে, এবং তাঁর মহিমাতেই উর্ধ্বজগত (আসমান) ও নিম্নজগত (জমীন)-এর অস্তিত্ব সুসংগঠিত হয়েছে। তিনি শাসন-গ্রন্থের মূল বাণীর রহস্য, সৃষ্টির কর্মধারার অন্তর্নিহিত অর্থ, নতুন বিষয়াদি সৃষ্টির লিখকের কলম, জগতের কেন্দ্রস্থ মানবসত্তা, নবুওয়্যাতের মালার মধ্যবর্তী রত্ন, রিসালাতের মুকুটের উজ্জ্বল মুক্তো, নবীগণের কাফেলার প্রধান, রাসূলগণের সেনাদলের অগ্রপথিক, এবং আল্লাহর নৈকট্য লাভকারীদের ইমাম। তিনি বংশগত দিক থেকেও সর্বাগ্রে, কারণ তিনি-ই সমস্ত সৃষ্টজগতের মহান (রুহানী) পিতা!"

অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু ব্যাপক ওজন ও ফয়েযপূর্ণ কিতাবটি এরুপ অসাধারণ লেখানীসমূহ দ্বারা পরিপূর্ণ; যা লেখা তো অনেক উর্ধের বিষয়, সঠিকরূপে বুঝতে হলেও সীনাহর মাঝে আল্লাহর মা'রিফাত থাকা আবশ্যক!

কিতাব - আল মাওলিদুল গাউসিয়্যাহ
মূল- বড়পীর হযরত আবদুল ক্বাদির জ্বিলানী রাঃ
সংকলক- সাইয়্যেদ শারীফ ফাদিল জিলানী যিমযারকী
মূল অনুবাদ- মাওলানা জুনায়েদ শেখ মাদানী
প্রকাশক- মাকতাবাতুল হিকমাহ-Library of Wisdom
হাদিয়া- ১৩০ টাকা

বাংলা ভাষায় এমন অসংখ্য কবির আগমন ঘটেছে যারা কবিতায়- ছন্দে, চিত্রকলায়, রূপক উপমায় ও প্রতীকি ব্যবহারে ফুটিয়ে তুলেছেন প্রিয়...
01/11/2025

বাংলা ভাষায় এমন অসংখ্য কবির আগমন ঘটেছে যারা কবিতায়- ছন্দে, চিত্রকলায়, রূপক উপমায় ও প্রতীকি ব্যবহারে ফুটিয়ে তুলেছেন প্রিয়নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।

নবিজীবনের বাঁকে বাঁকে ঘটে যাওয়া আখ্যান কবিতার মোহন ভাষায় বর্ণনা করেছেন। অভিনব ছন্দের ঝংকারে লিখে গেছেন পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দরের অনুপম সৌন্দর্যের কথা। রচনা করেছেন নবিপ্রেমের কালজয়ী কবিতা, যা আপন শিল্পশক্তিতে সূর্যের ঔজ্জ্বল্য নিয়ে মিনারের মতো দাঁড়িয়ে আছে বাংলা সাহিত্যে।

বাংলা কবিতার রূপ ও আঙ্গিক সতত একটি বিবর্তনের ভেতর দিয়ে পাড়ি দিয়েছে। প্রতিজন মৌলিক কবি নিত্যনতুন সুর ও প্যাটার্ন নিয়ে হাজির হয়েছেন কবিতায়। সেইসাথে রয়েছে দশকের বিচারে কবিতা ও ভাষার গুণগত পরিবর্তন। এ বইটির কবিতাগুলো পড়তে পড়তে পাঠক কবিতার সে বাঁকবদলের টের পাবেন। সেই পরম আশ্চর্য নজরুল থেকে সদ্য তিরোহিত আল মাহমুদ এবং এখনও কবিতার নদীতে সাঁতার কাটা আল মুজাহিদী, আবদুল হাই শিকদার- বাংলা কবিতার ঠিক একশ’ বছরের ইতিহাস ও রূপবদল পরোক্ষভাবে পরিদৃষ্ট হবে বইটিতে।

*
রাসুলকে নিবেদিত বাংলা সাহিত্যের কালজয়ী কবিতা
ভূমিকা ও গ্রন্থনা : জুবায়ের রশীদ
মূল্য: ৩২০ টাকা।

📖 তাওয়াফ‑এ‑ইশকমূল: সুমাইরা হামিদঅনুবাদক: সৈয়দা নাজিয়া প্রকাশক: কাফেলাপরিবেশক: উপকথা প্রকাশনমলাটমূল্য : ৩০০ টাকাপ্রি-অর্ড...
29/10/2025

📖 তাওয়াফ‑এ‑ইশক

মূল: সুমাইরা হামিদ

অনুবাদক: সৈয়দা নাজিয়া

প্রকাশক: কাফেলা

পরিবেশক: উপকথা প্রকাশন

মলাটমূল্য : ৩০০ টাকা

প্রি-অর্ডার মূল্য: ১৫০ টাকা

হজের সফর যে এত দীর্ঘ, কঠিন ও ত্যাগে ভরা হতে পারে, তা এই উপন্যাস না পড়লে অনুভব করা সত্যিই কঠিন। এটা এমন সময়ের গল্প, যখন মানুষ উটের পিঠে চড়ে হজ করতে যেতো। গল্পটি মিশরের পটভূমিতে রচিত। তিনজন পতিতা; আজিজা, আমেনা ও জান্নাত। যারা এক সময় ইসলামের দিশা খুঁজে পেয়ে একজন দরবেশের হাতে ইসলাম গ্রহণ করে। তাঁদের একমাত্র স্বপ্ন ছিল হজ করতে যাওয়া। কিন্তু তাঁরা জানত, এ সমাজ যদি তাদের অতীত জানতে পারে, কখনোই এই সুযোগ দেবে না। তবুও কোনোভাবে ইবনে মূসা তাদের কে হজ কাফেলার সঙ্গে যাওয়ার অনুমতি দেন। কিন্তু হঠাৎ সফরের মাঝপথে এক মর্মান্তিক বাঁক আসে। তাদের হজ যাত্রা হয়ে ওঠে একটি ভিন্নধর্মী যাত্রা; ত্যাগ, ধৈর্য, আস্থা এবং আল্লাহর ওপর অগাধ বিশ্বাসের এক কষ্টকর পরীক্ষা। তাঁরা অপমান, কষ্ট, অমানবিকতা, সবকিছু পার করেও ঈমানের ওপর অটল থাকে।

বইটি প্রকাশিত হবে ১৫ নভেম্বর। সাথে থাকবে আকর্ষণীয় বুকমার্ক। এখনই প্রি-অর্ডার করে রাখুন।

ইমামের বই 🔥
28/10/2025

ইমামের বই 🔥

সাকলাইন প্রকাশনীর কিছু গুরুত্বপূর্ণ কিতাব। সুলভ মূল্যে পাচ্ছেন আমাদের কাছে।
27/10/2025

সাকলাইন প্রকাশনীর কিছু গুরুত্বপূর্ণ কিতাব। সুলভ মূল্যে পাচ্ছেন আমাদের কাছে।

উপমহাদেশের বিখ্যাত ফিকহ গ্রন্থ প্রণয়নে যার অসামান্য অবদান, সে-ই বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহ-র জীবনী পড়ুন। সাথে মুজাদ্দিদ ...
27/10/2025

উপমহাদেশের বিখ্যাত ফিকহ গ্রন্থ প্রণয়নে যার অসামান্য অবদান, সে-ই বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহ-র জীবনী পড়ুন। সাথে মুজাদ্দিদ সম্পর্কে বিস্তারিত আলাপ পাবেন।

সংক্ষিপ্ত হলেও বেশ সাবলীল বইটি পড়তে পারেন। বাদশাহ আলমগীর এর জীবনীর পাশাপাশি মুজাদ্দিদদের পরিচিতিও পাবেন।

নতুন বই 🔥
26/10/2025

নতুন বই 🔥

মতভেদের সৌন্দর্য জানতে পড়ুন 'রহমত-এ ইখতিলাফ'
26/10/2025

মতভেদের সৌন্দর্য জানতে পড়ুন 'রহমত-এ ইখতিলাফ'

পবিত্র এ হেজাজ উপত্যকার খেদমতের দায়িত্ব ছিলো উসমানীয়া খেলাফতের হাতে। ১৯২৪ সালের পূর্ব একটি দীর্ঘ সময় পযন্ত উসমানীয় খেলাফ...
25/10/2025

পবিত্র এ হেজাজ উপত্যকার খেদমতের দায়িত্ব ছিলো উসমানীয়া খেলাফতের হাতে। ১৯২৪ সালের পূর্ব একটি দীর্ঘ সময় পযন্ত উসমানীয় খেলাফতের বিরুদ্ধে বারংবার আক্রমণ ও হেজাজ দখলের চেষ্টা করা হয়, অতঃপর আরব বিদ্রোহ, এবং পরবর্তী সময়ে নজদ উপত্যকার শাসক সাউদী রাজবংশ কর্তৃক ১৯২৪ সালে হেজাজ দখলের পর মক্কা ও মাদীনাহ তায়্যিবাহ ও স্থানীয় এলাকাগুলোতে অনেক কিছু পরিবর্তন করা হয়। আল্লাহর প্রিয়তম রাসূল (সাঃ) এঁর দানকৃত মুবারাক "জাজিরাতুল আরব" নাম পরিবর্তন করে, নাম রাখা হয় 'সাউদী আরব'!

ক্ষমতার উক্ত রদবদল শুধুমাত্র আরব বিশ্বের মানচিত্রেই নয়, সময়ের সাথে পরিবর্তন নিয়ে আসে পবিত্র হেজাজের অভ্যন্তরীণ চিন্তাধারা, শিক্ষাব্যবস্থা, সংস্কৃতি (Culture) সহ বিবিধ পর্যায়ে। যদিও সকলে নয়, কিন্তু মুসলিমদের অনেকে সময়ের ব্যবধানে এ নব্য আগত চিন্তাধারার দ্বারা প্রভাবিত হয়ে পড়ে। এসকল বিষয়ের বিস্তারিত প্রমাণভিত্তিক ইতিহাস নিয়ে লিখিত অসাধারণ একটি কিতাব - "নজদ ও হেজাজের ইতিহাস"।

কিতাবটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন "তারিখুন নজদ ওয়াল হেজাজ" কিতাবের বাংলা অনুবাদ। কিতাবটির মূল লেখক পাকিস্তানের বিখ্যাত আলিমেদ্বীন- আল্লামা মুফতী আবদুল ক্বাইয়্যুম হাযারভী (রহঃ)। এতে মিশর, উসমানীয় সময়ের পবিত্র মক্কা-মাদীনাহ, সিরিয়া সহ বিস্বব্যাপী আহলুস সুন্নাত ওয়াল জামায়াত তথা সুন্নী উলামা গণের বক্তব্য মাওজুদ আছে।

আরো রয়েছে আহলুল হাদীস গণের ইমাম নবাব সিদ্দীক হাসান খান ভূপালীরও রায় (কারণ তিনিও আগ্রাসন ও যুলমের বিরোধী ছিলেন)। রয়েছে প্রয়োজনীয় স্থান সমূহে পবিত্র কুরআন ও সুন্নাহর দলীলসমূহ। রয়েছে খারেজীগণের অন্যায় কার্যকলাপ ও যুলম সম্বন্ধে ততকালীন সংবাদপত্র সমূহে আগত সংবাদের উদ্ধৃতি তারিখ ও রেফারেন্স সহ..

ক্ষমতার এ রদবদল নিয়ে অনেকের মাঝে রয়েছে কৌতুহল। অনেকে বিস্তারিত রূপে জানতে চায় এ ইতিহাস, কিন্তু নির্ভরযোগ্য সুকাঠামোসম্পন্ন কোনো কিতাব এ ব্যাপারে অনেকেই খুজে পান না। অনেকে আবার এ পুরো বিষয়টি সম্বন্ধে অজানা। তাদের জন্য এ কিতাবটি হতে পারে জ্ঞানার্জনের অসাধারণ একটি মাধ্যম।

কিতাবটিতে বিভিন্ন অধ্যায়ে পাবেন-
ওয়াহাবী মতাদর্শের উতপত্তি ও যুগভিত্তিক পর্যালোচনা,
উক্ত মতবাদের অনুসারীদের কর্মকান্ডের বিবরণ,
তাদের নব-আবিষ্কৃত অস্বাভাবিক কিছু আকীদাহর বিবরণ (যেগুলো তারা নিজেদের কিতাবসমূহেই লিখেছেন)।

মুদ্রিত মূল্য ৭৫০ টাকা
অফারে পাবেন ৪৫০ টাকা।

বাংলার মুসলমান সমাজের কালচারাল হিস্ট্রি ও পলিটিক্সে গরু একটা গুরুত্বপূর্ণ ইস্যু। ব্রিটিশ আমলেই এই ইস্যুর সূচনা ও বিকাশ। ...
25/10/2025

বাংলার মুসলমান সমাজের কালচারাল হিস্ট্রি ও পলিটিক্সে গরু একটা গুরুত্বপূর্ণ ইস্যু। ব্রিটিশ আমলেই এই ইস্যুর সূচনা ও বিকাশ। এই সূচনা ও বিকাশ কিভাবে কোন্ কোন্ কায়দায় বাংলার মুসলমান সমাজে হ‌লো তার‌ই একটা বিবৃতিমূলক আলাপ পাবেন এই বইতে

নারী সুফিদের জীবনকথা জানুন 💙
25/10/2025

নারী সুফিদের জীবনকথা জানুন 💙

কবি গোলাম মোস্তফার 'বিশ্বনবি' প্রিমিয়াম ভার্শনে। লাগবে নাকি?
24/10/2025

কবি গোলাম মোস্তফার 'বিশ্বনবি'
প্রিমিয়াম ভার্শনে। লাগবে নাকি?

Address

Chittagong
4212

Telephone

+8801791793494

Website

Alerts

Be the first to know and let us send you an email when পুঁথিনিবাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পুঁথিনিবাস:

Share